Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাইদুল আলম সিদ্দিকী

৯ বছর আগে লিখেছেন

ক্যান্টিনের গ্লাস

তোর দেহে হাজার হাজার পঞ্চফুলের আদর
যতন করে বারি ভরে তর দেহেরি ভিতর;
আলতো করে তোর চিবুকে ওষ্ঠ জুড়ে দিয়ে
সুজন, সব কিছু লুটে নিয়ে যায় পালিয়ে। 

একটু পরে অন্য কেহ জন্মদিনের ড্রেসে
স্নান করিয়ে পূর্ণ করে; খালি করে শেষে।
আবার আসে অন্য কেহ এমনি সারাদিন
শত শত রঙ্গে, শত শত ঠোঁট; তুই নিমিষেই নবীন।

নাদুসনুদুস নন্দিনীরা তোর নিগূঢ় নিয়ামক
হঠাৎ করে প্রেমিকদেরকে দেখাসনে চমক!

হাজার রঙের ঠোঁটের চুমু বাদামী-খয়েরী-লাল
ইশ, থাকতাম যদি তোর জায়গাতে! সবি কপাল।
তোর চিবুকে হাজার ঠোঁটের নিত্য পরে ফ্ল্যাশ
বলনা আমায় রহস্য কি! ও, ক্যান্টিনের গ্লাস।
Likes ১৪ Comments
০ Share

Comments (14)

  • - তাহমিদুর রহমান

    অথচ আমি কবিতা লিখি ঠিক ………..

    - মাইদুল আলম সিদ্দিকী

    ভালো emoticons

    • - সোহেল আহমেদ পরান

      বেশ ভালো লাগলো ভাব ও প্রকাশ।

      শুভেচ্ছা জানবেন কবিemoticons