Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘালয়

৭ বছর আগে লিখেছেন

যাহা বলিব

একদিন এক প্রভাতকালে সূর্যদয়ের আগে
হাঁটিতে গিয়া মন্ত্রীমশায় দেশপ্রেম অনুরাগে

ভাবিতেছিলেন দেশের জন্য কত কী করেছি দেখি
হিসাব করিয়া বাহির করিব- কতটুক তার মেকি!
যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিবার নয়
সজোরে কহিয়া থমকে দাঁড়ালেন মন্ত্রী মহাশয়।
সুযোগ বুঝিয়া বিবেক তাহার প্রশ্ন করিয়া বসে
বিবেক আজিকা বিচারক আর শুনিতে লাগিল দশে।
গাছ-পালা পাখি নির্মল বায়ু বয়ে চলা পথ ঘাট
সাক্ষী রহিল বোবা প্রাণীসব সবুজের বড় মাঠ।
সকলে চাহিয়া নীরব দৃষ্টি চারিদিকে হাহাকার
আইনই বুঝি আইনের লোক ধরে বসে এইবার।
কে দিবে মুক্তি কোন সে যুক্তি দিন কাটে বুঝি জেলে
সত্য কি চায় মিথ্যা জিতুক, মিথ্যাকে হাতে পেলে?
এইতো সেদিন বানভাসী লোক চাহিতে আসিল ত্রাণ
তাড়া খেয়ে সব ছুটিয়া চলিল বাঁচিয়া আপন প্রাণ।
মন্ত্রী বলিলে- এভাবে চলিলে থাকে কি কিছুই ঘরে?
রাজকোষ বুঝি ফাঁকা হয়ে যায় সকলি লইলে পরে।
পুলিশ-পেয়াদা নিয়া চল্‌ সব- এসব আমারই ধন
ছোটলোক সব যত দিব লবে- "পাব কি এদের মন?"
পথ ঘাট যত নিকট দূরে সকলি গড়েছি আমি
বিস্তর মাঠ দূরে খেয়া ঘাট, আমি তার ভূ-স্বামী।
কিন্তু যে হায়! কোন সে উপায়- গড়েছি ধনের এ বর
এত কিছু সব আমার তো নয়! সকলি প্রজাদের কর।
সভয়ে বিষমে মন্ত্রী এবার ভাবিয়া চলিল কালে
একে একে সব ধরা পড়িল বিবেকের পাতা জালে।
হেন কালে তথা জোর করে কথা কহিলেন মহাশয়
যাহা বলিব মিথ্যা বলিব সত্য বলিবার নয়।

১৭ আগস্ট, ২০১৬ ।। মানুষের জন্যে

Likes Comments
০ Share