Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৯ বছর আগে

সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৫



প্রিয় ব্লগারবৃন্দ,

প্রতি বছরের ন্যায় নক্ষত্র ‘ব্লগ’ এবারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে চার ধাপের সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৫প্রতিযোগিতাটি আগামী ২১ জানুয়ারি রোজ রবিবার থেকে শুরু হবে। বিচারক প্যানেলে থাকবেন বিভিন্ন ব্লগের পরিচালনাপর্ষদ/সঞ্চলনা পর্ষদ থেকে অথবা পর্ষদ নির্বাচিত প্রতিনিধি। এ সম্পর্কে যেসব ব্লগে চিঠি দিয়ে জানানো হয়েছেঃ 

শব্দনীড়ব্লগ, জলছবিবাতায়ন, চলন্তিকা, চতুর্মাত্রিক, সামহোয়ার ইন ব্লগ, বন্ধু ব্লগ, বিডিনিউজ ২৪ ব্লগ, নাগরিক ব্লগ, সচলায়তন, আমার ব্লগ, ইস্টিশন, ঘুড়ি ব্লগ

মূলত বিচারকদের নম্বরের ভিত্তিতে নির্বাচিত পোস্টগুলো ভোটিং এর জন্যে ব্লগে উন্মুক্ত করে দেওয়াহবেএরপর পাঠকদের ভোটে বিজয়ী নির্বাচিত হবেন

প্রতিযোগিতায় নিয়মাবলী 

ক্যাটাগরি/বিভাগ: 

# ক্যাটাগরি ১ (কবিতা, সংগীত এবং এই রিলেটেড অনুবাদ)

# ক্যাটাগরি ২ (রম্য রচনা, ছোট গল্প,চিঠি)

# ক্যাটাগরি ৩ (ভ্রমণ, সমসাময়িক, রিলেটেড অনুবাদ)

আয়োজনের তথ্য ও নিয়মাবলী:

 

# মোট চার পর্বে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

# প্রতি পর্বে ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন লেখক পুরস্কারের জন্য মনোনীত হবেন। সর্বমোট ৩৬ জন ব্লগার পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।

# নির্দিষ্ট সময়সীমার মধ্যে [৪টি পর্বের তারিখ অনুযায়ী] নক্ষত্র ব্লগে 'প্রকাশিত পোস্ট' "ব্লগ বাছাই কমিটি" কর্তৃক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করবেন।

# পরবর্তীতে [৪টি পর্বের তারিখ অনুযায়ী] বিচারক কর্তৃক নির্বাচিত পোস্ট সকল ব্লগারদের ভোটিং এর জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং নক্ষত্র ব্লগের নিবন্ধিত ব্লগারগণ উক্ত পোস্টগুলোকে ভোট করতে পারবেন।

# একটি পোস্টে একজন ব্লগার একবার ভোট করতে পারবেন। তবে তিনি চাইলে একাধিক পোস্টকে ভোট দিতে পারবেন। সর্বোচ্চ ৯ ভোট দিতে পারবেন।

# বিচারকদের বাছাইকৃত ও পাঠকদের সর্বোচ্চ ভোট প্রাপ্ত  সেরা লেখার জন্য লেখকদের পুরস্কার প্রদান করা হবে অমর একুশে বইমেলা ২০১৫ মেলা প্রাঙ্গণে।

# আয়োজনের জন্য বিবেচিত পোস্ট অবশ্যই নক্ষত্র ব্লগে প্রথম প্রকাশিত হতে হবে। অন্য কোন অনলাইন/অফলাইন মিডিয়াতে ইতিপূর্বে অথবা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকাশিত কোন লেখা এই আয়োজনে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।  

# এই আয়োজন চলবে জানুয়ারি ২১,২০১৫ থেকে ফেব্রুয়ারি ২৭,২০১৫ পর্যন্ত।  

# কোন পর্বে কেউ বিজয়ী হলেও পরবর্তী পর্বগুলোতে তিনি বা তারা অংশ নিতে পারবেন এবং পুনরায় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারবেন।

# এই আয়োজনে উল্লেখিত ‘সময়' এবং ‘তারিখ' "বাংলাদেশ সময়" কে বিবেচনা করা হবে।

 

প্রতিযোগিতার সময়সূচী

১ম পর্ব

সময়:জানুয়ারির ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত নক্ষত্র ব্লগে প্রকাশিত সকল পোস্ট।

বাছাই:প্রাপ্ত সকল লেখা থেকে বিচারক কর্তৃক বাছাই করা পোস্ট জানুয়ারির ২৮ তারিখে ব্লগে প্রকাশ করা হবে।

ভোটিং:১ম পর্বের বাছাইকৃত পোস্টে ব্লগারগণ ভোট দিতে পারবেন জানুয়ারির ২৮ থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত।

ফলাফল:বিচারকদের বাছাইকৃত পোস্টে ব্লগারদের প্রদেয় ভোট এর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ফেব্রুয়ারির ৩ তারিখ। ভিন্ন ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন পুরস্কারের জন্য মনোনীত হবেন।

পুরস্কার:ফেব্রুয়ারির ৬ তারিখ শুক্রবার ১ম পর্বের বিজয়ী ৯ জন লেখককে পুরস্কার প্রদান করা হবে।

২য় পর্ব

সময়:জানুয়ারির ২৮ থেকে ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত নক্ষত্র ব্লগে প্রকাশিত সকল পোস্ট।

বাছাই:প্রাপ্ত সকল লেখা থেকে বিচারক কর্তৃক বাছাই করা পোস্ট জানুয়ারির ৪ তারিখে ব্লগে প্রকাশ করা হবে।

ভোটিং:১ম পর্বের বাছাইকৃত পোস্টে ব্লগারগণ ভোট দিতে পারবেন ফেব্রুয়ারির ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত।

ফলাফল:বিচারকদের বাছাইকৃত পোস্টে ব্লগারদের প্রদেয় ভোট এর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ফেব্রুয়ারির ১০ ফেব্রুয়ারি। ভিন্ন ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন পুরস্কারের জন্য মনোনীত হবেন।

পুরস্কার:ফেব্রুয়ারির ১৩ তারিখ শুক্রবার ১ম পর্বের বিজয়ী ৯ জন লেখককে পুরস্কার প্রদান করা হবে।

৩য় পর্ব

সময়:ফেব্রুয়ারির ৪ থেকে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত নক্ষত্র ব্লগে প্রকাশিত সকল পোষ্ট।

বাছাই:প্রাপ্ত সকল লেখা থেকে বিচারক কর্তৃক বাছাই করা পোস্ট ফেব্রুয়ারির ১১ তারিখে ব্লগে প্রকাশ করা হবে।

ভোটিং:৩য় পর্বের বাছাইকৃত পোস্টে ব্লগারগণ ভোট দিতে পারবেন ফেব্রুয়ারির ১১ থেকে ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত।

ফলাফল:বিচারকদের বাছাইকৃত পোস্টে ব্লগারদের প্রদেয় ভোট এর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ফেব্রুয়ারির ১৭ তারিখে। ভিন্ন ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন পুরস্কারের জন্য মনোনীত হবেন।

পুরস্কার:ফেব্রুয়ারির ২০ তারিখ ৩য় পর্বের বিজয়ী ৯ জন লেখককে পুরস্কার প্রদান করা হবে।

৪র্থ পর্ব

সময়:ফেব্রুয়ারির ১১ থেকে ফেব্রুয়ারির ১৭ তারিখ পর্যন্ত নক্ষত্র ব্লগে প্রকাশিত সকল পোষ্ট।

বাছাই:প্রাপ্ত সকল লেখা থেকে নক্ষত্র ব্লগ বাছাই কমিটি কর্তৃক বাছাই করা পোষ্ট ফেব্রুয়ারির ১৮ তারিখে ব্লগে প্রকাশ করা হবে।

ভোটিং:৪র্থ পর্বের বাছাইকৃত পোষ্টে ব্লগারগণ ভোট দিতে পারবেন ফেব্রুয়ারির ১৮ থেকে ফেব্রুয়ারির ২৩ তারিখ পর্যন্ত।

ফলাফল:বিচারকদের বাছাইকৃত পোষ্টে ব্লগারদের প্রদেয় ভোট এর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ফেব্রুয়ারির ২৪ তারিখে। ভিন্ন ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন পুরস্কারের জন্য মনোনীত হবেন।

পুরস্কার:ফেব্রুয়ারির ২৭ তারিখ ৪র্থ পর্বের বিজয়ী ৯ জন লেখককে পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার বিতরণী

পুরস্কার:মহা মূল্যবান বই এবং নক্ষত্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (মানপত্র)। 

স্থান:একুশে বই মেলা প্রাঙ্গণ 

তারিখ

 :৬ ফেব্রুয়ারি, শুক্রবার- প্রথম পর্ব

 :১৩ ফেব্রুয়ারি, শুক্রবার- দ্বিতীয় পর্ব

 :২০ ফেব্রুয়ারি, শুক্রবার- তৃতীয় পর্ব

 :২৭ ফেব্রুয়ারি, শুক্রবার- চতুর্থ পর্ব

সময়: ব্লগে জানানো হবে।

অনুষ্ঠান সংক্রান্ত কোনকিছু পরিবর্তনপরিবর্ধন ইত্যাদি নক্ষত্র ব্লগ সংক্ষরণ করে

৫ Likes ৩১ Comments ০ Share ১৫১১ Views