Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

md forhadul alam

৯ বছর আগে লিখেছেন

যে যে কারণে সস্তা ব্যাটারি কেনা উচিৎ নয়..?

আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, ল্যাপটপ বা স্মার্টফোন - যাই হোক, এগুলোর অফিশিয়াল বা অরিজিনাল ব্যাটারি গুলোর বাজার দর কিছুটা বেশিই হয়ে থাকে। এজন্যে আমরা অনেকেই বেশির ভাগ ক্ষেত্রে এই দাম এড়িয়ে যাবার জন্য অরিজিনাল ব্যাটারি না কিনে সহজ রাস্তায় হাটতে গিয়ে বাজারের অন্যান্য সব প্রতিষ্ঠানের ব্যাটারি কিনে থাকি। আর ভুলটা করি এখানেই! আপনি হয়তো কিছুটা দাম কমিয়ে এখন বিজয়ীর হাসি হাসছেন কিন্তু এই থার্ড-পার্টি ব্যাটারির কারণে আপনার এই হাসি চিরস্থায়ী নাও হতে পারে। অনেক পর্যবেক্ষন করে জানা গিয়েছে, যত গুলো ডিভাইস সংক্রান্ত দূর্ঘটনা এ পর্যন্ত ঘটেছে সেগুলোর বেশির ভাগ ঘটেছিল এই সকল থার্ড-পার্টি ব্যাটারির কারণে।
আপনি খেয়াল করলেই দেখতে পারবেন, যেখানে একটি ল্যাপটপের অফিশিয়াল ব্যাটারির দাম হয় ৬-৭ হাজার টাকার মত সেখানে আফটার মার্কেট ব্যাটারির মূল্য সর্বোচ্চ ৩ হাজার বা ৩৫০০ টাকার মত হয়ে থাকে, আপনার মনে কি কখনোই প্রশ্ন জাগেনি, 'এত সস্তায় তারা কীভাবে ব্যাটারি বাজারজাত করছে?'
সস্তার তিন অবস্থা: চলুন, বাজারে পাওয়া সস্তা ব্যাটারি গুলোর কিছু ভয়ানক সত্য কাহিনী শোনা যাক।
২০১৩ সালে একটি ১৮ বছরের মেয়ের পকেটে একটি স্যামসাং গ্যালাক্সি এস৩ ডিভাইস এক্সপ্লোড হয় এবং মেয়েটিকে 'থার্ড-ডিগ্রী বার্ন' মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়। পরে অনুসন্ধান করে জানা যায় যে ডিভাইসটিতে স্যামসাং এর অরিজিনাল ব্যাটারি ছিল না, ছিল থার্ড-পার্টি একটি ব্যাটারি। মজার বিষয় হচ্ছে, সেই থার্ড-পার্টি ব্যাটারির উপরে স্যামসাং এর লোগোও ব্যবহার করা হয়েছিল।
অন্যদিকে শুধুমাত্র যে অজনপ্রিয় প্রতিষ্ঠানের সস্তা ব্যাটারিতেই সমস্যা দেখা গিয়েছে তাও নয়। প্রায় ১৩টি ব্যাটারি জনিত সমস্যার রিপোর্ট পাওয়ার পর ২০১৩ সালের জুনে বেস্ট বায় প্রতিষ্ঠানটি ম্যাকবুকের প্রায় ৫০০০ ব্যাটারি বাজার থেকে তুলে নেয়। সেই রিপোর্ট গুলোর মধ্যে একজন সবচাইতে ভয়াবহ ঘটনা ছিল একজন... continue reading
Likes Comments
০ Shares

md forhadul alam

৯ বছর আগে লিখেছেন

Hacker নিয়োগ দিয়েছে Google ?

নতুন প্রকল্প ‘প্রোজেক্ট জিরো’র জন্য হ্যাকার টিম নিয়োগ দিয়েছে গুগল। ইন্টারনেটে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকর বাগ ঠিক করার জন্যই প্রোজেক্ট জিরো প্রকল্প শুরু করেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
ইন্টারনেটে বিভিন্ন ক্ষতিকর বাগ ঠিক করার জন্য ‘প্রজেক্ট জিরো’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। আর এই ‘প্রজেক্ট জিরো’র জন্য হ্যাকার টিম নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বিভিন্ন আক্রমণ থেকে মানুষকে বাঁচানো এবং ‘হার্টব্লিড’ ধরনের ক্ষতিকর বাগ ঠিক করাই প্রজেক্ট জিরো দলের লক্ষ্য। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন নিয়োগ করা এই দলটি ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের শতভাগ সময় ব্যয় করবে। এই দলটি কোনও বাগ খুঁজে পেলে তা কোনও তৃতীয় পক্ষকে না জানিয়ে সফটঅয়্যার বা সেবা বিক্রেতাকে জানাবে এবং একটি পাবলিক ডাটাবেসে তা নথিভুক্ত করবে। এ ছাড়া শুধু বাগ চিহ্নিত ও সে সম্পর্কে প্রতিবেদন করার পাশাপাশি বিষয়টি বিশ্লেষণও করবে দলটি।
আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন  TrueTips24.Com
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - মোঃসরোয়ার জাহান

    সুন্দর লাগলো

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ

    - মুন জারিন আলম

    নীল আকাশ রং বদলে হয়েছে কালো
    গাছের পাতা হয়েছে সবুজ
    তৃষ্ণার্ত পাখীরা পেয়েছে জল
    আর মানুষ পেয়েছে জীবনemoticons 

     

    একটু অন্যরকম কবিতা। ভাল লেগেছে। ধন্যবাদ পিয়ালী। শুভেচ্ছা রইল। 

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ উৎসাহি মন্তব্যের জন্য

md forhadul alam

৯ বছর আগে লিখেছেন

এয়ারটেল উদ্বোধন করলো দেশের প্রথম অনলাইনে এক্সপেরিয়েন্স সেন্টার !

মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের অনলাইন পোর্টালের উদ্বোধন করেছে।  গ্রাহকরা এই অনলাইন পোর্টালের সেবা যেকোন সময় যেকোন স্থান থেকে গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটি দাবি করছে, এটি দেশের প্রথম অনলাইনে এক্সপেরিয়েন্স সেন্টার।
“এয়ারটেল অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টার” নামের এই ভার্চুয়াল প্লাটফর্মটি বাংলাদেশের পুরো টেলিকমিউনিকেশন খাতে এই প্রথম। এটি গ্রাহকদের ডিজিটাল জগত এবং ইন্টারনেটের মাধ্যমে সেলফ-কেয়ার সেবাসমূহ গ্রহণ করার একটি অনন্য সুযোগ এনে দেবে। একই সাথে এটি এয়ারটেলকে ভিজ্যুয়াল এইডের মাধ্যমে গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে।

এয়ারটেল গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে তাদের জীবনকে আরো সহজ করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনে বিশ^াস করে। অনলাইন  এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার একটি যুগান্তকারী উদ্ভাবন এবং এ পর্যন্ত বর্তমানে যে সমস্ত সুবিধা বিদ্যমান আছে এটি তার থেকে অনেক বেশি উন্নতমানের। এই স্বাচ্ছন্দ্যময়, সহজ ব্যবহারযোগ্য ও সর্বশেষ প্রযুক্তি ভবিষ্যতের সারথী। বর্তমান গ্রাহকসেবার ধারনাকেই পুরো বদলে দেবে নতুন দিনের এই প্রযুক্তি।’
অনলাইন  এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার একটি থ্রিডি এনিমেটেড অনলাইন পোর্টাল যেটিতে  এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট  Click  এর মাধ্যমে প্রবেশ করা যাবে।  অনলাইন  এয়ারটেল এক্সপেরিয়েন্স  সেন্টার ইনোভেটিভ ইউজার ইন্টারফেস এবং এনিমেটেড গ্রাফিক্স এর ওপর ভিত্তি করে তৈরি যা গ্রাহকদের সহজ ব্যবহার ও সত্যিকারের সেবা পেতে সাহায্য করবে।
এটি এয়ারটেল গ্রাহকদের জন্য একটি ভার্চুয়াল প্লাটফর্মের ওয়ান স্টপ সলিউশন- যেখানে তারা যাবতীয় সেবাসমূহ পাবেন, যেগুলো গ্রাহক আসল এক্সপেরিয়েন্স সেন্টার থেকে স্ব-শরীরে উপস্থিত থেকে পেতে পারতেন। একজন গ্রাহক যেকোন সময় যেকোন স্থান থেকে তার ক¤িপউটারে ইন্টারনেটের মাধ্যমে এই পোর্টালে প্রবেশ করতে পারবেন।
অনলাইন এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার এর ব্যবহার স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গতিময়। প্রথমবার একটি প্রোফাইল তৈরী করে ব্যবহারকারীরা সহজে এতে রেজিস্ট্রার করতে পারেন। গ্রাহকরা কিবোর্ড কী এবং মাউস এর সাহায্যে এটি... continue reading
Likes Comments
০ Shares

md forhadul alam

১০ বছর আগে লিখেছেন

সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক !

 
কিছু ক্ষন আগে একটা নিউজ পেলাম, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করেই ফেলি। কিছুক্ষন আগে আওয়ামিলিগের অফিসিয়াল ফ্যান পেজে এই ঘোষনা করা হয়েছে। যে যেই দল করেন না কেন, একটি দলের সাপোর্টারতো আমরা সকলেই। আর সেদলটি হলো ফ্রিতে ইন্টারনেট ব্যবহারকারী দল। তাই এই দলের লোকদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দের সংবাদ বটে।
ভাল লাগলে আমার ব্লগ এ গুরে আসতে পারেন Http://TrueTips24.Com 
সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক।
টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।
তবে এই সুবিধা ভোগ করার জন্য আপনার থাকতে হবে ওয়াইফাই সুবিধাযু্ক্ত একটি ডেভাইস। আসুন তাহলে, আর একটু অপেক্ষা করি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পেতে।
ভাল লাগলে আমার ব্লগ এ গুরে আসতে পারেন Http://TrueTips24.Com 
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - লুৎফুর রহমান পাশা

    পোস্ট তো দেখি অনেক আছে

    মন্তব্যে কেন খড়া,

    সবাই কেবল লিখতেই চায়

    ভাল লাগেনা পড়া।

    - আলমগীর সরকার লিটন

    দাদা

    চমৎকার ছড়া লেখেছেন তো

    শুভ কামনা

    সবই মন্তব্য করুক এ প্রত্যাশায়

    • - সুখেন্দু বিশ্বাস

      সুন্দর কত পোষ্ট দেখ দেখ ভাই,

      সকলের লেখাতেই কমেন্ট যে চাই।

       

      শুভেচ্ছা রইলো লিটন দা  

    - সুখেন্দু বিশ্বাস

    আমাদের মনোভাব এখন -

     

    লিখতে আমি চাই যে শুধু

    পড়তে চাইনা কিছু,

    তোমার লেখা ছেড়ে এসো

    আমার পিছু পিছু।

     

    শুভেচ্ছা রইলো পাশা দা

    Load more comments...

md forhadul alam

১০ বছর আগে লিখেছেন

Hello friends i am md shehan from comilla, bloging amar akta nesha ,ami bloging korte valobashi. amar website http://TrueTips24.Com

Likes Comments
Load more writings...