Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

উননুর ইসলাম

১০ বছর আগে লিখেছেন

আজব ব্যাপার, আজব ব্যাপার লেখায় মন্তব্য এর আইকন open হচ্ছেনা তাই পোস্টের শরণাপন্ন হলাম।

সুপ্রিয় কোহিনুর ভাই প্রীতি, শুভেচ্ছা ও সালাম নেবেন। এই ব্লগে পদচারণা আমার খুবই অল্প দিনের। কিছু অনভিপ্রেত সমস্যা ছিল সঞ্চালনা পর্ষদ খুবই আন্তরিকতার সাথে তা সমাধান করে দিয়েছেন।
এর জন্য ওনাদের জানাই অকুন্ঠ ধন্যবাদ। তবে এখনো কিছু সমস্যা প্রায়শই দেখতে পাচ্ছি,যেমন আমার মনিটরে ব্লগটির প্রথম পাতার উপস্থাপনা নিয়মিতই বাইচের ডিঙ্গি নৌকার মত লম্বা হয়ে যায়,অর্থাত প্রস্থের কনটেন্ট লাইন বেধে বাম পাশে নিচে চলে যায়। এ কারণে এ ব্লগটিতে আমি মজিয়ে ব্লগিং উপভোগ করতে পারছিনা। যে কারণে এখানে আমি প্রায় অনুপস্থিত ই বলা যায়।
আহারে সঞ্চালনা পর্ষদের চোখে পরে যদি এর সুরাহা হত!
যাই হউক একান্ত সাক্ষাতকারে আপনাকে অভিনন্দন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই।  আপনার গানে সব সময় একটা সার্বজনীন ভাবময়তা লক্ষ্য করা যায়।  আমার প্রশ্ন এ ধরাতে এমন কোনদিন আসবে কি আমরা যথার্থই বিশ্বমানব রূপে পরিচিত লাভ করব। অর্থাত দেশে দেশে সীমান্ত উঠে গিয়ে বর্ণ, গোত্র,ধর্ম, কৃষ্টি,  নির্বিশেষে এক ভ্যুলোকের নাগরিক হয়ে উঠব!
আপনার জন্য অনেক শুভকামনা।

Likes Comments
০ Share

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    জি দাদা

    ভাল থাকেন সাড়াটি রাত

    ভাল থাকেন সোনালী বিকেল

    ভাল থাকুন বিষন্ন বেলাও

    এই হোক প্রত্যয় ---

     

    • - তাপস কিরণ রায়

      আন্তরিক ধন্যবাদ। 

    - মোকসেদুল ইসলাম

    সুন্দর কবিতা। ভাল লাগল

    • - তাপস কিরণ রায়

      অনেক ধন্যবাদ। 

    - মেজদা

    ভাল থাকতেই হবে। সুন্দর কবিতা। শুভেচ্ছা রইলো। 

    • - তাপস কিরণ রায়

      আপনাকে আমার লেখায় পেয়ে ভাল লেগেছে।ধন্যবাদ।  

    Load more comments...