Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

আবছায়া প্রতিদিন



দূরের আকাশে নীল রং এর নীচে
কালচে একটা দাগ দেখা যায়;
আজকাল প্রতিদিনই লক্ষ্য করি;
হয়তো কালো কোন মেঘ সেটা
অথবা কোন এক অভিশাপ
যা নিয়ে আসবে ধ্বংসের রূপ।
তখন আর ভেজা হবে না ভোরের শিশিরে;
খালি পায়ে হাঁটা হবে না ভোরে মাটির রাস্তায়-
যেখানে কখনো দেখা যেত রসের হাঁড়ি
পড়ে আছে একপাশে, ভাঙা।
কখনো ধরবো না তোমার হাত
ঐ আঁচলের আড়ালে, যদি সুযোগ আসেও;
অভিমান আমায় স্পর্শ করেনি,
অভিমানের আকণ্ঠ আমি পান করেছিলাম সেদিনই-
শুধু দেখতে দেইনি তোমায়।
তুমি তাকিয়ে ছিলে আকাশের কালিমার দিকে,
উৎকণ্ঠায় অস্থির, অথবা শুধুই অভিনয়-
আমার সাধ্য নেই তোমাকে বোঝার।
চেষ্টাও করি না; আজও না- আগেও করিনি।
যেমন আছে, চলছে – চলুক, যাচ্ছে – যাক।
নির্বিকারত্বের শীতল বাসনা এখন রক্তাক্ত; দুই হাতে
রক্তজবার রূপে ধরে আছি- যেন সুন্দর প্রেমিক পুরুষ।
তার আড়ালের ক্ষতের রূপ তুমি দেখনি, দেখবেও
না। দেখবে শুধু প্রতিফলনের ঝলকানি।
continue reading
Likes Comments
০ Shares

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

আমাদের আধুনিকতা এবং কয়েকজন নায়লা নাঈম

আমরা এক সৃষ্টিশীল জাতি। যত রকমের উল্টো-পাল্টা জিনিস আছে সেগুলোকে অনুকরণের অনেক রকম বাহানা আমরা সৃষ্টি করতে পারি। যত যা-ই হোক , আধুনিক হত হবে। আর আধুনিক হতে হলে আমাদের অন্তত সেই পথে অগ্রুদের পদাঙ্ক ( নাকি পদ-কলঙ্ক!! ) অনুসরণ করতেই হবে। এজন্যে আমরা বেছে নিতে পারি সুদূর হলিউডের সালমা হায়েক কিংবা মাইলি সাইরাসকে। অথবা কিম কারদেসিয়ানকে। তারা যে এক এক জন মস্ত বড় আইকন !  সেই লেভেলের নারী-স্বাধীনতার প্রতীক!
অথবা কেউ যদি তাদের অনুকরণ করতে ভয় পান এই ভেবে যে, এত্তো দূরের মানুষকে ফলো করব ? সব সময় তো খোঁজ রাখা সম্ভবও হবে না! তাহলে এখন কি করা ?? – ন চিন্তায় ! আমার কাছে এরও এক অভিনব সমাধান আছে ।
আপনি ফলো করতে পারেন আমাদের একেবারেই পাশের দেশ ভারতকে। দাদারা এইক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছেন।
উনাদের আছে ইম্পোরটের সানি দিদি, কিংবা নিজস্ব পুনম পান্ডে। উনারা যে কি পরিমাণ স্বাধীন তা আপনি হয়তো বা আমার চাইতেও বেশি জানতে পারেন!! আমি অবাক হবো না। এই নাহলে কি আর প্রগতি??  প্রতিযোগিতা করে এগুতে হবে। নিযে স্বাধীনতা ভোগ করবেন ?- একা ?? না; রেস-এ নামুন। কে কতো বেশি স্বাধীন তার প্রমাণ দিন- যেমন এই অগ্রদূত দিদিরা দিচ্ছেন নিজ নিজ ক্ষেত্রে :-/
 
... নাকি এতেও সমস্যা ? বর্ডার ক্রস করতেও ভয় পাচ্ছেন ? আহঃহা!!   এতো ভীতু হলে কি চলবে আপ্পি ??  আপনাকে না আধুনিক হতে হবে ? তাহলে আসুন আপনাকে একেবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। 
    মডেল হয়ে যান। আমাদের দেশী মডেল। বাংলালিংক/এয়ারটেল/মিল্ক ভিটা দুধ ইত্যাদি যেটা ইচ্ছে বেছে নিতে পারেন।
এরপর আপনার স্বাধীনতার দুয়ার খুলে যাবে... continue reading
Likes Comments
০ Shares

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

আমাদের রেলমন্ত্রীর বিয়ে এবং আমাদের কিছু চাওয়া

কি হচ্ছে এসব আমাদের সাথে , বা আমাদের চারপাশে সেটা নিয়ে হাল্কা চিন্তা করতে গেলেও সবার আগে হাসি চলে আসে।
একেবারে রিসেণ্ট স্টোরি হচ্ছে আমাদের মন্ত্রী সাহেবের বিয়ে। ভেবেছিলাম কিনা তিনি চিরকুমার থাকবেন , আর আমরা যারা প্রেমে অনগ্রসর যুবা আছি তারা সবাই মিলে উনাকে আদর্শ হিসেবে গ্রহণ করবো ;) কিন্তু তিনি সেটা আর হতে দিলেন কই ?? L  ৫০০ জন বরযাত্রী নিয়ে তিনি যাচ্ছেন বিয়ের কম্ম সারতে :-/
বোধয় চাচার সাথে উনার স্বপ্নযোগে স্বাক্ষাত হয়েছিলো। আরে এরশাদ চাচা! তিনি যদি ৮০ বছর বয়সে বিয়ে করে বাচ্চার জনক হতে পারেন ( তা সে দত্তকই হোক কিংবা অর্গানিকই হোক ;)  ) , আমাদের মন্ত্রী সাহেব তো সেক্ষেত্রে এখনো তরুণ! চাচার বাণীর কি গুণ! শোনা মাত্রই বিয়ের পিঁড়িতে হন্তদন্ত করে বসে গেলেন ;)
আচ্ছা তিনি ত রেলমন্ত্রী; তা উনার বরযাত্রা কি ঢাকা থেকে রেলযোগে কুমিল্লা পর্যন্ত হলেই কি ভালো হয় না ? ভালো তো! তিনি যে মন্তণালয়ের দায়িত্বে আছেন সেই বাহনেই নাহয় যাবেন ;) 
কিন্তু কিভাবে ? আমাদের দেশের রেলের যা অবস্থা , টাইমের গাড়ি আসে ২/৩ ঘণ্টা পরে। এরকম হলে তো তিনি বিয়ের জন্য ঠিকঠাক সময়ে পৌঁছাতেই পারবেন না ! আবার ওদিকে কন্যা যদি অভিমানী হয় ?? হওয়াটাই স্বাভাবিক। ঘরের সর্ব কনিষ্ঠ মেয়ে, একটু অভিমান না থাকলে কি আর সাজে ??
 
মন্ত্রী সাহেবের বিয়ে নিয়ে আমি শুধু কেন , আমার মতো খাদ্যরসিক সবারই আগ্রহ থাকার কথা। কুমিল্লাদক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলজানিয়েছেন আমাদের রেলমন্ত্রী একজন মাটির মানুষ। তা উনার কাছ থেকে তো আমাদের মতো ছেলেদের দাওয়াত প্রাপ্যই থেকে যায় । হাজার হোক, আমরা তো... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    ভালো লাগলো বিছিন্ন ভাবনাগুলি, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।   

    - টোকাই

    '

    একসময় সমস্ত আধার

    বিসর্জিত হয় সূর্যের কাছে

    অপূর্ন সবুজ ঘাসে

    এক ফোটা শিশির বিন্দুর মাঝে

    উন্মাদের মত আমি নিজেকে খুজে বেড়াই ….'

     

    দারুন ।

    • - সোহেল আহমেদ পরান

      সুন্দর লেখনি।

      (এক-দুইটা বানান ঠিক করে নিলে ভালো হয়...অপূর্ন্‌,...আধার...খুজে...বন্ধী)

       

      শুভেচ্ছা রলো... emoticonsemoticons

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

বলিউডের আধুনিকতা এবং আমরা

 আমাদের দেশের অনেক অনেক ছেলে-মেয়ে বলিউডের ভালো রকমের অনুসারী।
অনুসারী বলতে সেখানে যা যা হচ্ছে সেটাকে একটা ট্রেন্ড হিসেবে গ্রহণ করাটা তাদের এক রকমের ফ্যাণ্টাসি!
এটার একটা প্রমাণ হিসেবে দেখাতে পারি আমাদের ঈদের বাজারগুলোকে। 
     বিগত বছরগুলোতে যে এই ট্রেন্ড চালু হয়েছে সেটা বলা যাবে না। ভারতীয় পণ্যের মার্কেট আমাদের মাঝে প্রবেশ করেছে আরো আগেই। যখন ছোট ছিলাম তখন দেখতাম স্টারপ্লাসে আমার চাচী সিরিয়াল দেখতো। তখন উনার কাছে শুনেছিলাম তিনি নাকি রোজার ঈদে কিনেছেন "পার্বতী" শাড়ী। আর এরপরের কুরবানীর ঈদের জন্যে উনার প্ল্যান হচ্ছে "পল্লবী" শাড়ী কেনা।
   যারা কিছুটা জানেন তাদের বলার আর প্রয়োজন নেই যে পার্বতী এবং পল্লবী হচ্ছে তখনকার এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালের মেইন ক্যারেক্টার এবং ভিলেন ক্যারেক্টারের নাম।
 
   এই সিরিয়ালের পাশাপাশি বলিউডের নামি-দামী ব্যবসা সফল ছবিগুলোএর নায়িকার পরিহিত কাপড় হয়ে উঠেছে ব্যাবসার মূল বিষয়।
রিসেণ্ট দিনগুলোতে বেবী ডল কিংবা চেন্নাই এক্সপ্রেসের বাজার কাটতি দেখলে এই বিষয়ে কোন সন্দেহ অবশিষ্ট থাকে না। এসব বিষয়ে অনেক লেখালেখি হয়েছে। আলাদা করে আমার কিছু লিখতে যাওয়ার আর প্রয়োজন দেখছি না।
 
কিন্তু আজকে যেটা লিখছি সেটা একটু অন্য দিকের। শুরুতে যে বললাম ইয়াং জেনারেশন বলিউড নিয়ে ফ্যাণ্টাসিতে ভোগে, সেটা অস্বীকার করার কিছু নেই। সেখানকার নায়ক-নায়কারা যেমন পোষাক পরিধান করে সেই রকম পোষাক কেনার জন্যে যেমন ছেলে-মেয়েদের আগ্রহের কমতি নেই, তেমনি তাদের জীবন ধারনের পদ্ধতিও যে আমাদের দেশের ছেলে-মেয়েরা অনুসরণ করবে না সেটা নিশ্চিত করে বলা যায় না।   
কিছুক্ষণ আগে এই নিউজটা দেখলাম।
 
http://www.bd-pratidin.com/entertainment/2014/10/17/37313
 
এমন খবর দেখলে এমনিতেই খারাপ লাগে, তা সে যেকোন দেশেরই হোক না কেন। সামাজিক দিকট আভাবতে গেলে ঘৃণা চলে আসে তাদের... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - কাল বৈশাখী ঝড়

    হা হা হা হা হা

    - টোকাই

    কবে আসবে বসন্ত
    কোকিল করবে মুখস্থ
    কবিতা আর যত ছড়া
    উপহার তাকে ফুলগুলো মোড়া।

    - রব্বানী চৌধুরী

    "কবে আসবে বসন্ত

    কোকিল করবে মুখস্থ

    কবিতা আর যত ছড়া

    উপহার তাকে ফুলগুলো মোড়া।"

     

    অপেক্ষার পালা, যদি অনন্ত কালও অপেক্ষা করতে হয়, করতে হবে। 

     ভালো লাগলো কবিতার কথামালা। শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।