Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

kowsar gazi

৯ বছর আগে লিখেছেন

১. রাত যতই দীর্ঘ্য হোকনা কেন অবশ্যই<br />আসবে ফজর। ২. তোমার বয়স যতই দীর্ঘ হোক না কেন<br />একদিন যেতেই হবে কবর। ৩. প্রতিদিন তুমি মসজিদে নামাজ<br />পড়তে যাও, একদিন তোমাকে এই<br />মসজিদেই নিয়ে যাওয়া হবে তোমার<br />জানাযার নামাজ পড়ার জন্য। ৪. প্রতিদিন তুমি বাড়ী থেকে বের হও<br />দাঁড়ানো অবস্থায়। অবশ্যই একদিন<br />শোয়া অবস্থায় তোমাকে এ<br />বাড়ী থেকে বের হতে হবে। -তাই মরণ কে স্মরণ করো সঠিক পথে

Likes Comments

kowsar gazi

৯ বছর আগে লিখেছেন

ভালবাসাকে ধরে বেধেঁ আটকে রেখে তাকে উপভোগ করাকে ভালবাসা বলে না,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 17.5636348724365px;" />বরং তাকে বলা হয় নিরাশা।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 17.5636348724365px;" />এবং ভাল কোন আশার যদি ভাল কোন উদ্দেশ্যে হয় তাহলে তাকে বলা হয় ভালবাসা।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 17.5636348724365px;" />-মোঃকাউসার গাজী

Likes Comments

kowsar gazi

৯ বছর আগে লিখেছেন

ভালবাসা যদি টাকার দ্বারা হত,তাহলে মনের কী ধরকার ছিল।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;" />-কাউসার গাজী

Likes Comments

kowsar gazi

৯ বছর আগে লিখেছেন

বিঞপ্তি

.....একটি জরুরী প্রেমিকা নিয়োগবিজ্ঞপ্তিঃ একটা গার্লফ্রেন্ড চাই।শিক্ষাগত যোগ্যতাঃ JSCপাশ, S.S.C. অধ্যয়নরতহলে চলবে, তবে,S.S.C. পাশ হলে আবেদন না করারজন্য অনুরোধ করা গেল। উচ্চতাঃ ৫.২"ফিট এর বেশি , এরবেশি হলেওচলবে ওজনঃ সর্ব্বোচ্চ ৪০- ৪৫ কেজি।গায়েররং: উজ্জল শ্যাম হলে ভাল হয়,কাল হলেও চলবে। ফর্সা মেয়েদেরআবেদন করার দরকার নেই।মনমানসিকতাঃ মেয়েরমনমানসিকতা অনেক উচ্চ লেভেলেরহতে হবে।৪২০মেয়েরা দয়া করে আবেদনকরবেনা। ৪২০মেয়েদের সাথে প্রেমকরার চেয়ে সিংগেল থাকা অনেকভাল। বয়স : 15 -.এরবেশি গ্রহনযোগ্য নয়। বেতন ওসুযোগসুবিধাঃ বেতন নাই,তবে মাঝেমাঝে বেড়াতে যাওয়া মানে ডেটিং,আইসক্রিম, আচার, চটপটি,ফুচকা ইত্যাদি খাওয়া ফ্রী। তবে, সবসময়আমি এসব খরচ করতে পারবনা।মাঝেমাঝে ও নিজেও খরচ করতে হবে।পদের সংখ্যাঃ মাত্র একটি।অভিজ্ঞতাঃ এইটা থাকলে আরআবেদন করার দরকার নাই. continue reading
Likes Comments
০ Shares

kowsar gazi

৯ বছর আগে লিখেছেন

আমরা যুবক

আমরা যুবক শত আশা বুকে সিমান্ত পার হব,
আমরা যুবক হতাশা দূর করে সত্যের পথে দাড়াব।
আমরা যুবক সর্ব সময় চলব সত্যের পথে,
আমরা যুবক ভয় পাব না কোন বাধাঁই যত ঘটে।
আমরা যুবক মানব না হার,মানব না কোন হাহাকার,
আমরা যুবক চলব ন্যায় পথে,চলতে হয় যদি বারবার।
বসে থাকব না আর,বাহির হব এবার,
আমরা যুবকরা সব দেশকে স্বাধিন করব আবার।
হতে দেব না রাহজারি,যতই কষ্ট আসুক ভারি,
আমরা যুবকরা সব,একসাথে দেব পারি।
বাধাঁ হয়ে দাড়াব সেই পথে যে পথে ঘটে অন্যায়,
আমরা যুবকরা মিলে তাকেও করব পরাজয়।
বিশদ শিক্ষা অর্জন করে,দাড়াব দেশের পাশে,
এখান থেকে সরব না আর বাধাঁই যত আসে।
কষ্ট করব দেশের জন্য,গাই বীজয়ের গান,
দেশের জন্য হলেও দেব বিলিয়ে প্রান।
সাহসটাকে বুকে রেখে দেব সীমান্ত পারি,
আমরা যুবকরা সব চল হাতে হাত ধরি। continue reading
Likes Comments
০ Shares
Load more writings...