Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

আমার নদী

যখনি বলেছে সে আমি ছাড়া তার কেউ নেই
এখনি কেঁপে ওঠবে শরীর যদি হাত রাখি ।
আমার নদী -
আমার নদীর দু'গালে দু'টো তিল আছে !
আমার নদী -
ভয়ানক রেগে যাওয়া স্বভাব আছে,
আমার নদী -
বাতাসের সঙ্গে কথা বলেছে, বৃষ্টির সঙ্গে কথা বলেছে,
ঘুরে ঘুরে ফিরে ফিরে - ফিরে ফিরে ঘুরে ঘুরে
আমার নদী আমাকেই ভালবেসেছে !

আমার নদীর বেদনা স'ব, আজ বেদনা প্রেম হয়ে গেছে
হাত নেড়েছে, কাছে ডেকেছে
বলেছে সে চুপিচুপি কথা -
এই বুক তোমার জন্যে থাকবার ঘর
আর কিছুকাল অপেক্ষা করো ।

আমি বসে আছি
আমার নদীর অপেক্ষায় আছি ।

Likes Comments
০ Share