Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

আমি উদ্দীপ্ত হই ক্রমশঃ

আমি আজো সুমনের গান শুনে উদ্দীপ্ত হই
সুকান্ত মোরে ঘরের বাহির করে,
সামছুর রহমানের প্রলম্বিত ঘন নাদ
থেকে থেকে উল্লাসের স্বাদ জাগায় মনে।
আমি খুঁজে ফিরি অতৃপ্তির শেকড় সুদ্ধ
সেই বটবৃক্ষকে,
যার ছায়ায় সবে একত্রীত হবে বলে
একদিন নিয়েছিল শপথ।
সেই কালবেলা কেটে আজ এসেছে
আরো ঘন জমাট কালবেলা।
এখনই যদি সাং না করি এই খেলা
ফুরাবে জীবনের সব আশা
সাঙ্গ হইবে মেলা।। continue reading
Likes ১৬ Comments
০ Shares

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

আমার একটা রাইফেল চাই

একটা রিকয়েললেস
রাইফেল কিনতে চেয়েছিলাম!
ইচ্ছেমত সব পরিষ্কার করতে পারতুম।
মনের ঘৃণা, হিংসা-দ্বেষ আর
না পারার অক্ষমতার বীজগুলোকে
একবারেই ধ্বংস করা যেত।
একদিন প্রবল তুষার ঝড়ের ভেতর
হেঁটে হেঁটে অনেক দূর যেতে চেয়েছিলেম!
যেদিন তোমায় আর পাব না জেনে
ভীষণ অস্থিরতায় গরমে ঘেমে মৃত্যুকে
প্রশ্বাস দূরত্বে অনুভব করলাম।
সেদিনও একটা রাইফেলের বড্ড প্রয়োজন ছিল।
এসব কিছুই এখন গৌণ এখন,
একজন সহ-ব্লগারের তাজা রক্তে
পেভমেন্টর বুকের খরা মুছে গেল,
শুকনো কালো পীচ অসময়ের উষ্ণ স্নানে
বৈরী হল!
কিন্তু আমি যা আছি তাই ই রয়ে গেলাম।
এখন নিজেকে নিজের হাতে শেষ করে দিতেও
আমার একটা রাইফেলই চাই।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - বিন আরফান.

    valo laglo, sei sathe shovo kamona roilo. 

    - সুমন সাহা

    ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।

    ভোটিংশুরু হয়েছে। দিয়ে গেলুম।emoticons

    - বাকি বিল্লাহ

    সুন্দর লিখেছেন। চমৎকৃত হলাম। শুভেচ্ছার সাথে সাথে ভোটটিও দিয়ে যাচ্ছি।

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

পাখির রাজা

পাখির মাঝে পড়ল ধুম
রাজা হবে কে?
বেশী রঙ মাখবে যে
রাজা হবে সে।
ফিঙ্গে তখন কালি মেখে
আসে তাড়াতাড়ি
সবাই তাকে রাজা মানে
দিয়ে হাততালি।। continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - সকাল রয়

    খুব ভালো লাগলো

    • - তাপস কিরণ রায়

      অনেক ধন্যবাদ। 

    - তারিক আনাম

    ভালো লিখেছেন।

    শুভেচ্ছা রইলো।

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

চেতনায় একুশ (প্রতিযোগিতা ৩য় পর্ব- ক্যাটাগরি-১)

৮ফাল্গুন একুশ প্রহর
দূর্ভেদ্য জনসমুদ্রের রক্ত খেলা,
কে যেন ডেকে নিল সহস্র তাজা প্রাণ
বসেছিল বাঙ্গালীর মৃত্যুমেলা।
ঐ যুবক সালাম শুনেনি মায়ের বারণ
বোনের কাকুতি প্রেয়সীর পিছু ডাক,
মেরুদন্ড সোজা, বজ্রমুষ্টি
মুখে তার ভাষার হাক।
আমার মায়ের ভাষা
কেড়ে নিতে চায়
ঐ পশ্চিমা সর্বনাশা।
তাইতো বরকত
বুকের বোতাম খুলে দিল,
চালাও গুলি মেটাও
তোমাদের খুন পিপাসা-
বাংলা হলো রাষ্ট্র ভাষা।
এল ৭১ শুনলাম বজ্রকন্ঠ
ঝাপিয়ে পড়লো বীর বাঙ্গালী,
বহে গেল রক্ত স্রোত
হলাম আমরা মুক্ত।
একুশ আবার দেখেছি
৯০ এর আন্দোলনে
নুর হোসেন ডা: মিলনের রক্তে,
হাফ ছেড়ে বাচলাম
স্বৈরাচারকে গর্তে ঢুকিয়ে।
কিন্তু আজ একুশ কোথায়?
পেট্রোল বোমায় মানুষ পুড়ছে
ক্রস ফায়ারে মায়ের বুক খালি হচ্ছে
স্বাধীন দেশের একটু একটু করে
গড়ে ওঠা অর্থনীতির
প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে।
পুরো রক্ত শুষে নেওয়ার বাসনায়
জঙ্গী আগমনের পথ সুগম করছে।
এবারের একুশে আবার চাই ঝাকুনি
সকল অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাড়াও বাংলাদেশ।
continue reading
Likes Comments
০ Shares

সুমন সাঈদ

৯ বছর আগে লিখেছেন

প্রথম পোষ্ট

আজ এই ব্লগে আমার প্রথম দিন।
সকল ব্লগার ভাই-বোনদেরকে শুভেচ্ছা জানালাম।
সকলের আজকের দিনটি ভালো কেটে যাক। continue reading
Likes Comments
০ Shares