Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জামিল মণ্ডল

৯ বছর আগে লিখেছেন

দ্বিধা

জীবন পথের বাঁকে বাঁকে
          কতই যে পর আপন হয় !
কতই আপন চির চেনা
            এক নিমেষেই অচিন রয় !
মানুষ চেনা বড়ই কঠিন
          মানুষ চেনা সহজ কাজ !
মানুষ নম্র ভদ্র প্রাণী
          মানুষ পশু, দাগাবাজ !
এই আমি তো এই আমি নই
           এই আমি ভাই এই আমি !
আমি খুবই শান্ত শিষ্ট,
              হিংস্র ! করি পাগলামি !
         
আমি রিপুর বশীভূত
             রিপু আমার বশে রয় !
আমি সদা সত্যবাদী
            মিথ্যা আমার শিরায় বয় !
ভালোবাসা আমার নেশা
                  ঘৃণা আমার সর্ব-সার !
পুণ্য পথ-যাত্রী আমি
                পাপ যে আমার অহংকার !
অন্ধকারে শত্রু সাজি
                 দিবালোকে বন্ধু হই !
কারো সুখে ঈর্ষা বাড়ে
                   কারো দুখে উদাস রই !
চিনবে আমায় ? অত সোজা ?
                   তারচে' খোঁজো এলিয়েন !
সৃষ্টি সেরা জীব আমি তাই,
                এইতো নায়ক, এই ভিলেন !!
  continue reading
Likes Comments
০ Shares