Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ন্যালা - খ্যাপা

১০ বছর আগে

স্বর্ণলতা

স্বর্ণলতার কথা আমরা সবাই কম বেশী জানি। এটা একটা পরজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Cuscuta Reflexa. স্বর্ণলতার কোন পাতা নাই। লতাই এর দেহ কাণ্ড মূল সব। লতা থেকেই বংশ বিস্তার করে। সোনালী রঙ এর চিকন লতার মতো বলে এর নাম স্বর্ণলতা। এর ঔষধি গুণ আছে। অনেক ক্ষেত্রে এই লতা আশ্রয় দাতা গাছের মৃত্যু ঘটাতেপারে। 

এবার মূল প্রসঙ্গে আসি। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে দুইটি প্রধান উদ্ভিদ আওয়ামীলীগ এবং বিএনপি। এই দুই উদ্ভিদের গায়ে স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ হয়ে জড়িয়ে আছে জাতীয় পার্টি, জামায়াতসহ আরও কিছু নাম সর্বস্ব ক্ষুদ্র ক্ষুদ্র দল। স্বর্ণলতার সব বৈশিষ্ট্য মোটামুটি আমদের দেশের এই সব পরজীবী দলগুলোর মধ্যে বিদ্যমান। স্বর্ণলতার যেমন ঔষধি গুণ আছে, আমাদের দেশের পরজীবী দলগুলোরও এক ধরণের গুণ আছে। এদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় বা চেষ্টা করা যায়। আবার স্বর্ণলতা যেমন আশ্রয় দাতা গাছের মৃত্যু ঘটাতে পারে। ঠিক তেমনই আমাদের দেশের পরজীবী দলগুলোকে যদি আওয়ামীলীগ এবং বিএনপি গা থেকে ঝেড়ে ফেলতে না পারে, তবে অদূর ভবিষ্যতে তাদেরও মৃত্যু হতে পারে।

০ Likes ০ Comments ০ Share ৭২৬ Views

Comments (0)

  • - মোঃসরোয়ার জাহান

    তবুও মাঝে মাঝে দাঁড়িয়েছ
    উড়না এক পাশে ফেলে
    গায়ে লেগে যাওয়া জামা টেনেছ
    প্রচণ্ড বিরক্তি ঝেড়ে নাক সিকায় তুলে
    আমি দেখেছি সব না দেখার ভান করে।

    ---------------------চমৎকার হয়েছে, ভালো লাগলো  

    • - সালাহ্‌ আদ-দীন

      আপনাকে ধন্যবাদ 

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    চমৎকার কবিতা। ধন্যবাদ, ভাই সালাহ আদ-দীন।

    - জাকিয়া জেসমিন যূথী

    তুমি যে ভাইয়া, কবিতাও লিখো জানা ছিলো না। 

    খুউব ভালো লাগলো। 

    Load more comments...