Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রিফাত জাহান চমন

৯ বছর আগে লিখেছেন

তুমি

তুমি অসীম সাগরের ঢেউ,
    যেন সাগরের ছন্দে ভেসে আছো ।

তুমি নীল আকাশের মেঘ,
    যেন মেঘের আড়ালে লুকিয়ে আছো ।

তুমি সবুজ বনের কমলতা,
    যেন পাতায় পাতায় তোমায় স্পর্শ করছি ।

তুমি লাল রক্তের হিমোগ্লোবিন,
    যেন লোহিত কনিকায় তোমায় খুঁজে পাচ্ছি ।

তুমি রক্তিম তাপের উজ্জলতা,
    যেন তোমার তাপে জ্বলে যাচ্ছি ।

তুমি সাদা কাগজের সেই কলম,
    যেন তোমাকে ছাড়া কাগজ মূল্যহীন ।

তুমি ঘরের জানালার পর্দা,
    যেন জানালায় জানালায় দেখা পাচ্ছি ।

তুমি লাল লিপস্টিকের সেই লাল,
    যেন তোমাকে ছাড়া ঠোঁট সাজে না ।

তুমি ভোর সকালের কড়া চা,
    যেন পান করিলে ঘুম আসে না ।

তুমি মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
    যেন দেখে মনে হয় জোনাকির আলো ।

       অবশেষে,

তুমি আমার জীবনের সেই প্রেমিক,
    যেন তোমার প্রেমের আমিই সেই প্রেমিকা ।
 
Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - আসাদ ইসলাম নয়ন

    বিচারটা এখনো হলো না । এটা দুঃখের ।