Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

এলোমেলো ভাবনা - ১৭.০২.১৫ ইং

শুনছিলাম কবিগুরুর 'বঁধু কোন আলো লাগলো চোখে' গানটি।
একটি গান সুরের ইন্দ্রজালিক মুর্ছনায় আমাকে এভাবে বেদনায় ভারাক্রান্ত করবে কখনো ভাবি নাই।
একজন মানুষ এতো আবেগ কিভাবে ধরে রাখে? কিভাবে এতো চরম অনুভূতি দিয়ে অপরের হৃদয়ে নাড়া দিতে পারে?
অনেক ভেবেছি। আজো ভাবলাম। ভেবে ভাবনার সীমাহীন বিস্তীর্ণ পারাপারকে পেরিয়ে আরো দূরে চলে গেলাম।
কিন্তু আমার আর ফেরা হল না। আমি না পারছিলাম সামনে যেতে। না পিছিয়ে আসতে।
একটি নির্দিষ্ট যায়গায় আটকে থেকে আমার কানে ভেসে আসছিল সেই অমীয় সুধাবানী-
'অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে
সঙ্গীত শূণ্য বিষণ্ণ মনে'
বিষন্নতার বেলাভূমে আমি এক ক্লান্ত পথিক হেঁটে হেঁটে পাড়ি দিতে চাইলাম দুস্তর পারাবার! continue reading
Likes Comments
০ Shares

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

একুশের অনুভূতি

চারিদিকে তঙ্গায়িত সুরের  মূর্ছনায়
মুখরিত, স্তব্ধ বাইরের শান্ত পৃথিবী,
নিলিপ্ত চোখে আকাশপানে চেয়ে থেকে
শিহরণে জাগে একুশের অনুভূতি।
এখনো হাহাকার করে ফেরে শোকার্ত আত্মা
ছালাম জব্বার রফিকের বলিদান
বৃথা যাবে না, যেতে দেব না।
একুশ! তুমি চীর অক্ষয় অমর রবে
মোর মনে এই অনুভূতি।। continue reading
Likes Comments
০ Shares

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

মস্তিষ্কের বিকাশে সংগীত

ভাষান্তর: খসরু নোমান
সংগীত শুধু বিনোদনের অংশই নয়, মস্তিষ্কের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি একে রক্ষায়ও ভূমিকা রাখে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কম বয়সে সংগীত প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী জীবনে বক্তব্য শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, বাচনভঙ্গির বিকাশে গানের ভূমিকা রয়েছে। ওই গবেষক দলের প্রধান জানান, মস্তিষ্কের সৃজনশীল অংশের বিকাশের সঙ্গে সংগীত সংশ্লিষ্ট তৎপরতার যোগসূত্র রয়েছে। সুস্পষ্ট প্রমাণ মিলেছে, সংগীত প্রশিক্ষণের মাধ্যমে মস্তিষ্কের স্থিতিস্থাপকতা শুধু যে কমবয়সীদের ক্ষেত্রেই বাড়ে তাই নয়, বয়স্ক মস্তিষ্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, ১৪ বছর বয়স থেকে পরবর্তী ১০ বছর সংগীত প্রশিক্ষণের মাধ্যমে দেখা গেছে, মস্তিষ্কের যে বিশেষ অংশ কথা বলার সঙ্গে সংশ্লিষ্ট তার উন্নতি হয়েছে। কথা বলার ক্ষমতা বাড়াতে সংগীতের রয়েছে অনন্য ভূমিকা। তাই গান বা সংগীতকে হেলাফেলা বা শুধু বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচনা না করাই শ্রেয়। কানাডার বেক্রাস্ট হেলথ সায়েন্সের অন্তর্ভুক্ত রটম্যান রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি সংগীত ও মস্তিষ্ক সংশ্লিষ্ট এ গবেষণাটি পরিচালনা করে।
সায়েন্স ডেইলি continue reading
Likes Comments
০ Shares

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

আমার নদী

যখনি বলেছে সে আমি ছাড়া তার কেউ নেই
এখনি কেঁপে ওঠবে শরীর যদি হাত রাখি ।
আমার নদী -
আমার নদীর দু'গালে দু'টো তিল আছে !
আমার নদী -
ভয়ানক রেগে যাওয়া স্বভাব আছে,
আমার নদী -
বাতাসের সঙ্গে কথা বলেছে, বৃষ্টির সঙ্গে কথা বলেছে,
ঘুরে ঘুরে ফিরে ফিরে - ফিরে ফিরে ঘুরে ঘুরে
আমার নদী আমাকেই ভালবেসেছে !
আমার নদীর বেদনা স'ব, আজ বেদনা প্রেম হয়ে গেছে
হাত নেড়েছে, কাছে ডেকেছে
বলেছে সে চুপিচুপি কথা -
এই বুক তোমার জন্যে থাকবার ঘর
আর কিছুকাল অপেক্ষা করো ।
আমি বসে আছি
আমার নদীর অপেক্ষায় আছি ।
continue reading
Likes Comments
০ Shares

তানিয়া তাবাসসুম

৯ বছর আগে লিখেছেন

অমর একুশ

একুশ মানেই কি সাদা বা কালো পোষাকে
রং ঢং বা দেখানোর প্রবনতা?
নাঙ্গা পায়ে প্রভাত ফেরি?
অথবা একদিনের জন্য বাংগালী হবার
আবেগহীন উল্লাসে মেতে উঠা?
পাথরের স্মৃতিস্তম্ভে ফুলেল বিসর্জন?
নিজের হৃদয়ের নরম যায়গাটি যে
সারা বছর পাথর হয়ে আছে,
সেদিকে কেন বিকারহীন অনুভবে
সারাটি বছর একইভাবে কাটে?
একুশ মানেই তাই এখন
এক বোধহীন নির্বোধতায় কেটে যাওয়া। continue reading
Likes Comments
০ Shares