Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাহবুবুন নূর মেহেদী

৯ বছর আগে লিখেছেন

স্বাধীনতা (প্রতিযোগিতা)

স্বাধীনতা

মাহবুবুন নূর মেহেদী

---------------------

 

একদা নীল আকাশে, এক ঝাঁক সাদা বক উড়িতে

দেখিয়া বলিল শিষ্য, উহারা উড়িতেছে কত স্বাধীনভাবে?

এমন সময় একখানা বকপক্ষি; কাহারো গুলির আঘাতে

গোৎ খাইতে খাইতে, লুটাইয়া পড়িল ভুমিতে।

শিষ্য বলিল, কেরে সেই হতভাগা

পাখিটিকে পারিল নির্মমভাবে খুন করিতে।

 

চাহিয়া রহিলাম শিষ্যের দিকে

শিষ্য দৌড়ে গিয়া, ফিরিয়া আসিল বকটিকে

সঙ্গে লইয়া; বলিল, বহুদিন ধরিয়া ভোজনে

মাংস চর্বণ করিবার কথা মনে হইতেছেনা স্মরণে।

 

বলিলাম, বৎস! আসোতো আগিয়া এদিকে।

তুমি স্বাধীনতা নিয়া কি যেন বলিলে

বলিল শিষ্য, গুরু! বলিলাম, বকগুলো উড়িতেছিল কত স্বাধীনভাবে?

বলিলাম, তবে কেন তুমি খেতে চাচ্ছ ঐ বক ছানাকে?

বলিল সে, গুরু পাইলাম ইহাকে পড়িয়া থাকিতে।

আমি না নিলে নিত হয়ত! কুকুরে বিড়ালে।

ভাবিলাম, কি দরকার আর খামোখা কথা বাড়িয়ে

যে বুঝিবে লাভ হবে তাকে বুঝিয়ে।

 

হায়! সবাই চায় দেখিতে স্বাধীনতাকে আকাশে উড়িতে

কিন্তু সুযোগ পেলে ছাড়েনা অন্যের স্বাধীনতা হরণ করিতে।

 

Likes Comments
০ Share

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ভোট দিলাম দাদা