Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আরজু পনি

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগ সম্পর্কে আজকেই জানলাম । বিভিন্ন সুবিধার কথাও পড়লাম । কৃতজ্ঞতা জানাই নীল সাধুকে । যার কারণে এই নক্ষত্র ব্লগের সন্ধান পেয়েছি । অপশনগুলো ভালো লাগছে বেশ । এই ব্লগের সংশিষ্ট সবাইকেও কৃতজ্ঞতা ও সহব্লগার সবাইকে শুভেচ্ছা জানাই ।।

Likes Comments

আরজু পনি

১০ বছর আগে লিখেছেন

বিবেকের সামনে দাঁড়াও !

বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।

তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !

ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !

এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?

একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !


continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - তুহিন সরকার

    বৃষ্টির মত এসেছি................

    ধন্যবাদ চৌধুরী। শুভাকমনা সতত।

    • - আলভিনা চৌধুরী

      বৃষ্টির মত করে আসা সম্ভব না !! শুভেচ্ছা 

       

    - মো: সাজিদ খান

    জলহীন চোখে চেয়ে থাকা কদম তোড়া হাতে আমি হেঁটে যাবো।
    খুব সন্তর্পণে হেঁটে যাবো !
    আমি পাতার দলের সাথে ভাসবো,
    ঘাসফুলের গানে গলা মেলাবো, পদ্মপাতায় নাচবো !
    আমি আমাকে সাথে নিয়ে ভিজবো। ////////কবিতাটি ভাল লেগেছে । জয় হোক কবি ও কবিতার ।

    - কাজী যুবাইর মাহমুদ

    বৃষ্টির জন্য,
    বৃষ্টিবরের জন্য!
    আমি অপেক্ষায় আছি,
    একদিন সে ঠিক আসবে, 
    ঠিক আসবে ...


    চমৎকার!