Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকবাল হোসেন নয়ন

৯ বছর আগে লিখেছেন

অস্পষ্ট আর্তনাদ

                        অস্পষ্ট আর্তনাদ 
ঘুটঘুটে অন্ধকার । রাস্তার ল্যাম্পপোস্ট গুলো ছাড়া কিছুই আলো দিচ্ছে না । দূর থেকে একটা বাস এগিয়ে আসছে । সম্ভবত এইখানে তাদের তুলে দেওয়া হবে । এই বার তারা সত্যিই চলে যাবেন দুনিয়া ছেড়ে  ।
খুব ছোটো একটা সংসার ছিল । স্বামী,  স্ত্রী আর এক ছেলে মিলে ভালই যাচ্ছিলো । হটাত একদিন  কতো গুলো লোক এসে ছেলেটির মা কে চলে গেলো । পরে অনেক খোঁজাখুঁজির পর জানা গেল তারা তাকে মেরে ফেলেছে । আর সাথে আর ও একটা পরিবার তারা ধ্বংস করে দিয়েছে । সেইদিন থেকে বাবা ছেলে দুইজন ই ভয়ে ভয়ে থাকেন । কারন সয়তান গুলোর নজর তাদের দিকেও আছে ।
আজ বিকালে ঘটনা ...............
-কিরে এখনো এইখানে কি করিস ? তাড়াতাড়ি লুকিয়ে পর । ওরা আবার চলে আসবে আবার নিয়ে যাবে আমাদের ।
-বাবা ওরা আমাদের কেন নিয়ে যায় আর কোথায় নিয়ে যায় ?
ছোটো ছেলেটার মুখে আবেগ ভরা এই কথা শুনে কেঁদে ফেললেন বাবা ।
-কি আর বলব বল !!!! এত কথা বলিস না !!! সন্ধ্যা হয়ে এল । তাড়াতাড়ি লুকিয়ে পর ।
হটাত দরজায় শব্দ হলো । রহিম সাহেব তার ছেলেকে নিয়ে লুকিয়ে পরলেন ঘরের একটি কোণায় । রহিম সাহেব ছেলের মুখটি চেপে ধরে আছেন পাছে সয়তান গুলি টের না পেয়ে যায় । তিনি তাদের কথাবারতা শোনার চেষ্টা করছেন ।
সয়তান ১ - কিরে এখন খুঁজে পেলি না ?
সয়তান ২ - না । কই গেল ? না পেলে তো আজকে বস আমাদের মেরেই ফেলবে ।
সয়তান ১ - তাড়াতাড়ি দুটো কে খুঁজে বের কর । এই ঘরেই আছে । যাবে কোথায় ?
সয়তান ২ - ভাই ।... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    emoticons

ইকবাল হোসেন নয়ন

৯ বছর আগে লিখেছেন

সময়ের চাকা

এই ধর ধর...। আহারে ...। পুরা গায়ের উপর দিয়া উঠাইয়া দিলো... মাথাটা দিয়া তো লোকটার রক্ত পড়তেছে। ভাই একটু ধরেন... হাসপাতালে লইয়া যাই...
বুধবারের সন্ধ্যা ৮ টা ১৯ মিনিটের দিকে এভাবেই হুইহুল্লোর শুরু হয় মতিঝিল মোড়টাতে। একজন কে একটা বাস চাপা দিয়ে চলে গেছে। আর সাথে সাথে ভীড় জমে উঠেছে ... লোকটার হাতের ৪ টা কমলা ছড়িয়ে গেছে রাস্তার মাঝে। একটা কমলা পিষ্ট হয়ে গেছে গাড়ির চাকার নিচে।
বুধবার সকাল ৬ টা । ঘড়ির তে টি টিট টি টিট করে এ্যালার্মটা বেজে উঠলো। সাথে সাথে আসাদ সাহেবের মেজাজটাও গরম হয়ে গেছে।।
- ধুর। এতো তাড়াতাড়ি ৬ টা বাজার কোন মানে হয় ?
আসাদ সাহেব ছা পোষা একজন মানুষ । প্রতিদিন তাকে সকাল সকাল উঠে কাজে যেতে হয়। মতিঝিল একটা অফিস এর সামান্য বেতনের চাকরী করেন।
আসাদ সাহেব কে রাগে গজ গজ দেখে তার স্ত্রী বলল - কী হল ? মেজাজ টা গরম মনে হচ্ছে ? মুখে একটু মায়া মেশানো হাসি ।
- হবে না গরম! এ্যালার্মটা বাজার আর সময় পায় নাই। এতো তাড়াতাড়ি বাজার কি দরকার ছিল?
- এ্যালার্ম তো সময় মতোই বেজেছে। এবার একটু জোরেই হেসে ফেলল।
এতে আসাদ সাহেবের মেজাজ বাড়লোই , কমার কোনও লক্ষন নেই।
মিনু, আসাদ সাহেবের স্ত্রী বলল - যাও । আর রাগতে হবে না। গোসল করে এস । আমি তোমার খাবার রেডি করছি।
- হুম যাচ্ছি। বলেই ওয়াশরুমে চলে গেলেন। আর আসাদ সাহেবের স্ত্রীও রান্না ঘরে।
সকাল ৭:৩০...
- কি গো! হলো......? অফিস এর যে সময় হয়ে যাচ্ছে ।
- এই তো ... এই যে। রেডি হয়ে... continue reading
Likes Comments
০ Shares