Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহসান মুহাম্মাদ

৯ বছর আগে লিখেছেন

আপনার প্রেম ছিল শুদ্ধ

আপনার সময় গুলো হয়ত ভালোই কাটছিল। হাতে বাদামের ঠোঙা আর এক চিমটে লবণ দিয়ে কাটিয়ে দিতে পারতেন ঘণ্টার পর ঘণ্টা। রাতের বাক্যালাপ শেষ হতে না হতেই মিষ্টি সকাল উঁকি দিতো আপনার ব্যাল্কনিতে বা ছোট্ট জানালায়। আপনার প্রেম ছিল শুদ্ধ।
হঠাৎ ভবিষ্যতের কিঞ্চিৎ পরিকল্পনা বা চিন্তা আপনার মাথায় এলো কিংবা আপনার স্বার্থে ডট পরিমাণ আঁচর লাগলো কিংবা যেকোনো পক্ষ থেকে আপনার উপর এলো প্রবল চাপ। আপনি দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে পড়লেন। ভবিষ্যৎ-পরিবার নিয়ে দিনরাত হাজারো চিন্তা করেও কোন কিনারা খুঁজে পেলেন না। বিচ্ছেদ ব্যাতিত অন্য কোন সমাধান আপনার প্রখর বুদ্ধিদীপ্ত নিউরণে ভর করল না। এবং আপনি তাই করলেন। আপনার প্রেম ছিল শুদ্ধ।
মেয়েটি অনেক চেষ্টা করল সবকিছু আগের মতো করে সাজাতে। কিন্তু পারল না। এভাবে চলল দু তিন মাস। আপনারও যে তার কথা মনে পড়ে না, তা না। কিন্তু আপনার প্রকোষ্ঠ যেন দড়ি দিয়ে বাধা, বাস্তবতার কুয়া'য় আপনি সাঁতার কাটছেন। এখন আপনিও তাকে চাইতে লাগলেন, অনুভব করতে লাগলেন আগের থেকে আরও বেশি মাত্রায়। তাকে ছাড়া আপনার দুনিয়াও এলোমেলো। এরকম ঝুলন্ত অবস্থায় চলল এক দের বছর। মেয়েটি সুন্দরী বলে তার কাছে প্রেমের প্রস্তাব আসা অব্যাহত থাকল বরাবরের মতই। তারও আপনার চুম্বকত্ব থেকে বেরিয়ে আসা দরকার বলে সে মনে করল। তাই শেষ পর্যন্ত সে একটি সম্পর্ক করেই ফেলল।
আর আপনি তাকে কোন এক সময় পাবার আশায় বা সকল সমস্যা সমাধানের অপেক্ষায় কোনমতে গড়িয়ে গড়িয়ে দিন কাটাতে লাগলেন। নতুন কোন সম্পর্কে আপনি জড়াতে পারলেন না কিংবা জড়ালেও পূর্ববর্তী জনের মুখায়ব আপনার চোখে ভেসে ওঠে সবসময়। আপনার প্রেম ছিল শুদ্ধ।
আপনি এখন মেয়েটাকে দোষারোপ করতে লাগলেন। আপনার ধারণা ছিল সেও হয়ত আপনার মতো... continue reading
Likes Comments
০ Shares

আহসান মুহাম্মাদ

৯ বছর আগে লিখেছেন

জয় ডিম

ব্যাচেলরদের বাসায় ঢুকলে সিগারেটের কড়া গন্ধ পাওয়া যায়, এলোমেলো বিছানা বা আধা খাটানো মশারি, চায়ের কাপে পিঁপড়াদের সভা, মেঝেতে আধা খাওয়া পাউরুটি। এগুলা খুব কমন ব্যাপার। দেয়ালে ইমিনেম, লিঙ্কিং পার্ক বা নানা ব্যান্ডের ছবি থাকে। থাকে বডি বিলডার দেরও ছবি। কিন্তু কোথাও একটা মুরগী বা ডিমের ছবি নাই। যেইটা খেয়ে তাদের কিনা নিত্য জীবন চলে। তরকারী নাই ব্যাস নিচ থেকে একটা ডিম কিনে এনে ভেজে পগারপার। ডিম না থাকলে ব্যাচেলরদের যে কি অবস্থা হতো আল্লাহ মালুম। যদি মুরগীরা অনশন করে ডিম পাড়া বন্ধ করে দেয় তাহলে ব্যাচেলরদের খাওয়া দাওয়া নির্ঘাত বন্ধ হয়ে যাবে।
তোদের বলি, একটা ইমিনেম তোদের কি দেয় ? কিন্তু একটা মুরগী তোদের ডিম দেয়। সো একটা মুরগির ছবি দেয়ালে ঝুলা। প্রতিদিন ওইটারে একবার করে পূজা কর। ডিমের ছবি রাখলেও দোষ নাই। জয় হোক ডিমের... জয় ডিম continue reading
Likes Comments
০ Shares