Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এনামুল হক এনাম

৯ বছর আগে লিখেছেন

অভ্যাস যখন রোগ!!!

অভ্যাস কি রোগে রূপান্তরিত হয়?
নিজের অজান্তেই অভ্যাসগত রোগ বা Habit and impulse disorders নিয়ে ঘুরে বেড়াই। কয়েকটা Common Disorder এর নাম বলি, মিলিয়ে নেন আপনার কোনটা আছে। (পরামর্শ বা চিকিৎসার দায়ভার কিন্তু আমি নিচ্ছি না!!, নিজ দায়িত্বে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন)
১।Onychophagia- ছোটবেলা থেকেই হাতের নক কামড়ানোর অভ্যাস। এতো বড় হয়ে গেছেন এখনোও নক কামড়ান। ব্যাপারটা বিশ্রী, নিজেকে বার বার সংযত করার চেষ্টা করেন কিন্তু নিজের অজান্তেই আবার নক কামড়ানো শুরু করেন? রোগটা নাম মনে রাখেন, Onychophagia (Nail biting)
২।Pyromania- ছোটখাটো ব্যাপারেই হঠাৎ রেগে যান? মাথা গরম করেন? নিজেকে সংযত করতে করতে পারেন না!!! আপনার রক্ত চক্ষুর ভয়ে তটস্থ সবাই... তাড়াতাড়ি চিকিৎসা নেন, রোগটা কিন্তু Pyromania,
৩।Kleptomania- হাত টানার বা চুরির অভ্যাস অনেকেরই থাকে। প্রয়োজন-অপ্রয়োজনে কারো কিছু লুকিয়ে ফেলা, "না দেখিলে চুরি... দেখিলে মশকারি" টাইপের অভ্যাস আমাদের অনেকের মাঝে বিদ্যমান। হতে পারে ছোটখাটো জিনিস- কলম, ঘড়ি, মোবাইল, কিংবা লাইটার, ম্যাচ-বক্স... আছে নাকি এমন অভ্যাস? তাহলে আপনি Kleptomania নামক মানসিক রোগে ভুগছেন।
৪।Trichotillomania- গল্প উপন্যাসে অনেকবার পড়েছি, "রাগে দুঃখে নিজের মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে"। রাগে, দুঃখে, টেনশনে সত্যই যদি আপনি চুল ছিঁড়তে থাকেন তবে কিন্তু রোগটা Trichotillomania, মনে করিয়ে দিলাম বলে আমার উপর রাগ করে আবার নিজের মাথার চুল ছিঁড়তে বসবেন না কিন্তু।
৫।Binge Eating Disorder- খেতে ভালোবাসেন অনেকেই। মজাদার খাবার পেলে আমি নিজেই হুমড়ি খেয়ে পড়ি কতক্ষণে সাবাড় করবো। কিন্তু সারাক্ষণ খাই খাই স্বভাবের আমি কিন্তু না, আপনার যদি অত্যধিক খাবার খাওয়া আর খাই খাই স্বভাব থাকে, রাগেও ক্ষুধা পায়, দুঃখেও ক্ষুধা পায়, আনন্দেও কারণে অকারনে ক্ষিধা পায়... তবে তা কিন্তু একটি রোগ, নাম- Binge Eating... continue reading
Likes Comments
০ Shares

এনামুল হক এনাম

১০ বছর আগে লিখেছেন

কবি

আমি সেই কবির কথা বলি
যে নতুন সূর্যোদয়ের প্রতীক্ষায় পৃথিবীর কৈশোর থেকে আজ অব্ধি মনুষ্যত্বের সন্ধানে
কলমের ক্ষত এঁকেছে শতাব্দীর দেয়ালে,
করেছে চপেটাঘাত শাসকের চোয়ালে।
সেই কবি যে ভীত নয় আলেয়ায়,
যে নয় ক্লান্ত জীবন মৃত্যু দুয়ারে
ভেসে যায়নি কালের জোর জোয়ারে,
অভিজ্ঞ নাবিক কবি উভচর প্রাণী এক।
জেনেছি সে বনের চাতক, সে মনের চাতক
সাগর-বেলায় স্বপ্ন যেখানে উধাও
কবিকে দেখেছি...
স্বপ্ন খোঁজতে অস্ত চাঁদে
প্রিয়ার ছায়ায়
সূর্যের আলিঙ্গনে
আশ্চর্য গভীর মায়ায় ।।
বন্ধুরা আমার রসিক বড়ো
কহে, 'রাজার দুলাল, পেটে নাই ক্ষুধা -
তাইতো আসে রস......আসে শব্দ'।
আমি সহাস্যে বলি বন্ধু -- কবিরাই সিন্ধু
কবিরাই হিন্দু
কবিরাই খ্রিষ্টান
এই কবিরাই মুসলমান
কবিরাই তো দেশবন্ধু,
হোক সে কবি ধনী কিংবা গরীব
কিংবা পতিতা কিংবা পতিতার জারজ সন্তান।
কবি দিব্য চোখে দেখে জীবিত মানুষ জ্বলে শশ্মানে
হাজারো মানুষ ভেসে যায় শোকের বানে।।
কবিরা হেসে বেড়ায়, ভেসে বেড়ায়, চষে বেড়ায়...
কবি তো সেই...
যার কলম থেকে ছড়িয়েছে বাতাসে অক্সিজেন
যুগে যুগে
রোগে ভোগে
সেই অক্সিজেনে নিঃশ্বাস নিয়ে বেঁচেছে
এই সমাজ, এই পৃথিবী।
কবি কহেন,
ইউফারেইট আর টাইগ্রিসের বয়ে আনা পলিতে দাঁড়িয়ে
আমিই দেখেছি লাল মেসোপটেমিয়ান সূর্যাস্ত,
আমি সেই যে জাগ্রস পর্বত মালার চূড়ায় বসে
দেখেছি পুরনো চাঁদের লুকোচুরি,
চাঁদকে নামিয়ে এনেছি পিরামিডের গায়ে নিখুঁত হাতে,
হাত বুলিয়ে সযত্নে রেখেছি কিউনিফর্ম চিত্রলিপি ।
ক্লান্ত আমি যাইনি কোথাও
ঘামে ভেজা শরীর আমার প্রশান্তি খুঁজেছি নীলের জলে।
অবাক চোখে তাকিয়ে দেখেছি গিজার মহান স্ফ্রিংস এর অবয়ব,
রোমের কলোসেম আর ফ্রান্সের লাসকাউক্স এর গুহার আঁকা চিত্র
অলমেক যুগের কুস্তিগিরের মূর্তি আর টলেমী'র পৃথিবীর মানচিত্র
যাই দেখেছো পৃথিবী তুমি সবই আমার অবদান,
আমিই আডিউস, আমিই আড্রিনাউস আমিই এরিস্টটল
আর আমিই পুশকিন, তলস্তয়, শেক্সপিয়ার
আমিই রবীন্দ্র নজরুল...!
এই সভ্যতার প্রতিটি... continue reading
Likes ১৩ Comments
০ Shares

Comments (13)

  • - লুব্ধক রয়

    - বাংলা নিউজ

    ধন্যবাদ

    - ধ্রুব তারা

    ভাই দেশের কোন খবর নাই।

    • - বাংলা নিউজ

      আপনি রাজনীতির কথা বলছেন। আসলে ব্লগটা ভাল কিন্তু এখনো এক পোস্ট অনেকক্ষন প্রথম পেজে থাকায় সব খবর দিতে পারিনা। ধন্যবাদ। 

এনামুল হক এনাম

১০ বছর আগে লিখেছেন

“জাতি হিসেবে গণতন্ত্রের জন্য আদৌ আমরা প্রস্তুত নই”

"Of the People, By the People, For the People...” গণতন্ত্রের সংজ্ঞাটি চমৎকার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যা চর্চা হচ্ছে তা কোনো ভাবেই গণতন্ত্রের সাথে মিলে না।
গণতন্ত্র মানেই ৫বছর পর একবারের জন্য জনগণকে স্মরণ আর ক্ষমতায় আরোহণের পর জনগণের সরকারের পরিবর্তে দলীয় সরকারে পরিণত হওয়া। জনগণ যে গত সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে সুন্দর স্বপ্নের জাল বুনে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য একটি দলকে ক্ষমতায় বসালো তা সেই দল বেমালুম ভুলে পরবর্তী ৫বছর নিজেরাই সেজে বসে অপশাসক। আর জনগণ তাদের অপশাসনে আশাহত হয়ে পরবর্তী নির্বাচনে আবার নির্বাচিত করে বিরোধীদলকে। এমন নয় যে বিরোধী দল গত ৫বছর চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে, গঠনমূলক সমালোচনায় সরকারকে ব্যতিব্যস্ত রেখেছে। কিন্তু তারপরও দিশেহারা জনগণ অনন্যোপায় হয়ে তাদেরই নির্বাচিত করছে।

Of the People, By the People, For the People...সংজ্ঞাটি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিণত হয়েছে-
“Of the Party, By the Party, For the Party!!!”

গণতন্ত্রের নামে এখানে কলুর বলদ জনগণ। গণতন্ত্রের নামে ক্ষমতায় থাকার জন্য এখানে গুলি করে মারা হয় জনগণ, ক্ষমতায় যাওয়ার জন্য তথাকথিত গণতান্ত্রিক অধিকার “হরতাল” এর নামে পুড়িয়ে মারা হয় জনগণ। বিরোধীদল যুদ্ধ ঘোষণা সরকারের বিরুদ্ধে কিন্তু জান-মালের ক্ষতি হয় সাধারণ জনগণের। যাদের সংঘর্ষ সরকারের সাথে তারা কেনো সরকারী মন্ত্রণালয় ঘেরাও করছেন না, কেনো সচিবালয় ঘেরাও করছেন না!!! হরতাল আর অবরোধের নামে জিম্মি আজ জনগণ।
আর এইসবের দায়ভার?
বিরোধীদলের আঙ্গুল সরকারের দিকে, সরকারের আঙ্গুল বিরোধী দলের দিকে!!!

গণতন্ত্রের নামে যে অপ-তন্ত্রের চর্চায় আমরা লিপ্ত হয়েছি তা থেকে রেহাই যে কবে হবে তা একমাত্র খোদাই জানেন। গণতন্ত্রের নামে ৫বছর পর পর এক একটি দলকে আমরা নির্বাচিত করে সমভাবে... continue reading
Likes Comments
০ Shares

এনামুল হক এনাম

১০ বছর আগে লিখেছেন

"History repeats itself"

প্রায় ২০-২৫বৎসর আগের কথা। তখন আমাদের এলাকায় আনসার আলী (ছদ্মনাম) নামে এক বিখ্যাত (!!) মাস্তান ছিলো। ৩৫-৩৬বছরের তাগড়া যুবক, মূর্তিমান আতঙ্ক। জায়গা দখল, খুন, চুরি-ছিনতাই, ভাড়াটে মাস্তানিতে তার জুড়ি ছিলো না। কোমরে গুজে রাখতেন ছোরা, আর সেই ছোরার বাট দেখা যেতো সার্টের উপর থেকে। থানা-পুলিশ ছিলো তার কাছে ছেলে-খেলার মতো ব্যাপার। থানার দারোগা থেকে কোর্টের ম্যাজেস্ট্যাট পর্যন্ত সবাই তাকে এক নামে চিনতো।
সময়ের আবর্তে নামটা আমি প্রায় ভুলতে বসেছিলাম। গত কয়েকদিন আগে হঠাৎ করেই পাড়ার রাস্তায় দেখা হয়ে গেলো আনসার আলীর সাথে। ষাটোর্ধ এক বৃদ্ধ, বয়সের চেয়ে বেশি বৃদ্ধ হয়ে গেছেন অনিয়ন্ত্রিত খাম-খেয়ালী জীবন যাপনের জন্য। সালাম দিয়ে পরিচয় দিলে চিনতে পারলেন। তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করতেই গলা আদ্র করলেন। একবার স্ট্রোক হয়ে শরীরের অর্ধেক অবশ হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন, এখন কিছুটা হাটতে পারলেও পুরো সুস্থ হয়ে উঠেননি।
পরিবারের ব্যাপারে জানালেন, মেয়ের বিয়ে দেবার পর ডিভোর্স হয়ে এখন তার সাথেই থাকে। স্ত্রী মারা গেছেন, আর এক ছেলে দেশের বাইরে থাকে, যোগাযোগ রাখে না, মাঝে মধ্যে মনে পড়লে কিছু টাকা পাঠায় আর তাতেই সংসার চলে, ভাড়া থাকেন শহরতলীর একটি জায়গায়। কান্না ভেজা গলায় বললেন, “নামাজ পড়ি আর বাসার সামনে হাটাহাটি করেই দিন কাটে। আল্লাহর কাছে ক্ষমা চাই, পাপে ধরেছে। কতো লোকজনকে জায়গা-জমি, বাসা-বাড়ী দখল করে দিলাম আর এখন নিজেই থাকার জায়গা নাই, ভাড়া বাসায় থাকি। তোমাদের এলাকায় এসেছিলাম আওয়ামীলীগের এক নেতার কাছে নালিশ করতে, মিন্টু (ছদ্মনাম) নামের একটি উঠতি একটি মাস্তান-নেতা খুব জ্বালাতন করছে আমার মেয়েকে। নাতনিকে নিয়ে স্কুলে যাওয়া আসার পথে খুবই উত্যক্ত করে। আমার সেই যৌবন নাই, নাইলে এই ধরনের দুই-চারটা ছেলেরে ঘাড় ধরে আছাড়... continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - আহমেদ ইশতিয়াক

    প্রথমে মুভিটি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিলো। তবে আমার মনে হয় কি ভাই যে নিষেধাজ্ঞা, বিতর্ক এসব হলো একটা মুভির প্রচারণারই একটা অংশ!

    যাই হোক, মুভিটি দেখি নাই। চোখের সামনে পরলে হালকা পাতলা দেখে নেবো...

    - নীল সাধু

     

    ধন্যবাদ ভাই।

    যে ছবি দিসেন

    - মিশু মিলন

    ধন্যবাদ লুব্ধক।

    Load more comments...

এনামুল হক এনাম

১০ বছর আগে লিখেছেন

গহীনের গল্প

অতল জলের গহীনে জেগে ওঠা চরে
নির্বাসিত সাদা কালো ক্যানভাসে-
ইদানীং আমার চেতনা জুড়ে দেখতে পাই
কালি-বিহীন কলমের দগদগে ক্ষত।
বিদ্রূপ করে বিশু বলেছিল-
"ঘোড়া যতই দ্রুতগামী হোক
খোঁড়া হয়ে গেলে মৃত্যুই তার প্রাপ্য"।।
অতল জলের গহীনে খেলছো যত মাছ
তোমাদের বলছি, যদি দেখা হয়ে যায় জলপরীর সনে
খেলাচ্ছলে বলো নির্বাসিত স্বপ্নের বিচলিত গল্প।
শেষ হয়ে যাওয়া গল্পের পরেও যে ক’টি শব্দ বাকি থেকে যায়
সেই শব্দে আমি কাগজে লিখে যাই নির্বোধ পাণ্ডুলিপি।
যতগুলো কাগজের নৌকা ভাসে এই জলে
তার কোনোটারই খবর কি পরী রাখেনি!!
এদিকে আজ পাখী উড়ে না
হাওয়াও দিক পাল্টেছে অস্তবিহীন সূর্যে।
আহত স্বপ্ন তাকিয়ে থাকে জলের গহীনে
শেষ হওয়া গল্পের আত্মাহুতিতে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - লুব্ধক রয়

    ধন্যবাদ ভাই।

    ভালো লিখছেন। শুভ ব্লগিং