Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ধুলি মোনালিসা

৯ বছর আগে লিখেছেন

:) স্বপ্নচারী :)

সেদিন ও ভোর হলো...
যেদিন আসবে বলেও চড়ুইটা আর ফিরে এলো না 
অপেক্ষাতে শুন্য বিকেল আধাঁর হয়ে এলো 
চোখের কোণের কাজল হয়ত জলে মুছে গেল ..
তবু আনমনা প্রহর আর ফিরে চাইলনা ....
সেদিন ও ভোর হলো ...
যেদিন পড়ে থাকা শিউলি কেউ আর কুড়িয়ে নিল না 
সবুজ ঘাসেই সাদার মায়া বিলিন হয়ে গেল 
ঝাঝালো রোদ হয়ত একটু মলিন হয়ে ছিল 
তবু অবুঝ বালিকার সে মন পেল না ...
সেদিন ও ভোর হল ...
যেদিন খেয়া ঘাটে বৃদ্ধ মাঝির নৌকা ছিল না 
স্রোতস্বীনি দু ফোটা জল নিজের করে নিলো 
অশান্ত ঢেউ হয়ত খানিক মৌনো হয়ে ছিল 
তবু দিগন্তে ডিঙ্গি নাও দেখা দিল না
সেদিন ও ভোর হলো 
যেদিন ঘর পালানো কিশোর ছেলের মাথা গোজার ঠাই হল না 
খুব চেনা এই ইটের শহর অচেনা রং মুখোশ নিল ..
রাতের আধাঁর হয়ত খানিক ফিকে হয়ে ছিল ..
তবু এলোমেলো যন্ত্রনারা পথ ভুলে না ....
সেদিন ও ভোর হলো...
যেদিন রোজ ওড়ানো স্বপ্ন ঘুড়ি আকাশ নিল না 
স্বচ্ছ নীলে হেমন্ত সুর আকুল কেঁদে গেল 
বাউল বাতাস হয়ত কিছু সময় বেশি নিল 
তবু সুতোর টানে রুপোলি সুখ কাছে এল না ..
সেদিন ও ভোর হলো ..
যেদিন বৃক্ষ রাজের গল্প কেউ আর শুনতে এলো না ..
শুকনো পাতা অভিমানে পথে ঝরে গেল 
ন্যাড়া ডালে হয়ত কচি সবুজ লেগে ছিল 
তবু পুরোনো ক্ষত আর মুছে গেল না
সেদিন ও ভোর হলো 
যেদিন ভোর হলেও কারো কিছু এলো গেলো না 
ভারি পর্দায় সকাল বেলার দিপ্তি নিভে গেল 
নিয়ম মাফিক ঘড়ির ঘুঘু হয়ত ডেকেছিল 
তবু ঘুম কুমারির চোখের পাতায় রাত ফুড়োলো না ....
সেদিন ও ভোর হল ...
তবু ও ভোর হবে ....
continue reading
Likes Comments
০ Shares

ধুলি মোনালিসা

৯ বছর আগে লিখেছেন

-------------------------------গন্তব্য-------------------------

এবড়ো খেবড়ো গ্রাম্য রাস্তা দিয়ে হাটছিলাম। হালকা ছাটে বৃষ্টি হচ্ছে। চারপাশ আবছা অন্ধকার , জায়গাটা সম্পুর্ন অপরিচিত মনে হচ্ছে, কেন হাটছি কোথায় যাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। 
কেমন দিশেহারা লাগছে নিজেকে , একটু ভয় ভয় ও করছিল, , না একটু না ভীষন ভয় করছিল।
তার উপর এই বৃষ্টি , শীতে জমে যাচ্ছি যেন... পা চলতে চাইছে না।
কী করে এরকম বিদঘুটে জায়গায় এলাম সেটা ও মনে করতে পারলাম না। 
আকাশের দিকে তাকিয়ে সময় এর আন্দাজ লাগানোর চেষ্টা করছি এমন সময় পেছনে কারো পায়ের আওয়াজ পেলাম......
এরকম পরিস্থিতিতে কোনো মানুষের দেখা পাওয়া আনন্দের হাওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না, এমন কি পেছনে ফিরে তাকানোর সাহস টুকু হলো না আমার। 
ভয় পেয়ে হাটার গতি বাড়াতে গিয়ে হোচোট খেয়ে পরে গেলাম, পেছনের পায়ের শব্দ কাছে এসে থেমে গেল। কেউ একজন আমাকে টেনে তুলল আলতো হাতে। দেখলাম বৃদ্ধ একটা মানুষ, তার মুখে কেমন পবিত্র আভা , চাপা কন্ঠে বললেন - " সাবধানে চলো , সময় বেশি নেই.. সবাই অপেক্ষা করে আছে " বলেই হাটতে শুরু করলেন সামনের দিকে আমি ও তাকে অনুসরন করে চললাম। 
খেয়াল করলাম মানুষ টার পোশাক কেমন অদ্ভুত - কালো পাঞ্জাবি, কালো পাজামা কাল চাদর গায়ে মাথায় কালচে সবুজ রঙ্গা পাগরি বাধা , হাতে ধরে থাকা লাঠি টার রং ও কালো মনে হলো। 
মনে হাজার টা প্রশ্ন নিয়ে অচেনা এক বৃদ্ধ কে অনুসরন করে চলেছি অজানা গন্তব্যে।
হাটতে হাটতে তখন আমি ক্লান্ত শরীরে এক বিন্দু শক্তি আর অবশিষ্ট নেই সামনে আবছা আলোয় ভাঙ্গা একটা গেইট চোখে পরল , আমার মন বলল আমি পৌছে গেছি সামনে বৃদ্ধ লোক টাকে আর খুজে পেলাম না, সেটা নিয়ে... continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - প্রবাসী একজন

    ????