Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৯ বছর আগে

সৃজনশীল ব্লগিং প্রতিযোগীতা ২০১৫ এর ২য় পর্বের ফলাফল প্রকাশ

নক্ষত্র ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহন করুন। আপনারা জানেন নক্ষত্র ব্লগে চার পর্বে মাসব্যপি সৃজনশীল ব্লগিং প্রতিযোগীতা চলছে। আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছে এই প্রতিযোগীতা। বিচারকদের প্রাপ্ত মান এবং পাঠকদের ভোটে যারা বিজয়ী হয়েছেন তাদের তালিকা প্রকাশ করছি।      

ক্যটাগরী -১ বিষয়ঃ কবিতা, সংগীত এবং এই রিলেটেড অনুবাদ      

১ম স্থান - পোষ্টঃ  উড়িয়ে দেয়া স্বপ্ন – এ. টি. নূর শেখ লিটা  
২য় স্থান - পোষ্টঃ দ্রোহ – এবিএম হারুনার রশিদ  
৩য় স্থান -  পোষ্টঃ রক্তচোষার দল -  সরফরাজ আহমেদ খান      

ক্যটাগরী – ২ বিষয়ঃ রম্য রচনা, ছোট গল্প, চিঠি      

১ম স্থান -  পোষ্টঃ রহস্যময় পুকুর ও বটগাছে - লেখকঃ আমির হোসেন  
২য় স্থান - পোষ্টঃ জীবনের বালুচর - লেখকঃ দীপঙ্কর বেরা  
৩য় স্থান - পোষ্টঃ যে জীবন মানুষের - লেখকঃ হরি দাস পাল      

ক্যটাগরী-৩ বিষয়ঃ ভ্রমণ, সমসাময়িক, রিলেটেড অনুবাদ      

১ম স্থান - পোষ্টঃ ফেলে আসা দিনের স্মৃতিগুলো - লেখকঃ মামুন  
২য় স্থান –  পোষ্টঃ পাপ ঘৃণা এবং পাপী - লেখকঃ রুদ্র আমিন  
৩য় স্থান - পোষ্টঃ পুতুল মানব - লেখকঃ টোকাই                                                                         

যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয়ী লেখকদের অভিনন্দন।  
২য় পর্বের পুরস্কার বিতরনীর তারিখঃ ১৩/২/১৪  
বাংলাদেশ সময়ঃ বিকাল ছয়টা।  
স্থানঃ অমর একুশে বইমেলা (বাংলা একাডেমি চত্বর)  
উক্ত সময়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সকল বিজয়ী সহ ব্লগার, কবি/লেখক, পাঠকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।    
বিঃ দ্রঃ যেসব বিষয়ের উপর ভিত্তি করে ফলাফল ঘোষনা করা হয়েছে।  
১। একজন প্রতিযোগীকে একাধিক ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়নি।এটি নীতিমালায় উল্লেখিত ছিল।    
২। পাঠকের ভোট ও বিচারকদের নম্বর সম্মিলিতভাবে এই ফলাফল দেওয়া হয়েছে।  
৩। কিছু লেখা সম পরিমান ভোট পাওয়ায় এবং উপরে উল্লেখিত ১ নং নিয়মের কারণে ভোটিং এর পরেও বিচারকদের মূল্যায়ন নেওয়া হয়েছে।
৩ Likes ১৯ Comments ০ Share ৪৬৭ Views