Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবি মুজিবর

৯ বছর আগে লিখেছেন

মন

  মনের সাথে দেখা হবে আদর-যত্নে সময় যাবে   এইতো ছিল ছোট্ট চাওয়া কোত্থেকে এলো কু-হাওয়া   মন্ত্রণা দেয়- একটু ভাবো মনটারে কি চিনতে পাবো-   সত্যিই তো! চিনি কেমনে আসবে কি সে এ্যারোপ্লেনে?   নাকি-বা সে ঘোড়ায় চলে দুলকি চালে হেলে-দুলে-   আবার তাহার পোষাক ভাবি তাতেই বুঝি চেনার চাবি-   নাকি তাহার রূপটি আসল বাদ দিই তবে অন্য সকল,   রূপ যেনো তার কেমন তরো- হেথায় এসেই খাচ্ছি গেরো,   পরিচয় কি হয়েছে কোথাও না-কি হয়নি, ভাবছি সেটাও!   হালের বেলায়, জলের তলায় পাঠশালা কি পানশালাটায়-   বাজারে কি নিজের ঘরে আহারে নাকি বিহারে     কোথায় যেনো, কখন যেনো স্মৃতির কোঠা শুন্য কেনো!   তবে কি- চিনি নাই তারে জীবনের এই পারাবারে-   এমন লজ্জা কোথায় রাখি চিনি নারে মনাপাখি।।
Likes Comments
০ Share