Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

১০ বছর আগে লিখেছেন

দাদু বোঝে না

 

কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে থরে থরে
তাই ওটা খেলে গলা ধরে
কিন্তু এটা দাদু বোঝে না
তিনি বলেন, ওরে! যারা কাইজা করে
শুধু তাদেরই গলা ধরে।

ইদানীং আমার ঘুম হয় না
কারণ আমার মাঝে
ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের
এমাইনো এসিডের অভাব আছে,
যার ফলে সেরোটোনিন নামক
নিউরোট্রান্সমিটার হ্রাস পেয়েছে
কিন্তু এটা দাদু বোঝে না।

তিনি বলেন, ওরে! হাম্বল বুরুজের মধ্য দুপুরে
একাকী পথ চলবার সময়ে সাত রাস্তার পারে
জ্বালিষ্ঠ দানবের নজর পড়েছে
সাথে লোলুপ জীনের আসড় আছে
তাই ঘুম হয় না।

আমি বললাম, দাদু! ডাক্তারের কাছে গিয়েছি
তিনি বললেন, ও সব কিছু হবে না রে!
দবির হুজুরের কাছে যেতে বলেছি
সাদা মোরগের রক্তে জাফরান কালি মিশায়ে
তাবিজ লিখে দিবে রে!
বাজুতে বেঁধে রাখবি
সব ঠিক হয়ে যাবি।

দাদুকে বললাম তোমার চুল পেকেছে
কারণ মেলানিন নামক হরমোন কমেছে
দাদু বলেন, ওরে!
কবরের ডাকে
চুল পাকে।

দাদু পাজামা বোঝে কিন্তু জিন্স প্যান্ট বোঝে না
হা-ডু-ডু বোঝে, লেগ স্পিন বোঝে না
ভাটিয়ালী বোঝে কিন্তু মেটালিকা বোঝে না
দুধ বোঝে,কফি বোঝে না।

আমি দাদুকে বলেছি,
দাদু! বর্তমানকে বুঝতে চেষ্টা কর
কারণ আমরা সব সময়ই বর্তমানে থাকি।
তিনি বলেন, অতীতকে কেন হেলা কর
আমরা এসেছিই অতীত থাকি।

Likes ১৬ Comments
০ Share

Comments (16)

  • - আলভী

    অনেক ভাল লাগার গল্প। ধন্যবাদ প্রিয় সাদিয়া।

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ আপনাকেও.........

    - ঘাস ফুল

    দুইটি ভিন্ন জীবনের করুণ কাহিনীকে যা হয়তো বাস্তবতারই রূপক, সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে গিয়ে পরিপূরক মৃত্যু দিয়ে শেষ করলেন অসাধারণ কাহিনী বিন্যাস, চমৎকার বর্ণনা আর দক্ষ শব্দ গাঁথুনিতে। পৃথিবীর অলিখিত নিয়মে সবাই স্বজাতির প্রতি কিছুটা পক্ষপাত দুষ্ট হয়, স্বজাতির প্রতি আলাদা একটু বেশী ভালোবাসা দেখায়, মায়া মমতা দেখায়, মানবতা দেখায়। মানুষ হওয়া সত্ত্বেও মানুষগুলো পিনুর প্রতি কোন মনুষ্যত্ববোধ দেখাল না, মানবতার হাত বাড়াল না, তারা তাদের মানবতা দেখাল কুকুরগুলোর জন্য শুধু। লেখিকা খুব সুচারু ভাবে ওই মানুষগুলোকে কুকুরের স্বজাতি হিসাবে গল্পে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। পিনুর মতো মানুষদের যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট ভাবে। শীতার্ত মানুষের অমানবিক করুণ চিত্রের সাথে অমানুষদের মুখোশটাও আপনি উন্মোচন করে দিয়েছেন। অসম্ভব ভালো লাগলো সাদিয়া। 

    • - সুলতানা সাদিয়া

      আপনার মত এমন নিষ্ঠাবান পাঠক হতে পারি না দেখেই হয়তো জুলিয়ান ভাইয়ের কথামত আগের মানে লিখতে পারি না। সুলেখক ও পাঠক ভালো খাকুন, নিরাপদে থাকুন।

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    গল্প ভালো লাগলো। ধন্যবাদ, সাদিয়া সুলতানা।

    • - সুলতানা সাদিয়া

      ধন্যবাদ প্রিয় গল্পকার........আমার পাতায় আপনার ঘুরে যাওয়া, আমার অনুপ্রেরণা...........

    Load more comments...