Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

চেতনায় একুশ (প্রতিযোগিতা ৩য় পর্ব- ক্যাটাগরি-১)


৮ফাল্গুন একুশ প্রহর
দূর্ভেদ্য জনসমুদ্রের রক্ত খেলা,
কে যেন ডেকে নিল সহস্র তাজা প্রাণ
বসেছিল বাঙ্গালীর মৃত্যুমেলা
ঐ যুবক সালাম শুনেনি মায়ের বারণ
বোনের কাকুতি প্রেয়সীর পিছু ডাক,
মেরুদন্ড সোজা, বজ্রমুষ্টি
মুখে তার ভাষার হাক
আমার মায়ের ভাষা
কেড়ে নিতে চায়
ঐ পশ্চিমা সর্বনাশা
তাইতো বরকত
বুকের বোতাম খুলে দিল,
চালাও গুলি মেটাও
তোমাদের খুন পিপাসা-
বাংলা হলো রাষ্ট্র ভাষা
এল ৭১ শুনলাম বজ্রকন্ঠ
ঝাপিয়ে পড়লো বীর বাঙ্গালী,
বহে গেল রক্ত স্রোত
হলাম আমরা মুক্ত
একুশ আবার দেখেছি
৯০ এর আন্দোলনে
নুর হোসেন ডা: মিলনের রক্তে,
হাফ ছেড়ে বাচলাম
স্বৈরাচারকে গর্তে ঢুকিয়ে
কিন্তু আজ একুশ কোথায়?
পেট্রোল বোমায় মানুষ পুড়ছে
ক্রস ফায়ারে মায়ের বুক খালি হচ্ছে
স্বাধীন দেশের একটু একটু করে
গড়ে ওঠা অর্থনীতির
প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে
পুরো রক্ত শুষে নেওয়ার বাসনায়
জঙ্গী আগমনের পথ সুগম করছে
এবারের একুশে আবার চাই ঝাকুনি
সকল অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাড়াও বাংলাদেশ

Likes Comments
০ Share