Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

রিদওয়ান জিম

আমরা যখন আমাদের অমূল্য ধন বাচ্চাকে দুনিয়ার আলো দেখানোর জন্য হাসপাতালে লাখ টাকা খরচ করছি, ঠিক তখনি- গাজায় দুনিয়ার আলো দেখার আগেই মায়ের গর্ভে গুলি করে হত্যা করা হচ্ছে বাচ্চাকে !
আমরা যখন আমাদের আদরের সোনামনির জন্য নতুন জামা কেনায় ব্যাস্ত,
ঠিক তখনি- গাজায় মা-বাবা তাদের আদরের সোনামনির জন্য কাফনের কাপড় কেনা নিয়ে ব্যাস্ত....
আমরা যখন আমাদের আদরের বাচ্চাকে দোলনায় দুলিয়ে ঘুম পাড়াচ্ছি, 
ঠিক সেই সময়- গাজায় মা-বাবা তাদের বাচ্চাকে কাফনের কাপড়ে জড়িয়ে চির নিদ্রার জন্য ঘুম পাড়াচ্ছে.....
আমরা যখন রোজা রেখে দিনের শেষে সুস্বাদু খাবার দিয়ে পার্টি করে ইফতার করার বন্দোবস্ত করছি, 
ঠিক তখনি- গাজায় রক্তের বন্যা বইছে নিরীহ রোজাদার মুসলমানদের উপর.....
আমরা যখন রাত্রি বেলা আরাম করে ছাদের নিচে ঘুমাচ্ছি, 
ঠিক তখন- গাজায় মুসলমানরা খোলা আকাশের নিচে মৃত্যু আতংকে নির্ঘুম কাটাচ্ছে প্রতিটি প্রহর...
আমরা যখন পরিবারের সবাইকে নিয়ে রোজা রাখার জন্য ভোর রাতে সেহেরী খাচ্ছি, 
ঠিক একই সময়ে- নিজের স্বজনকে হারিয়ে নিঃস্ব হয়ে কান্নার সাগরে বুক ভাসাচ্ছে গাজার মুসলমানরা......
আমরা যখন ল্যাপটপ কিংবা মোবাইলের কী চাপছি,
ঠিক তখনি- নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বন্দুকের ট্রিগার চাপছে গাজার নিরীহ মুসলমানরা....
আমরা যখন বিশ্বকাপ দেখার জন্য টেলিভিশনে খেলার চ্যানেল টিউনিং করছি, 
ঠিক তখন- তাদের চ্যানেলে দেখাচ্ছে লাশের খেলা....যেন কেউই দেখার নেই.....
আমরা যখন হিসেব করছি কোন দল কবে বেশি গোল করেছিলো,
ঠিক তখন- গাজায় শত শত নিষ্পাপ শিশুর খন্ডিত মাথা দিয়ে ফুটবল খেলছে ইসরাইলি হায়নারা...
আমরা যখন নিজের পছন্দের দলকে জেতানোর জন্য দোয়া করছি, মানত করছি আর বাজি ধরছি,
ঠিক তখন- গাজায় শত শত আহত কচি বাচ্চার জন্য আল্লাহর কাছে হাত তোলার কেউ নেই, নেই চিকিৎসা করানোর টাকা.........
পবিত্র রমজান... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - সুলতানা সাদিয়া

    লেখাটি রিপোস্ট দেয়া আবশ্যক। প্লিজ চেক ইট। ফন্ট জোড়া লেগে গেছে।

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

আমি তখন কিছুটা কেঁদেছিলাম

আমি তখন কিছুটা কেঁদেছিলাম,
যখন প্রিয় বিডি ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনালে মাত্র ২ রানে আর অন্য ম্যাচে ৩২৬ রান করেও পাকিস্তানের কাছে আশ্চর্যজনক ভাবে হেরে গিয়েছিলো৷ আর কেঁদেছিলো সারা গ্যালারির দর্শক৷ 
তখনো মন কিছুটা কেঁদেছে,
যখন T20 তেও মাত্র ২ রানের জন্য বিডি ক্রিকেট টিম শ্রীলংকার কাছে হেরে গিয়েছিলো৷ 
অবাক হয়েছি তখনও,
যখন প্রিয় বিডি টিম কম রান তাড়া করতে নেমেও ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিলো৷ 
অনেকটা কষ্ট পেয়েছিলাম তখন, 
যখন আর্জেন্টিনার মত দল বলিভিয়ার কাছে ৬ গোল খেয়ে এবং উরুগুয়ের কাছে ৫ গোল খেয়ে হেরে গিয়েছিলো৷ 
একেবারেই হতাশ হয়েছি,
যখন, ১ ম্যাচে সর্বচ্চো ১৪ গোল করা, বিশ্বকাপ ফাইনালে সুইডেনের মত দলকে ৫ গোলে এবং সেমি ফাইনালে ফ্রান্সের মত দলকেও ৫ গোলের বিশাল ব্যাবধানে হারানো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৭-১ গোলের ব্যাবধানে ছিটকে পড়লো৷ 
তাই বলে দলকে ভালবাসা বন্ধ করে দেইনি, আর মনও খারাপ করিনি৷ কাঁন্নাও আসেনি...!!
কিন্তু আমি এখন কাঁদছি......অঝোরে কাঁদছি....
যখন, পবিত্র রমজান মাসেও মিসাইল আঘাত হানছে ঘুমন্ত গাজাবাসীর ওপর। ফিলিস্তিনে মারা হচ্ছে মুসলমানদের৷ হত্যা করা হচ্ছে নিষ্পাপ শিশুদের৷ বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মুসলমানদের শরীর...... 
কলিজা ফেটে যায় তখন,
যখন বোমার আঘাতে জর্জরিত মাত্র ৩ বছর বয়সের শিশু মৃত্যুর আগে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে -"আমি আল্লাহর কাছে সব বলে দেব" 
সে কিন্তু বলে দিবেই..........  continue reading
Likes Comments
০ Shares

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

খেলাধুলাঃ ২

ক্রিশ্চিয়ানও রোনাল্ডোকে আমি কখনই খুব পছন্দ করতাম না। এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলার সময় ব্যাটা লিভারপুলকে অনেক যন্ত্রণা দিয়েছে। তার উপর মারাত্মক লেভেলে স্টাইল করে। ওঁ হারলে, ওঁর হেয়ার স্টাইল নিয়ে আমি অনেক হাসাহাসি করি। মেসি রোনাল্ডো বিতর্কতঁে সব সময় মেসির সাইড নেই। আজকে গাজা সমন্ধে পড়তে পড়তে দেখলাম লোকটা গত দুই বছরে প্রায় তিন মিলিওন ডলার দিয়েছে গাজার বাচ্চাদের জন্য। রোনাল্ডোকে আর কখনও খারাপ বলতে নিজেকে খুবই ছোট মনে হবে। CR7 এর প্রতি স্যালুট।
আমরা ফুটবল ফ্যান। দলাদলি কন্দল আমাদের মাঝে থাকবেই। নাহলে আর ফুটবলে মজা কি। তবে আজকে আমরা সেটা ভুলে যাই। মনে করি সেই ছোট ফিলিস্তিন শিশুটির কথা। যে ঘুমাতে গেছিল বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন নিয়ে, আর ঘুম থেকে উঠেনি। মনে রাখি যে যাকেই সমর্থন করি না কেন, আমরা ফুটবল ভালবাসি, মানুষ ভালবাসি। অন্তত আজকে there are more things that unite us than divide us.
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নুসরাত জাহান আজমী

    হুম.. নক্ষত্র যেহেতু পরিবর্তন হইতেসে, এই রকম দিক নির্দেশনা সহিত পোস্ট জরুরী। ধইন্না.. ভাইজান..emoticons

    • - লুৎফুর রহমান পাশা

      হুম। ঠিকই বলেছো

    - রুদ্র আমিন

    নক্ষত্র ব্লগ পরিবর্তনের জন্য ধন্যবাদ। আমার নিকট একটি সমস্যা মনে হলো... প্রথম পাতায় আমি কিভাবে যাব এটা বলা ভুল হবে.. কিন্তু হোম এ ক্লিক করলে কি দেখায়...

    আমি বলতে চাইছি হোম মেনুটি সরাসরি প্রথম পাতা দিলে ভাল হয় কিংবা হোম নামটি পবিবর্তন করা উচিত। প্রথমে আমার খটকা লাগে পড়ে নক্ষত্রে ক্লিক করলে দেখি প্রথম পাতায় যায়। 

    পরিশেষে ব্লগটি খুব সুন্দর দেখাচ্ছে এখন। আগের থেকে ১০০ ভাগ সুন্দর।



    • - লুৎফুর রহমান পাশা

      আসলে আপনার দেয়া ছবিটিই আসলে প্রথম পাতা। যার আন্ডারে ব্লগ ও কমার্স সহ সব কিছু থাকবে। তারপর সেখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। আগামীতে এটিই প্রথম পাতা হিসেবে লোড হবে। এখন এটা আসলে সমস্যা না। এভাবেই করা হয়েচে।

    • Load more relies...
    - মুন জারিন আলম

    নক্ষত্র বদলে গেছে। নক্ষত্রের প্রশিক্ষিত ডেভেলপার টিম নিয়মিত নিরলস কাজ করে যাচ্ছে ব্লগার ও ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছে নক্ষত্রের নতুন ভার্সন চলে এসেছে। নতুন আপডেট সকলের দৃষ্টি কেড়েছে। পরিবর্তন পরিবর্ধন ঘটেছে ব্যবহারে, দর্শনে। ব্যপক পরিবর্তন ঘটেছে প্রথম পাতাতেও। আশাকরি এই ধরনের আপডেট নিয়মিত চলবে।
    emoticons হ্যা দেখতে পাচ্ছি তা। নক্ষত্র এখন অনেক গ্ল্যামারাস লুকিং এর। নক্ষত্র জয়যাত্রা অব্যাহত থাক। আপনাকে ধন্যবাদ পাশা ভাই পোস্ট টির জন্য। শুভেচ্ছা জানবেন কেমন। 

    • - লুৎফুর রহমান পাশা

      নিয়মিত লিখুন

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

মানুষের মৃত্যু নিয়ে মজা

  মানুষের মৃত্যু নিয়ে মজা একমাত্র বাঙ্গালিরাই করতে পারে।
গতকাল ব্রাজিল হারার পর সেই কষ্ট সহ্য করতে না পেরে আবেগের বশে একজন আত্মহত্যা করে।
আর সেটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রচার হয়। 
অনেককেই দেখলাম এটাকে নিয়ে মজা নিচ্ছে।
এসব কি ভাই?
আপনারা কি মানুষ নাকি জানোয়ারের বাচ্চা?
আমার ফ্রেন্ডলিষ্টে এমন এক কুত্তারবাচ্চাকে দেখলাম। দেখার সাথে সাথে আনফ্রেন্ড।
আর আপনারাই বলুন কি করা উচিৎ এসব কুত্তারবাচ্চাদের সাথে??  — continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - লুৎফুর রহমান পাশা

    আমি-ই তো তোমার শুরু থেকে শেষ প্রিয়তমা ।।

    • - প্রলয় সাহা

      emoticonsemoticons

রিদওয়ান জিম

৯ বছর আগে লিখেছেন

খানে বন্ধু বানানোর কন মাধ্যম আছে?? কেউ বলতে পারো???&nbsp;<img style="width: 25px; height: 25px;" src="/vendors/tinymce/plugins/emoticons/img/smiley-Confused_smiley.gif" alt="emoticons" />

Likes Comments