Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমিনুল ইসলাম মামুন

৯ বছর আগে লিখেছেন

দেশের প্রথম সাহিত্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল- ‘তুষারধারা ডট কম’

২০১৩ সালের প্রথম দিকে যাত্রা শুরু করে দেশের প্রথম সাহিত্য বিষয়ক নিউজ পোর্টাল ‘তুষারধারা ডট কম’ ( http://www.tushardhara.com )। কিছুদিন পরীক্ষামূলকভাবে চালুর পর পূর্ণ উদ্যমে শুরু হয় এটির কার্যক্রম। চলার পথে বড় ধরণের হোঁচট খায় হ্যাকারদের কবলে পড়ে। হারিয়ে যায় অনেক ডাটা। তারপর আবার শুরু হয় এটির কার্যক্রম।
 
দেশে সাহিত্য বিষয়ক অনেকগুলো সাইট থাকলেও সাহিত্য সংবাদ নিয়ে কাজ করার জন্য ‘তুষারধারা ডট কম’-ই প্রথম এগিয়ে আসে এবং উন্মক্ত করে ‘সাহিত্য সাংবাদিকতার’ দ্বার। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই নিউজ পোর্টালের অনেক সাহিত্য সাংবাদিক।
সাহিত্য সংবাদের পাশাপাশি সাহিত্য কর্মও (ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, পত্রসাহিত্য, প্রবন্ধ-নিবন্ধ, গ্রন্থালোচনা, সাহিত্য পত্রিকা আলোচনা/পরিচিতি, সায়েন্স ফিকশন, সাক্ষাৎকার, নাটক/নাটিকা, ভ্রমণ কাহিনী প্রভৃতি) তুলে ধরার ব্যবস্থা রয়েছে সাহিত্য বিষয়ক এই নিউজ পোর্টালে।       
 
সাহিত্য ব্যক্তিত্ব ও সংগঠনের সাহিত্য বিষয়ক সংবাদ পাঠিয়ে দিতে পারেন আমাদের বরাবর। সংবাদের সাথে ছবি দিতে ভুলবেন না।  
 
সংবাদ এবং লেখা পাঠাবেন এই ঠিকানায়ঃ 
amkss2012@gmail.com
অথবা
aimamun@yahoo.com  
continue reading
Likes Comments
০ Shares

আমিনুল ইসলাম মামুন

৯ বছর আগে লিখেছেন

সব পাখিরই ডানায় লেখা

সব পাখিরই ডানায় লেখা
আমার বর্ণমালা
সে বর্ণতে ভরা আমার
মায়ের হাতের বালা।
 
সে বর্ণটা মিশে আছে
পাখির গানের সুরে
সেই সুরেলা কণ্ঠ পাবে
চিন ও অচিনপুরে।
 
যখন যেথায় যাবে তুমি
শুনবে পাখির গান
মায়ের বালায় পাখির গানে
বাংলা ভাষার মান। 
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - টোকাই

    ইশ!!! এমন মা যদি একটা পেতাম .........

    • - সুলতানা সাদিয়া

      কিছুতেই পুরো গল্প পোস্ট হচ্ছে না। এক লেখা তিন বারে পোস্ট দিলাম। মাথা নষ্ট হয়ে গেল। কর্তৃপক্ষ কি একটু হেল্প করবে? ১৫০০ শব্দের গল্প একবারে পোস্ট করা না গেলে আত্মতৃপ্তি আসে না, না পাঠকের না নিজের। মন খারাপ টোকাই।

    • Load more relies...
    - রব্বানী চৌধুরী

    গল্পে খুব সাবলীল ভাষায় একজন মা ও একজন স্ত্রীর ছবি নিখুঁত ভাবে ফুটে উঠেছে, খুব ভালো লাগলো গল্পের পটভূমিকা, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। ঈদ হোক আনান্দের ও সুুখের। ঈদ মোবারক।   

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ। আশা করি ঈদ আনন্দে কেটেছে।

আমিনুল ইসলাম মামুন

৯ বছর আগে লিখেছেন

নব ফররুখ

শব্দের তলোয়ার
ছিল সদা হাতে যার
    রেনেসাঁর কবি সে যে
    প্রিয় ফররুখ
কবিতার সুধা পান-
করে তিনি জয়গান
    করেছেন উজ্জ্বল
    কবিদের মুখ।

কাব্যের সাগরে
মাঝি কই পাবো রে
    আছে মাঝি কতো কতো
    সেই মাঝি কই
যেই মাঝি যাবে নিয়ে
রেনেসাঁর পথ দিয়ে
    সেই নব ফররুখে
    পথ চেয়ে রই।
        ==০==
continue reading
Likes Comments
০ Shares