Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Ahasan Towhid Siddique

৯ বছর আগে লিখেছেন

মনে করিয়ে দিয়েছ!!

হ্যাঁ!! নীরবতায় সত্যিই প্রশান্তি রয়েছে
তুমি মনে করিয়ে দিয়েছ আমায়!!
কোলাহলে আমি হারিয়ে গিয়েছিলাম
মৌনতার সেই সুখ আমি হারিয়েছিলাম

যান্ত্রিকতায় ডুবে হারিয়েছিলাম প্রাণশক্তি
নির্বোধ আমি হারিয়েছিলাম অনুভবও!!
অন্তর ছুঁয়ে যাওয়া সেই আলোর রেখা,
হৃদয়ে নীরবতার শীতল প্রশান্তি হারিয়েছিলাম।

নির্বোধ হাস্যরসে মজে পথ হারিয়েছিলাম
আমার অবয়ব সেই আমাকেই খুঁজছিল!!
কিছু শব্দ, বাক্য, সময়, কিছু ঘটনা এসে
সেই আমাকেই ফিরিয়ে দিল আরও নতুনরুপে।

চিনিয়ে দিল কিছু হিংস্র লোলুপ হায়েনাদের
মানব মুখোশে বসে থাকা কিছু দানবদের
ঈর্ষায়, অহংকারে জ্বলতে থাকা পিশাচদের
বিদ্রূপের হাসি হাসা কিছু কাপুরুষদের।।

এবার নিজেকে নীরবে সরিয়ে ফেলার পালা
অতি চেনা সেই হিংস্র হায়েনাদের থেকে
কণ্টকময় রক্তচোষা কিছু বিশ্রী জীব থেকে
আগুনের ফুল্কিতে ভরা সেই রাস্তা থেকে

মৌনতায় এবং বাস্তবতায় এবার এই জগতের
দ্বি-মাত্রিক বিষয়গুলোকে ত্রি-মাত্রিকে দেখার পালা
আগের চেয়ে আরও স্পষ্টভাবে, পরিপূর্ণভাবে
প্রতিটি দিক থেকে, প্রতিটি কোণ থেকে।।

সময় এখন মৃদু হাসিতে সুখ খুঁজে পাওয়ার
ক্ষমা দৃষ্টিতে, অন্তর দৃষ্টিতে মন প্রশান্ত করার
দোষারোপ না করে উপস্থিত বস্তু ব্যবহারের
ধৈর্য আর আত্মবিশ্বাসে সামনে এগিয়ে যাওয়ার।
Likes Comments
০ Share

Comments (0)

  • - পিয়ালী দত্ত

    খুব ভাল লাগল

    - ফাতিন আরফি

    লিখতে থাকুন। শুভেচ্ছা জানবেন।