Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবি মুজিবর

৯ বছর আগে লিখেছেন

গন্ধগোকুল

কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে —
কাঁদিছে আপন মনে ,
কুসুমের দলে বন্ধ হয়ে
করুণ কাতর স্বনে ।
হে মানব
সার্থক কর এ জনম তব
গন্ধগোকুল হয়ে ছড়িয়ে দিও
তব অর্চনা রহে যেন
পরের তরে।
continue reading
Likes Comments
০ Shares

কবি মুজিবর

৯ বছর আগে লিখেছেন

একদিনের ভালোবাসা

কত রঙ দেখি এ ভবে
কি স্রোতে ভেসে যাচ্ছে সবে।
একদিনের জন্য ভালবাসা কি
মূর্ত হল সকলের তবে?
হৃদয়ের গোপন দোরটি খুলে
একদিন কেন শুধু রয়ে যাবে ঝুলে?
দিবস রজনী একই রবে
ভ্যালেন্টাইনস কি তবে একদিনেরই হবে? continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - টোকাই

    দারুণ !! অনেক দিন পর একটা সেই রকম কবিতা পড়লাম । কবিতাটির শব্দ চয়ন ভাষা মারাত্মক । আমি আপনার লেখার ভক্ত হয়ে গেলাম ভাই ।emoticons অনেক অনেক শুভেচ্ছা রইলো । অবশ্যই নিয়মিত লেখা দেবেন আশা করি । এমন আরো নতুন লেখা পড়বার অপেক্ষায়...

    • - টোকাই

      অনেক অনেক শুভ কামনা আর শুভেচ্ছা জানবেন । emoticons

    - সুমন সাহা

    অনেক ভালো লাগলো টোকাই, আপনার মন্তব্য পেয়ে।

    নক্ষত্রে আমার প্রথম লেখা প্রকাশিত হলো আজ। আগামীতে লিখতে থাকবো, যতদিন শব্দেরা এসে ঘুরপাক খাবে মাথাতে।

    আশা করি, পাশে পাবো, এভাবেই সামনের আগত দিনগুলোতে।

    ভালো থাকুন, টোকাই।

কবি মুজিবর

৯ বছর আগে লিখেছেন

মন

  মনের সাথে দেখা হবে আদর-যত্নে সময় যাবে   এইতো ছিল ছোট্ট চাওয়া কোত্থেকে এলো কু-হাওয়া   মন্ত্রণা দেয়- একটু ভাবো মনটারে কি চিনতে পাবো-   সত্যিই তো! চিনি কেমনে আসবে কি সে এ্যারোপ্লেনে?   নাকি-বা সে ঘোড়ায় চলে দুলকি চালে হেলে-দুলে-   আবার তাহার পোষাক ভাবি তাতেই বুঝি চেনার চাবি-   নাকি তাহার রূপটি আসল বাদ দিই তবে অন্য সকল,   রূপ যেনো তার কেমন তরো- হেথায় এসেই খাচ্ছি গেরো,   পরিচয় কি হয়েছে কোথাও না-কি হয়নি, ভাবছি সেটাও!   হালের বেলায়, জলের তলায় পাঠশালা কি পানশালাটায়-   বাজারে কি নিজের ঘরে আহারে নাকি বিহারে     কোথায় যেনো, কখন যেনো স্মৃতির কোঠা শুন্য কেনো!   তবে কি- চিনি নাই তারে জীবনের এই পারাবারে-   এমন লজ্জা কোথায় রাখি চিনি নারে মনা’পাখি।। continue reading
Likes Comments
০ Shares

কবি মুজিবর

৯ বছর আগে লিখেছেন

কিছু ভালোবাসা কিনব

কিছু ভালোবাসা কিনব
বেশী নয়,
খুব অল্প দামে।
কিছু ভালোবাসা কিনব
ডায়রির পাতায় নয়,
গুছিয়ে রাখব হৃদয় খামে।
কিছু ভালোবাসা কিনব
কেউ দেবে আমায়
অল্প কিছু ভালোবাসা ?
যে ভালোবাসা মুখে নয়,
যে ভালোবাসা বুকে নয়,
প্রতিফলিত হবে মনচক্ষুর পরে।
কিছু ভালোবাসা কিনব
বেশী নয়,
খুব অল্প দামে।। continue reading
Likes Comments
০ Shares