Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোজী আরেফিন

৯ বছর আগে লিখেছেন

পার্থিব (প্রতিযোগিতা পর্ব-৪ ক্যাটাগরিঃ ১)

প্রাপ্য নয় জেনে
সাগরেই ফেলে দিই দুষ্প্রাপ্য মুক্তা,
যদিও পাগল হয়ে সমুদ্র ছেনে
হাতে তুলে নিয়েছিলাম সে অমূল্য সুখটা -


দুই কাঁধে অবিরাম লেখা হতে থাকে
সফরবৃত্তান্ত - আমার কাহিনী -কথা,
আমি তার সামান্যই এ জীবনে জানি
শেষটা কী হবে ভেবে জাগে নীরবতা..


সারি সারি উদ্বিগ্ন ধ্যান..
তোলপাড় আকুলতা - হে বিচারস্বামী,
তুমি শুধু দয়া কর!
নিতান্তই ক্ষতিগ্রস্ত আমি..
কিছু নাই,
শুধু এই প্রার্থনা সম্বল;
অনুতাপে জ্বলে গেছে
অশ্রুধারাজল-

দূর হতে দেখি শান্ত সবুজ বাগান-
আশা জাগে,
সসংকোচে, তবু হাত পাতি :
তুমি দাতা, করবে না দান?

Likes Comments
০ Share