Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Tanzin T Rizon

১০ বছর আগে লিখেছেন

** বৌ এর রচনা

"বৌ" একটিগৃহপালিতমহিলা মানুষ। সংসারে এরা সচরাচর "গিন্নী" নামেওপরিচিত থাকে । এদের অন্য সকল স্বাভাবিকমানুষেরমতই দুটো হাত, দুটো পা, দুটো চোখসহ সবইআছে।তবেজিনগতসূত্রে "চাপা"
নামক একটা বিশেষ জিন এদের শরীরে অধিক পরিমানে থাকে । যার কারনে চাপাবাজিতেএদের মতদ্বিতীয় আর কোন প্রাণী নেই।
পাশেরবাসারভাবীরসাথেননস্টপ চাপাবাজিতেঅতুলনীয়হবার বিশেষ সুনাম
এদের রয়েছে । আরহিন্দিসিরিয়ালএদের কাছেকেএফসিতেগিয়েমুরগীর হাড্ডিচিবানোরচেয়েও অধিকতম উত্তম।
আর স্বামীরসাথেঝগড়াঝাটিতেজয়লাভ নাকরাপর্যন্ত এরা নিরলস ভাবে সংগ্রাম করেযেতে সক্ষম ।
স্বামীএকটুরাতকরেবাসায় ফিরলেহাড়ি–পাতিল সহ
যাআছেসবকিছু আলোরবেগেছুড়েমারতে এদের কোন দ্বিধানেই।
আরকথায়কথায় নানার ধরনের
আল্টিমেটামের সাথে - বাপেরবাড়িচলেযাওয়ার আল্টিমেটামটা থাকেসবসময়ই।
যদিওকিছুদিনপর বাপেরবাড়ীথেকেনিজেরাই নিজ
দায়িত্তে বিরক্তহয়েফিরেআসে।
আসলকারণটাহল, বাপেরবাড়ীতেগিয়ে সঠিক ভাবে কারো কাছে
কোনপাত্তাপায়নাতাই ।
সবারশেষেরবৌএর একটাচিরন্তনবাণীবলি, "তোমারসাথেবিয়েহয়েআমার লাইফটাশেষ।তুমিজানো, আমারজন্যকতডাক্তার, ইন্জনিয়ারএসেছিলো? কলেজেথাকতেকতগুলোপ্রেমপত্র আমি পেয়েছি? বাবাশেষমেষ বিয়েদিলোতোমারমতএকটা হাঁদারাম রামছাগলেরসাথে।" তারপর ক্যাঁচক্যাঁচানি করে কেঁদেনাকের পানি, চোখেরপানিএককরে
আর নারীনির্যাতনেরকেইসকরারহুমকি দেয় ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - আলমগীর সরকার লিটন

    আপনার কবিতার সাতে আমিও সমবেদনা জানালাম

    শুভ কামনা--------

    - মাসুম বাদল

    সত্যিই আমরা বাকহিন... 

    - বাংলার পাই বাপা

    আপনার সাথে ও আপনার বন্ধুর সাথে সমব্যথী হয়ে সমবেদনা জানালাম।

Tanzin T Rizon

১০ বছর আগে লিখেছেন

আমরা নতুন প্রজন্ম.... সর্বশেষ কবে সূর্যোদয় দেখেছি / রাত থেকে সকাল হতে দেখেছি জানিনা – নিজেও জানিনা । শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপরে সর্বশেষ কবে খালি পায়ে হেটেছি সেটা বলতে পারিনা । বাংলা স্বরবর্ণ / ব্যাঞ্জনবর্ণ না আটকিয়ে একবারে কেউ বলতে পারিনা । সঞ্জয়লীলা বানসালি / রোহিত শেট্টির সব ফিল্মের নাম বলতে পারি কিন্তু হুমায়ুন আহমেদের পাঁচটা ফিল্মের নাম হয়তোবা কেউ বলতে পারিনা । তুম হি হো গানটা একদম পুরটা মুখস্থ , ঠোটস্থ , লুতুপুতস্থ গাইতে পারি কিন্তু অনেকেই আছি নিজের দেশের জাতীয় সঙ্গীত পুরোটা বলতে পারিনা । আফ্রিদি ম্যারি মি / বুম বুম আফ্রিদি প্লাকার্ড নিয়ে মাঠে যাই কিন্তু নিজ দেশের প্লেয়ার বিশ্বসেরা কবে হলো সেটা জানিনা । গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ড কে দিনে এককোটি বার আই লাভ ইউ বলতে পারি কিন্তু বাবাকে একবার বুকে জড়িয়ে "আমি তোমাকে অনেক ভালোবাসি" বলতে পারিনা । নানা অকারনের কারনে দিনে ৫-৬ ঘন্টা অপচয় করতে কার্পন্য করিনা কিন্তু ২৫ মিনিট ব্যায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিনা । ইন্ডিয়ান গোবর যদি কৌটার ভেতর ভরে লেখা হয় আয়ুরবেদিক ভাবে তৈরী তবে তা একপলকে লুফে নেই , কিন্তু নিজ দেশের স্কয়ার কোম্পানির পণ্য যে ৭৩টি দেশে রফতানি হয় সেটা জানিনা । হাজার হাজার টাকা খরচ করে ঈদে ভারতীয় শিলা , মুন্নি , সানি লিওন , পাগলু ছাগলু ড্রেস পড়তে পারি কিন্তু আমাদের গার্মেন্টস পণ্য যে বিশ্বে দ্বিতীয় অবস্থানে সেটা জানিনা । টিভি ক্যামেরায় প্রচারের জন্য হাজার হাজার শাড়ি লুঙ্গি যাকাত দেই , কিন্তু নিজের দরিদ্র আত্নীয় স্বজনদের দিকে ফিরেও চাইনা । ইন্টারনেটে দুনিয়ার সকল খবর রাখা চাই , কিন্তু বেস্ট ফ্রেন্ডের মনের খবর রাখিনা । নিজের সিদ্ধান্ত অপরের উপর চাপিয়ে দিতে পারি কিন্তু অপরের যে একটা মন আছে,তারও যে চাওয়া পাওয়া থাকতে পারে সেটা মানতে চাইনা । ধর্মান্ধ / রাজাকার / দেশদ্রোহীদের পক্ষে হাত মুষ্ঠিবদ্ধ করে স্লোগান তুলি , সমর্থন দেই কিন্তু একজন ভিক্ষুক মুক্তিযোদ্ধা , একজন অভাবী মাদ্রাসা ছাত্রের পাশে দাড়াই না । গার্লফ্রেন্ড / বয়ফ্রেন্ডকে নিয়ে কেএফসি / পিজ্জা ইনে ৫০০-১০০০ টাকার খাবার খেতে পারি কিন্তু পথ শিশুকে পাঁচটি টাকা দিতে পারিনা । ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের সাথে মোবাইলে কথা বলতে পারি কিন্তু বুড়ো দাদা দাদী / নানা নানির সাথে দুই মিনিট কথা বলতে পারিনা । কথা বলার সময় হয় না । ( এমন আরও অনেক হাজার কোটি "না" এর মাঝে আমরা নতুন প্রজন্মরা নিজেকে হারিয়ে ফেলছি )

Likes Comments