Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কামরুন নাহার রুনু

৯ বছর আগে লিখেছেন

পৌষের গল্প

শীতরাতে আড়ি পেতে শুনেছি
নিঃসঙ্গ পেঁচার বিবশ সুর যখন
শিশিরের মোলায়েম ছোঁয়া গমের শিষে
পৌষের প্রবন্ধ রচনায় ব্যস্ত।
রূপসী জ্যোৎস্নার চাঁদরে
ভালবাসার আঁচল পাতে শামুকী শরীর
একে একে মুক্তা খসে সীতাহারের
নিভাঁজ শাড়ী খসে পাপড়ি চুইয়ে পড়ে
ঘাস পাতা আর ঘোমটা টানা স্বপ্নের।
এমন শীতের রাতে গাছেরা পাতার ভাঁজে
কুয়াশার পলি মাখে আহলাদী সঙ্গ খোঁজে
বাজায় প্রেমময় ধুন।
কাঁকন রাগিণী গায় অনুভব সম্ভাষণে
ওম প্রত্যাশী পারদ নদীতে
বয়ে যাওয়া নক্ষত্রের নিগুঢ় যৌবন। continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - টোকাই

    দারুণ একটা পোষ্ট !