Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

আমি তখন কিছুটা কেঁদেছিলাম

আমি তখন কিছুটা কেঁদেছিলাম,
যখন প্রিয় বিডি ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনালে মাত্র ২ রানে আর অন্য ম্যাচে ৩২৬ রান করেও পাকিস্তানের কাছে আশ্চর্যজনক ভাবে হেরে গিয়েছিলো৷ আর কেঁদেছিলো সারা গ্যালারির দর্শক৷ 

তখনো মন কিছুটা কেঁদেছে,
যখন T20 তেও মাত্র ২ রানের জন্য বিডি ক্রিকেট টিম শ্রীলংকার কাছে হেরে গিয়েছিলো৷ 

অবাক হয়েছি তখনও,
যখন প্রিয় বিডি টিম কম রান তাড়া করতে নেমেও ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিলো৷ 

অনেকটা কষ্ট পেয়েছিলাম তখন, 
যখন আর্জেন্টিনার মত দল বলিভিয়ার কাছে ৬ গোল খেয়ে এবং উরুগুয়ের কাছে ৫ গোল খেয়ে হেরে গিয়েছিলো৷ 

একেবারেই হতাশ হয়েছি,
যখন, ১ ম্যাচে সর্বচ্চো ১৪ গোল করা, বিশ্বকাপ ফাইনালে সুইডেনের মত দলকে ৫ গোলে এবং সেমি ফাইনালে ফ্রান্সের মত দলকেও ৫ গোলের বিশাল ব্যাবধানে হারানো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৭-১ গোলের ব্যাবধানে ছিটকে পড়লো৷ 

তাই বলে দলকে ভালবাসা বন্ধ করে দেইনি, আর মনও খারাপ করিনি৷ কাঁন্নাও আসেনি...!!


কিন্তু আমি এখন কাঁদছি......অঝোরে কাঁদছি....
যখন, পবিত্র রমজান মাসেও মিসাইল আঘাত হানছে ঘুমন্ত গাজাবাসীর ওপর। ফিলিস্তিনে মারা হচ্ছে মুসলমানদের৷ হত্যা করা হচ্ছে নিষ্পাপ শিশুদের৷ বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মুসলমানদের শরীর...... 

কলিজা ফেটে যায় তখন,
যখন বোমার আঘাতে জর্জরিত মাত্র ৩ বছর বয়সের শিশু মৃত্যুর আগে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে -"আমি আল্লাহর কাছে সব বলে দেব" 

সে কিন্তু বলে দিবেই.......... 
Likes Comments
০ Share