Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কে এম রাকিব

১০ বছর আগে লিখেছেন

বীক্ষণ (মুক্তগদ্য)

’Let us make a fairy ring,
Shadow children, hand in hand,
And our songs quite softly sing
That we learned in fairyland.’’

        … Evening Song of the Thoughtful Child
           ক্যাথরিন ম্যান্সফিল্ড

শীতের শহুরে সন্ধ্যার আকাশ যখন অন্ধকার ঢালতে শুরু করে আর একটু একটু করে শুষে নিতে থাকে মরা হলুদ রঙের আলো, হিম নামতে থাকে ধীরে ধীরে, তখন ৯-১০ বছরের একটি ছেলেকে দেখা যায় শহরের রাস্তায়। মাথায় উলি হ্যাট, পরনে নতুন পাওয়া গেঞ্জি আর একটু বড় হাফপ্যান্ট যার বর্ধিত অংশ তার হাটু ঢেকে দেয়। অথচ পায়ে কিছু নেই। ময়লা রঙের ছেলেটির শরীর টিঙটিঙে অথচ স্বছ চোখ দুটি গভীর মায়াময়। রাস্তার দুই পাশের উজ্জ্বল সব দোকানগুলোতে বারবার ঘাড় ঘুরিয়ে সে দৃষ্টি রাখে অপরিমেয় কৌতুহলে। মুখটা সব সময় হাসি হাসি। হাটতে গিয়ে ধাক্কা খায় পথচারীদের সাথে, বয়স্ক মানুষের কনুইয়ের আঘাত পায়, হেলে পড়ে, আবার সোজা হয়ে দাঁড়ায়, আবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে হাটতে থাকে। অথচ চোখে মুখে নেই কোন অসন্তোষ। বরং চলায় একটা খুশিয়াল চঞ্চলতা। ছেলেটি হাটে যেন ঘোরলাগা গোলকধাধার বাস্তবতায় যেখানে কোনকিছুতে কোন বিকার নেই। পুলিশ কিংবা মধ্যবয়স্ক কোন পথচারী তার মাথায় হয়ত চাটি মারে। ছেলেটি অবাক হয়, দ্যাখে, বুঝতে চেষ্টা করে -কিন্তু আশ্চর্য- ক্ষুব্ধ হয় না। কপালের ভাঁজে কিংবা চোখেও নেই বিরক্তির চিহ্ন। ছেলেটি ক্লান্ত হয়ে পড়ে। ফু দিয়ে জায়গা পরিষ্কার করে ফুটপাথে বসে পড়ে। হেটে চলা মানুষ দ্যাখে, আলোয় ঝলমলে দোকানের দিকে তাকায়। ধূলার আতিশায্যে কিছুক্ষণ পর উঠে পড়ে। আবার হাটে- তাকায় চারপাশে । বয়স বিবেচনায় না নিলে, তাকে মনে হয় সুমেরীয় সেই সরল অশীতিপর বৃদ্ধ, চারপাশের জগত নিয়ে যার বিস্ময়ঘন অপার কৌতূহল। বিশাল মধ্যপ্রদেশের অধিকারী প্রৌঢ় ফলবিক্রেতা হাতের ইশারায় ডাকে, তাকে কিছু এনে দিতে বলে। মুহুর্ত সময় ভেবে, সে ডানে বায়ে তাকিয়ে রাস্তা ক্রস করে। একটু পরে ছেলেটি খুব সাবধানে কনডেন্সড মিল্কের কৌটায় তরল কিছু নিয়ে খুব সাবধানে রাস্তা পার হয়ে প্রৌঢ়ের কাছে পৌছে যায়। প্রৌঢ়টি ছেলেটির হাত থেকে কৌটা নিয়ে দাঁড়াতে বলে। অনেকগুলো দাগ লাগা আপেল বেছেও শেষ পর্যন্ত কি ভেবে সে ছেলেটির উদ্দেশে বাড়িয়ে দেয় একটি বড় নিখুত আপেল। সে দিকে ভ্রুক্ষেপ না করে ছেলেটি আনমনে চলে যায়, চারপাশের আলো, উজ্জ্বলতা, অবগাঢ় হলুদ বাস্তবতার শহরে ভীড়ের মধ্যে সে মিলিয়ে যায়– মানুষের, যানবাহনের ভীড়ে–হয়ত জীবনের ভিন্নতর কোন বিস্ময়ের সন্ধানে।

Likes ১৮ Comments
০ Share

Comments (18)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    এই ধরণের ছড়াকে আমি বলি, 'বাসন্তী ছড়া।' বসন্তের আগুন রঙা ফাগুন দিনের প্রানের ছোঁয়া ছড়ার ছত্রে ছত্রে। ধন্যবাদ, ভাই বালুচর।

    • - বালুচর

      সুন্দর নাম দিয়েছেন তো ।

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

    - সুখেন্দু বিশ্বাস

    বসন্তের এই ছোঁয়া পেয়ে
    প্রকৃতি পায় প্রাণ
    জরা মুছে নতুন বেশে
    নেবে ফুলের ঘ্রাণ  

     

    সুন্দর ছড়ায় বসন্তের আগমনী ধ্বনি।

     

    ফাল্গুনের শুভেচ্ছা রইলো বালুচর দা।  

    • - বালুচর

      প্রাণের ছোঁয়ায় রঙিন হোক মনের আঙিনা.........

      শুভেচ্ছাসহ ।

    - ওয়াহিদ মামুন

    ভিড় করে যায় বটমূলে
    গাছে গাছে ফুল
    ছন্দ তুলে যায় কিশোরী
    কানে ফুলের দুল । 

    সুন্দর।

     

    • - বালুচর

      ধন্যবাদ ওয়াহিদ ভাই ।

    Load more comments...