Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোজী আরেফিন

৯ বছর আগে লিখেছেন

এমন কেন তুমি?

হৃদয়ের গোপন তারে
বাঁধলাম যারে,
সেই শুকনো পাতার রন্ধ্রে লুকোনো
ইচ্ছেগুলোর হরিদ্রাভ নেতানো আশা
আমার ভালোবাসার বাঁধন ছেড়ে পালায়।
আমার ভেতরের জীর্ণ আমি
স্ফটিক স্বচ্ছতায় বড্ড বেশী আবেগী!
নীলপদ্মে মোড়ানো তোমার দুঃখ জাগানিয়া সুখগুলো
ছেড়ে দিলাম সব ঝড়ো বাতাসে
এক বিষন্ন বৈশাখী বেলায়।
আজো হৃদয়ের সেই গোপন বাঁধন
দাগ হয়ে আমায় জানান দেয়
তোমার ছলনার কথা।
এমন কেন তুমি? continue reading
Likes ১৭ Comments
০ Shares

Comments (17)

  • - ফেরদৌসি কেকা

    ভালো লাগল।

    • - আলমগীর সরকার লিটন

      জ্বি আগাম মাতৃভাষার শুভেচ্ছা রইল

       

রোজী আরেফিন

৯ বছর আগে লিখেছেন

বিসর্জন

সেদিন ছিল রোববার
হ্যা, স্পষ্টতই সেদিন রোববারই ছিল।
শনিবার মাকে নিয়ে ডাক্তারের সাথে ডেট ছিল
আমার বেশ ভালোভাবেই মনে আছে।
এমন একটি দিন যা
বছরের পর বছর বুকের নরম যায়গাটিতে লুকোনো ছিল।
সেদিন না তোমার আসার কথা ছিল?
আমি নিজের হাতে আমাকে দেখে দেখে
ধুয়ে মুছে আমার আমিত্বকে বিসর্জন দিলেম।
তোমার হবার আগেই তোমাতে বিলীন হয়ে
প্রহরগুলোর অন্ধকার থেকে সফেদ হাঁসের পালকের মত শুভ্রতায়
নিজেকে সাজালেম!
তুমি এলে না কেন? continue reading
Likes ১৭ Comments
০ Shares

Comments (17)

  • - বিন আরফান.

    daroon likhechhen. choto holeo valo laglo. 

    • - ধুলি মোনালিসা

      emoticons dhonnobad :) 

       

    - মেহেদী হাসান

    ভালোলাগা সহ ভোট দিয়ে গেলাম।

    - শামিম হাসান

    ভালো লাগল। শুভকামনা।

রোজী আরেফিন

৯ বছর আগে লিখেছেন

পার্থিব (প্রতিযোগিতা পর্ব-৪ ক্যাটাগরিঃ ১)

প্রাপ্য নয় জেনে
সাগরেই ফেলে দিই দুষ্প্রাপ্য মুক্তা,
যদিও পাগল হয়ে সমুদ্র ছেনে
হাতে তুলে নিয়েছিলাম সে অমূল্য সুখটা -

দুই কাঁধে অবিরাম লেখা হতে থাকে
সফরবৃত্তান্ত - আমার কাহিনী -কথা,
আমি তার সামান্যই এ জীবনে জানি
শেষটা কী হবে ভেবে জাগে নীরবতা..

সারি সারি উদ্বিগ্ন ধ্যান..
তোলপাড় আকুলতা - হে বিচারস্বামী,
তুমি শুধু দয়া কর!
নিতান্তই ক্ষতিগ্রস্ত আমি..
কিছু নাই,
শুধু এই প্রার্থনা সম্বল;
অনুতাপে জ্বলে গেছে
অশ্রুধারাজল-
দূর হতে দেখি শান্ত সবুজ বাগান-
আশা জাগে,
সসংকোচে, তবু হাত পাতি :
তুমি দাতা, করবে না দান?
continue reading
Likes Comments
০ Shares

রোজী আরেফিন

৯ বছর আগে লিখেছেন

নির্ভানা

থোকা থোকা বেগুনী সে-অর্কিডফুল
পোর্সেলিনের জল থেকে উন্মুখ
জানলাপ্রান্তে ঝুঁকে দেখে
তুষারের মোলায়েম গান –
দিনভর। অবিরাম।
অথচ জলের নির্বিবাদ কোলে
গাঢ়সবুজ তার পত্রাবলির সাথে
বেগুনী আভার সখ্যতা দেখে
জলার ধার ধরে
কি করে
সারসার জারুলের গাছ
মনে চলে আসে,
সবুজের হাত ধরে।
বরফের কনকনে কামড়
ফালাফালা করে দেবার আগে
নিমেষ জুড়ে
বাংলাদেশ।
continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - টোকাই

    অবাক বিস্ময়!