Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নামহীন মানুষ

১০ বছর আগে লিখেছেন

স্বপ্নহীন

অনেকদিন আমি স্বপ্ন দেখিনা 

ভুলেও গিয়েছি আজ তা কেমন-

লাল নাকি কমলা।. 

ছিল অনেক স্বপ্ন আমার 

হয়নি কোনটাই পুরন। 

আজ তাই আমার স্বপ্ন দেখা বারণ।

মাঝে মাঝে ইচ্ছে হয় –

আবার স্বপ্ন দেখতে

কিছু একটা টার্গেট করে চলতে।

কিন্তু জানি সত্য হবেনা

তাই দেখার চেষ্টাও করিনা।

কি হবে দেখে স্বপ্ন?

যেথায় পাব শুধু কষ্ট।

নাহয় থাকুক জীবন আমার স্বপ্নহীন

মরা নদীর মত স্রোতহীন।

কিবা এসে যায় তাতে?

জীবন যাচ্ছে-যাবে কেটে।

সময় যখন হবে

হারিয়ে যাব কালস্রোতে।

Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    চমৎকার...

    • - মোকসেদুল ইসলাম

      পাশে থাকার জন্য ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    অনবদ্য

    - কেতন শেখ

    বাহ! এই ছেলে চমত্কার লেখে। চালিয়ে যাও।