Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

bb.com uy ij

৮ বছর আগে লিখেছেন

কিছের লজ্জা কিছের সরম

কিছের লজ্জা কিছের আবার সরম
এই দেশটি আমার ।
তাইত আমি দিছে হারা হয়েগেছি
আর করছি সব কাজ চমৎকার ।
বাবার হাতে হাত রেখে বলেছিলাম
এই দেশটিকে আমি দেখে রাখব
তাই করছি ।

হয়ত বা কিছু ক্ষতি হচ্ছে তোমাদের
কিনতু তারপরেউ আমি পিছু হতবোনা
কারন তোমাদের জন্য লড়ছি
আবার মাঝে মাঝে গোপনে গোপনে
তোমাদেরকেই ধরে মারছি ।
আজ থেকে বিশ বছর আগের
যে শত্রু ছিল আমার যারা
আজ অনেকে বন্ধু হয়েছে আমার তারা ।
কেউ বা বলছে আমায় উল্তাপ্লাতা চারশত বিশ
তাদেরকে বলছি আমি আমাকে তোরা মনেরাখিছ ।
আরে পোরা কপাল আমার
কেউই আমাকে বুজতে চায়না
আমার পেটে অনেক ক্ষিধে
তাই একে একে আমি গিলে খাব
সবকতা বড় বড় মাছের মাথাগুলোকে
বয়স আমার বাড়ছে দাতেড় শক্তি কমছে
তাই আগেই কিছু বড় মাছের মাথা খাই
পরে যোদি আর না পাই ।
কারন বয়স শেষে একদিন আমিও চলেযাবো
এই সুন্দর পৃথিবী ছেড়ে ঐ দুনিয়াতে
ও খানে কি আছে ভাগ্যে কে জানে
মনকি তবুও ওসব কথা মানে
আমার শেষ বিদায়ে দুঃখ আছে লেখা ঐ খানে ।
Likes Comments
০ Share

Comments (1)

  • - মামুন

    তখন না-হয় বুঝতাম
    চিনি তোমায় জন্ম-জন্মান্তর...... 
    আসলেই কি আমরা চিনি না? নাকি বুঝি না?

     

    সুন্দর অনুভূতি অনেক ভালো লাগল প্রিয় প্রলয় দা'। ভালো থাকুন। শুভ সন্ধ্যা।emoticons

    • - প্রলয় সাহা

      অনেক ধন্যবাদ প্রিয় দাদাভাই। emoticons

    - রাসেল মিয়া

    ভালো লিখেছেন।

    • - প্রলয় সাহা

      ধন্যবাদ 

    - আলমগীর সরকার লিটন

    খুব অনুভুতির কবিতা

    • - প্রলয় সাহা

      দাদাভাই ধন্যবাদ 

    Load more comments...