Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এনামুল হক এনাম

১০ বছর আগে লিখেছেন

কবি

আমি সেই কবির কথা বলি
যে নতুন সূর্যোদয়ের প্রতীক্ষায় পৃথিবীর কৈশোর থেকে আজ অব্ধি মনুষ্যত্বের সন্ধানে
কলমের ক্ষত এঁকেছে শতাব্দীর দেয়ালে,
করেছে চপেটাঘাত শাসকের চোয়ালে।

সেই কবি যে ভীত নয় আলেয়ায়,
যে নয় ক্লান্ত জীবন মৃত্যু দুয়ারে
ভেসে যায়নি কালের জোর জোয়ারে,
অভিজ্ঞ নাবিক কবি উভচর প্রাণী এক।
জেনেছি সে বনের চাতক, সে মনের চাতক
সাগর-বেলায় স্বপ্ন যেখানে উধাও
কবিকে দেখেছি...
স্বপ্ন খোঁজতে অস্ত চাঁদে
প্রিয়ার ছায়ায়
সূর্যের আলিঙ্গনে
আশ্চর্য গভীর মায়ায় ।।

বন্ধুরা আমার রসিক বড়ো
কহে, 'রাজার দুলাল, পেটে নাই ক্ষুধা -
তাইতো আসে রস......আসে শব্দ'।
আমি সহাস্যে বলি বন্ধু -- কবিরাই সিন্ধু
কবিরাই হিন্দু
কবিরাই খ্রিষ্টান
এই কবিরাই মুসলমান
কবিরাই তো দেশবন্ধু,
হোক সে কবি ধনী কিংবা গরীব
কিংবা পতিতা কিংবা পতিতার জারজ সন্তান।


কবি দিব্য চোখে দেখে জীবিত মানুষ জ্বলে শশ্মানে
হাজারো মানুষ ভেসে যায় শোকের বানে।।

কবিরা হেসে বেড়ায়, ভেসে বেড়ায়, চষে বেড়ায়...

কবি তো সেই...
যার কলম থেকে ছড়িয়েছে বাতাসে অক্সিজেন
যুগে যুগে
রোগে ভোগে
সেই অক্সিজেনে নিঃশ্বাস নিয়ে বেঁচেছে
এই সমাজ, এই পৃথিবী।

কবি কহেন,
ইউফারেইট আর টাইগ্রিসের বয়ে আনা পলিতে দাঁড়িয়ে
আমিই দেখেছি লাল মেসোপটেমিয়ান সূর্যাস্ত,
আমি সেই যে জাগ্রস পর্বত মালার চূড়ায় বসে
দেখেছি পুরনো চাঁদের লুকোচুরি,
চাঁদকে নামিয়ে এনেছি পিরামিডের গায়ে নিখুঁত হাতে,
হাত বুলিয়ে সযত্নে রেখেছি কিউনিফর্ম চিত্রলিপি ।

ক্লান্ত আমি যাইনি কোথাও
ঘামে ভেজা শরীর আমার প্রশান্তি খুঁজেছি নীলের জলে।
অবাক চোখে তাকিয়ে দেখেছি গিজার মহান স্ফ্রিংস এর অবয়ব,
রোমের কলোসেম আর ফ্রান্সের লাসকাউক্স এর গুহার আঁকা চিত্র
অলমেক যুগের কুস্তিগিরের মূর্তি আর টলেমী'র পৃথিবীর মানচিত্র
যাই দেখেছো পৃথিবী তুমি সবই আমার অবদান,
আমিই আডিউস, আমিই আড্রিনাউস আমিই এরিস্টটল
আর আমিই পুশকিন, তলস্তয়, শেক্সপিয়ার
আমিই রবীন্দ্র নজরুল...!
এই সভ্যতার প্রতিটি দেয়াল গড়েছি পরম মমতায় হাজার বছরে
দেয়ালে লেগে থাকা প্রতিটি ইটে আছে আমারই হাতের ছোঁয়া, ভালবাসা
আমিই কবি, সেই কবি - যে যুগে যুগে গড়েছি তোমাদের সভ্যতা।

Likes ১৩ Comments
০ Share

Comments (13)

  • - লুব্ধক রয়

    - বাংলা নিউজ

    ধন্যবাদ

    - ধ্রুব তারা

    ভাই দেশের কোন খবর নাই।

    • - বাংলা নিউজ

      আপনি রাজনীতির কথা বলছেন। আসলে ব্লগটা ভাল কিন্তু এখনো এক পোস্ট অনেকক্ষন প্রথম পেজে থাকায় সব খবর দিতে পারিনা। ধন্যবাদ।