Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনাতন পাঠক

১০ বছর আগে লিখেছেন

আপনি কতটুকু ‘আকর্ষনীয়’?

 

 

বর্তমান যুগে সবাই আকর্ষনীয় হয়ে উঠতে চায়। কিন্তু আকর্ষনীয় বলতে আসলে কী বোঝায়?
রূপ, দেহের সৌন্দর্য, ব্যক্তিত্ব নাকি মন কাড়া বাচন ভঙ্গি- কোনটা আকর্ষনের পরিমাপক?
প্রকৃত পক্ষে কারো কাছে আকর্ষনীয় হয়ে উঠার জন্য অনেক গুলো গুণাবলীর সমন্বয় প্রয়োজন।
একটি গুণ ছাড়া অপরটি অচল। কেবল সৌন্দর্যের আকর্ষন যেমন বেশিক্ষন স্থায়ী হয় না, ঠিক তেমনই শুধুমাত্র ব্যক্তিত্বও অনেক সময় আকর্ষন সৃষ্টি করতে পারে না।
আপনি কতটুকুন আকর্ষণীয়?
তা জেনে নিতে পারবেন কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে।
কুইজের প্রশ্ন গুলোর উত্তর দেয়ার সময় কোনো রকমের ছল চাতুরী চলবে না।
সবার প্রথমে যে উত্তরটি নিজের সঙ্গে মিলে যাবে সেটার সঙ্গেই সংখ্যা মিলিয়ে নিন।
উত্তর মিলিয়ে জেনে নিন আপনি কতটুকু ‘আকর্ষনীয়’!

১) বিপরীত লিঙ্গের বন্ধু সংখ্যা কেমন?

    নেই
    ২/৩ জন
    ১০-২৫ জন
    অগনিত

২) এই পর্যন্ত কয়টা প্রেম করেছেন?

    একটিই
    কখনোই করিনি
    প্রেম করা খারাপ
    বেশ কয়েকটি

৩) ফেসবুকে বন্ধু সংখ্যা কি রকম?

    ১০০-৪৯৯
    ৫০০-১০০
    ১০০০ এর বেশি
    ২০০০ এর বেশি

৪) আপনার কি হাল ফ্যাশনে আগ্রহ আছে?

    একেবারেই নেই
    সারাক্ষণই লেটেস্ট ফ্যাশনে কি আছে তা নাড়াচাড়া করি
    মোটামুটি আগ্রহ আছে, তবে নিজের সাথে মানানসই ফ্যাশন
    ফ্যাশনেবল থাকতে পছন্দ করি, তবে একটা সীমার মাঝে

৫) এই পর্যন্ত কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন?

    একটিও না
    ৪/৫ টি
    অনেক গুলো
    একটি

৬) শেষ কবে নতুন হেয়ার কাট দিয়েছেন?

    প্রায় ৫ বছর ধরে একই হেয়ার স্টাইল আছে
    প্রায় ১ বছর হয়ে গিয়েছে নতুন হেয়ার স্টাইল করা হয়নি
    ৫/৬ মাস আগেই নতুন হেয়ার স্টাইল করেছি
    বেমানান লাগার ভয়ে হেয়ার স্টাইল বদলান না সহজে

৭) আপনি কী রকম পোশাক পড়েন?

    ফ্যাশনের কথা না ভেবে যে পোষাকে আরাম লাগে সেটাই পরি, তবে মানানসই
    যেটা ফ্যাশনএ চলে সেটাই পরি, মানানোর কথা বেশি একটা ভাবি না
    হাল ফ্যাশনের পোশাক পরি যেটা মানায় আমাকে
    যখন যেটা সামনে পাই সেটাই পরি

৮) সপ্তাহে কতটুকু সময় আড্ডা মেরে কাটিয়ে দেন?

    প্রতিদিনই তো আড্ডা দেই
    সুযোগ পেলেই আড্ডা দেই
    আড্ডা দেয়ার সময় কই?
    আড্ডা দিতে ভালো লাগে না, সময় পেলে ঘুমিয়ে যাই।

৯) অফিসের সহকর্মী কিংবা ক্লাসের সহপাঠীদের সঙ্গে সম্পর্ক কিরকম?

    ওরা তো আমার বন্ধু
    ভালোই
    কাজের খাতিরে যতটুকু থাকা দরকার ততটুকু
    ভালো না

১০) আপনি ‘আকর্ষনীয়’ বলতে কি বুঝেন?

    সুন্দর চেহারা
    অসাধারণ ব্যক্তিত্ব ও সৌন্দর্যের সমন্বয়
    অন্যের দৃষ্টি আকর্ষন করতে পারা
    ফালতু প্রশ্ন করেন কেন?


ফলাফলঃ
প্রতিটি উত্তরের জন্য আলাদা নম্বর নির্ণয় করে যোগ করুন।
১. এর ক-০,খ-৫, গ-১০, ঘ-২০
২. এর ক-১০,খ-৫, গ-০, ঘ-২০
৩. এর ক-০,খ-৫, গ-১০, ঘ-২০
৪. এর ক-০,খ-২০, গ-১০, ঘ-১৫
৫. এর ক-০,খ-১০, গ-২০, ঘ-৫
৬. এর ক-০,খ-১০, গ-২০, ঘ-৫
৭. এর ক-১০,খ-০, গ-২০, ঘ-৫
৮. এর ক-২০,খ-১০, গ-৫, ঘ-০
৯. এর ক-২০,খ-১০, গ-৫, ঘ-০
১০. এর ক-৫,খ-২০, গ-১০, ঘ-০


০-২০এর জন্যঃ
আপনি খুবই অন্তর্মূখী। নিজেকে নিজের ভেতরে গুটিয়ে রাখতে পছন্দ করেন আপনি। কারো কাছে আকর্ষনীয় হয়ে ওঠা নিয়ে আপনি তেমন একটা মাথা ঘামান না। কিন্তু আপনার এই অন্তর্মূখী স্বভাবের কারণে আপনার তেমন কোনো বন্ধু নেই এবং আপনি অনেক একাকীত্বে ভোগেন। কেননা এই স্বভাবের কারণে বেশিরভাগ মানুষ আপনাকে বোরিং মনে করে।

২১-৪০এর জন্যঃ
আপনি নিজেকে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত। মাঝে মাঝে মানুষের কাছে আকর্ষনের পাত্র হতে চাইলেও নিজের ভেতরের জড়তার কারণে আপনি সবার সঙ্গে মন খুলে মিশতে পারেন না। নতুন কোন বিষয় সহজে গ্রহণ করতে পারেন না আপনি। পরিচিত মানুষদের মাঝে যারা আপনাকে কাছ থেকে চেনে, তাদের চোখে আপনি আকর্ষণীয়। কিন্তু প্রথম দর্শনে মন কাড়ার মত আকর্ষণ এখনও আপনার মাঝে নেই। তবে একটু চেষ্টা করুন, নিজেকে একটু মেলে দিন। আপনিও হয়ে উঠবেন জনপ্রিয় একজন।

৪১-৬০এর জন্যঃ
আপনি মোটামুটি মন খোলা একজন মানুষ। আপনি নিজের ব্যক্তিত্ব নিয়ে নিজে যথেষ্ট সচেতন। আপনি বেশ সাবলীল ভাবেই সকলের সাথে মিশতে পারেন। আর তাই আপনার হাতে গোনা কিছু ভালো বন্ধুও আছে তারা প্রয়োজনের সময় আপনার পাশে থাকে। আপনার আশে পাশের মানুষ আপনাকে পছন্দ করে, প্রথম নজরেই কারো মন কাড়তে সক্ষম আপনি। তবে কিছু ব্যাপার এখনও রয়ে গেছে যার কারণে অন্যের বিরক্তির কারণ হতে পারেন। মাঝে মাঝে উলট-পালট পোশাকও পরে ফেলেন। একটু চেষ্টা করলেই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৬১-৮০ এর জন্যঃ
আপনি একজন আকর্ষনীয় মানুষ। বন্ধু মহলে কিংবা আত্মীয়দের কাছে আপনি অনেক বেশি জনপ্রিয়। সমাজের মানুষের কাছেও আপনার মন খোলা হাসিখুশি স্বভাবের বেশ সুনাম আছে। বন্ধুদের আড্ডা কিংবা পার্টি আপনাকে ছাড়া জমেই না। কম-বেশি সবাই আপনার মতামতের অনেক গুরুত্ব দেয় এবং আপনাকে খুব পছন্দও করে। আপনার ব্যক্তিত্বের সঙ্গে বেমানান কোনো কিছুই আপনি করেন না।

৮০-৯০ এর জন্যঃ
এক কথায় বলতে গেলে বলা যায় আপনি সকলের নয়নের মণি। জনপ্রিয় আপনি অবশ্যই, তবে সেই সাথে এমন একজন মানুষ যাকে সবাই সত্যি সত্যি ভালোবাসেন। আপনি দেখতে যেমনই হন না কেন, কিছু মুগ্ধ গুণগ্রাহী সবসময় আপনার আশেপাশে থাকে এবং তারা সংখ্যায় অনেক। কেবল সাময়িক জনপ্রিয়তা নয়, আপনার গুণগ্রাহীরা আপনাকে সত্যিকার অর্থেই পছন্দ করেন ও ভালোবাসেন।

৯১-১০০এর জন্যঃ
আপনি আকর্ষনীয় হওয়ার জন্য একটি বেশিই আগ্রহী। আপনার বেশিভাগ কাজের পেছনেই একটিই উদ্দেশ্য থাকে আর তা হলো নিজেকে অন্যের কাছে আকর্ষনীয় করে তোলা। নিজেকে আকর্ষনীয় করে তোলার জন্য আপনি অনেক সময় ব্যক্তিত্বের সঙ্গে বেমানান কাজও করে বসেন। আর এই কারণে অনেকের চোখেই আপনি বিরক্তিকর।

Likes Comments
০ Share

Comments (1)

  • - ঘাস ফুল

    এটা কী কোন পরিক্ষামুলক পোষ্ট নাকি আমির? 

    • - আমির আসহাব .

      জ্বি বড় ভাই। প্রথম আলো ব্লগে তো অনেক দিন ধরে আছি, কিন্তু এখানে একটু অন্য রকম। তাই পরীক্ষা চালালাম। পোস্টা ডিলেট করতে গেলাম কিন্তু হল না -বুঝলাম না।

    • Load more relies...
    - সুখেন্দু বিশ্বাস

    আপনার টেস্ট ট্রান্সমিশন ভালো ভাবেই হয়েছে ভাই। এখন কন্টিননিউয়াস ট্রান্সমিশন শুরু হোক।

     

    শুভকামনা রইলো।