Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মঈন মুরসালিন

৯ বছর আগে লিখেছেন

মাকে নিয়ে মঈন মুরসালিন এর ৫টি ছড়া/কবিতা

 

১.
মায়ের আঁচল

মা যে আমার সবুজ ভূমি
একটি নতুন ভোর
মা যে আমার জীবন চলার
দেয় খুলে দেয় দোর।

মা যে আমার চন্দ্র তারা
প্রখর কিরণ রবি
ছোট্টবেলার প্রথম পাঠে
মায়ের মুখচ্ছবি।

বেঁচে থাকার প্রতিটি ক্ষণ
মায়ের কাছে ঋণী
মায়ের মাঝেই বাবার ছায়া
দেখি প্রতিদিনই।

নীল আকাশের নীলের মাঝে
মায়ের আঁচল ওড়ে
মায়ের মনে দুঃখ পেলে
এই পৃথিবী পোড়ে।

২.
মায়ের খোঁজে

ঘুমিয়ে যখন জুঁই চামেলি হাস্নাহেনার বন
চাঁদটা তখন উঁকি দিলো
মেঘের রুমাল ফুঁড়ে
কেউ দেখেনি খোকন সোনা
তাকিয়ে আছে দূরে
চাঁদের সাথে বলছে কথা খোকনসোনার মন।

খোকনসোনার ঘুম আসে না দুই চোখে তার জল
কিসের ব্যথায় কাঁদছে খোকা
কেউ জানে না কেউ
মায়ের খোঁজে খোকার বুকে
ভাঙছে ব্যথার ঢেউ
মা’টা যে তার কোথায় গেলো বলতে পারিস, বল?

৩.
মায়ের ছবি

একটি ছবি আঁকতে গেলেই
মায়ের ছবি ভাসে
মায়ার চাদর জড়িয়ে কেবল
মা-ই ফিরে আসে।

মা যে আমার সুখ দুঃখ
সামনে চলার আশা
মায়ের জন্য তাই রেখেছি
হাজার ভালোবাসা।

৪.
মায়ের মুখ

মাগো তুমি কোথায় আছো
কোন সুদূরে
কোথায় তুমি লুকিয়ে গেলে
অচিনপুরে?

তোমার কথা ভাবতে গেলে
ব্যথায় ভরে বুক
ফেলে আসা সব স্মৃতিতে
দেখি তোমার মুখ।

৫.
মায়ের কথা

মা যে আমার সাত আকাশের তারা
মাকে ঘিরেই আমার সকল সুখ
মায়ের আঁচল ফুলের সুবাস মাখা
সেই আঁচলে লুকাই আমার মুখ
মাকে পেলেই আমি আত্মহারা।

মা যে আমার লাল সবুজের ছবি
মাকে ঘিরেই আমার সপ্ন যতো
মা যে আমার চির আশির্বাদ
তার কথাতে মধু অবিরত
মায়ের কথা লিখবো বলে আজ হয়েছি কবি।

Likes Comments
০ Share

Comments (1)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    অনবদ্য কাব্যের স্রষ্টাকে শ্রদ্ধা জানাই

    • - হাসান বিন নজরুল

      পাঠককেও ধন্যবাদ 

    - ব্লগার ভাই
    • - হাসান বিন নজরুল

      আমার ব্লগে স্বাগতম...ধন্যবাদ