Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসি কেকা

৯ বছর আগে লিখেছেন

রাত্রি

লালিমার রথে চড়ে
অস্তাচলে ডুবে গেল ভানু।
কোলাহল হয়ে এলো স্তিমিত প্রায়
বাঁশঝাড়ের আড়াল থেকে হেসে উঠল চাঁদ-
আজ যে তার আসার কথা!
জানি না কোন আগেবে
আমার এ হৃদয় ব্যকুল!
হয়তো বা চাঁদকে দেখে
কিংবা রাত্রির তমসাঘন আধার ফুঁড়ে
কিন্নরী কন্ঠের কোনো শাব্দিক আবেশে
অনুরনিত হতে। continue reading
Likes Comments
০ Shares

ফেরদৌসি কেকা

৯ বছর আগে লিখেছেন

এবং তুমি

এবং তুমি।
তোর আমার প্রেম
সেতো মহা রহস্যময় গোপন দলিল,
তোর আমার প্রেম প্রত্নতত্ত্বের মত প্রাচীন
যা আমাদের কাছে পবিত্র আর পৃথিবীর কাছে অশ্লীল।
কোন চোখে প্রেম দেখে তারা.?
যাদের হূদয় গড়া পাথরে,
তারা পায়নি পাবেও না প্রেমের হদিস
শত অভিযানেও খোঁজ করে।
আমাদের প্রেম বুঝতে গেলে
জানতে হবে প্রেমের ব্যাকরণ,
এ প্রেম নয়ত সোজা-সহজে যায়না বোঝা
আমাদের প্রেম এক মহা রহস্যেঘেরা প্রণয়ন।
continue reading
Likes Comments
০ Shares

ফেরদৌসি কেকা

৯ বছর আগে লিখেছেন

বিচ্ছিন্ন ভাবনা

সময় কাটছিলনা। তাই গান শুনছিলাম। সাধারণত বাংলা গানই শুনে থাকি। তবে মাঝে মধ্যে ইংরেজি গানও শুনতে ভালোবাসি।
আজ এই মুহুর্তে শুনছিলাম 100 Miles গানটি। এই গানটি অন্য সকল গানের থেকে একটু ভিন্ন আমার কাছে। বিশেষ একজনের স্মৃতি জড়িয়ে আছে এই গানের সাথে। এমন একজন যে চলে গেছে না ফেরার দেশে। তবে একটি গান তার জীবনের টুকরো কিছু স্মৃতিকে সাথে নিয়ে আজও আমার সাথে রয়ে গেছে। বিশ্বস্ত সঙ্গীর মত। আমি আমার প্রথম পোষ্ট আমার কিছু একান্ত অনুভূতি দিয়েই শুরু করলাম।
" If you miss the train I'm on, you will know that I am gone
You can hear the whistle blow a hundred miles,
A hundred miles, a hundred miles, a hundred miles, a hundred miles,
You can hear the whistle blow a hundred miles."
সবাই ভালো থাকুন... সুস্থ থাকুন। নিজ নিজ সঙ্গীকে সাথে নিয়ে সময়গুলো আনন্দে কেটে যাক।

continue reading
Likes Comments
০ Shares