Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এস ইসলাম

৮ বছর আগে লিখেছেন

সুলতা, শুধু তোমার জন্য (বইটির ডাউনলোড, বামে লিঙ্কে ক্লিক করুন)

Download Book  Read the book Live



জীবনের নিঃসঙ্গ বন্ধুর পথ চলতে চলতে
আকস্মিক তার সাথে দেখা।
অজানা, অচেনা
তবু যেন কত পরিচিত,
যুগ জন্মান্তরের চেনা।
ভাবি এই বুঝি আমার ঠিকানা,
এখানেই বুঝি পথচলা শেষ।
এখানেই বুঝি ভালবাসার ছায়ায় বিশ্রাম
অবিরাম বিশ্রাম।


কিন্তু সব ভাবনা কি সত্যি হয়,
একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
লক্ষ্যবিহীন শুরু হয় আবার পথচলা।


যে যায় সেকি ফিরে আসে।
আসে না।
আসবে না একম ও তো বলা যায় না।
আসতে ও তো পারে।
এটি যুক্তির কথা।
বাস্তবতা এই–
তার সন্ধান আর মেলেনি।


ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ
পাওয়া ও যেতে পারে।
বাস্তবে নয়।
তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…
অনন্তকাল প্রতীক্ষার নামই বুঝি ভালবাসা ।।

visit:   http://www.blogymate.com/blog/sfk505

Likes Comments
০ Share

Comments (0)

  • - মামুন

    ভালো লাগা নিয়ে সাথেই রইলাম।

    অনেক শুভেচ্ছা ভাই।

    - আমির ইশতিয়াক

    ভাল লিখছেন। শুভ কামনা রইল।

    - আখতারুজ্জামান সোহাগ

    ‘‘সবাই মনে করছে এ অঘোষিত যুদ্ধে সরকার জয়ী হলে দেশ উন্নত বিশ্বের কাতারে চলে যাবে, আর সেই! শক্তি জিতলে দেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত হবে, দেশ চলে যাবে অন্ধকারের বিবরে।’’

    আমরা মনেপ্রাণে চাইব কোন অন্ধকার পথে পথ হারাবে না আমাদের প্রিয় স্বদেশ।

    শুভকামনা লেখকের জন্য। 

    • - মনজুরুল আলম প্রিন্স

      ভাল লাগলো। ভোট দিলাম।