Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

আবছায়া প্রতিদিন


দূরের আকাশে নীল রং এর নীচে

কালচে একটা দাগ দেখা যায়;

আজকাল প্রতিদিনই লক্ষ্য করি;

হয়তো কালো কোন মেঘ সেটা

অথবা কোন এক অভিশাপ

যা নিয়ে আসবে ধ্বংসের রূপ।

তখন আর ভেজা হবে না ভোরের শিশিরে;

খালি পায়ে হাঁটা হবে না ভোরে মাটির রাস্তায়-

যেখানে কখনো দেখা যেত রসের হাঁড়ি

পড়ে আছে একপাশে, ভাঙা।

কখনো ধরবো না তোমার হাত

ঐ আঁচলের আড়ালে, যদি সুযোগ আসেও;

অভিমান আমায় স্পর্শ করেনি,

অভিমানের আকণ্ঠ আমি পান করেছিলাম সেদিনই-

শুধু দেখতে দেইনি তোমায়।

তুমি তাকিয়ে ছিলে আকাশের কালিমার দিকে,

উৎকণ্ঠায় অস্থির, অথবা শুধুই অভিনয়-

আমার সাধ্য নেই তোমাকে বোঝার।

চেষ্টাও করি না; আজও না- আগেও করিনি।

যেমন আছে, চলছে – চলুক, যাচ্ছে – যাক।

নির্বিকারত্বের শীতল বাসনা এখন রক্তাক্ত; দুই হাতে

রক্তজবার রূপে ধরে আছি- যেন সুন্দর প্রেমিক পুরুষ।

তার আড়ালের ক্ষতের রূপ তুমি দেখনি, দেখবেও

না। দেখবে শুধু প্রতিফলনের ঝলকানি।

Likes Comments
০ Share