Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৯ বছর আগে

সাহিত্য সংকলনে লেখা জমা দেওয়ার সময় বাড়ানো হলো

আগামী ২০১৫ অমর একুশে বইমেলায় নক্ষত্র নক্ষত্র সাহিত্য সংকলন ২০১৫প্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে অনেক লেখা এসে জমা পড়েছে আমাদের কাছে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। ইতোমধ্যে সময় পার হয়ে গিয়েছে। এরপরও লেখকদের ব্যস্ততা এবং মান সম্পন্ন লেখা পাঠানোর বিষয় বিবেচনা করে লেখা জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিন্ধান্ত নেওয়া হয়েছে।

লেখা জমা দেওয়ার সংক্ষিপ্ত নিয়মাবলী এখন দেওয়া হলঃ

১। নক্ষত্র ব্লগে নিবন্ধিত ব্লগার হতে হবে। নিবন্ধিত ব্লগার না হলে লেখা জমা দেওয়ার প্রয়োজন নেই।
২। একটি বিভাগের জন্যে একটি লেখা পাঠাবেন। তবে চাইলে একাধিক বিভাগে লেখা পাঠাতে পারেন। তবে কোনো লেখকের একটির বেশি লেখা ছাপা হবে না।

৩। লেখাটি অবশ্যই অপ্রকাশিত হতে হবে। পাঠানো লেখা যদি প্রকাশিত বলে প্রমান পাওয়া যায় তবে সেই লেখা আর প্রকাশের জন্য গণ্য হবে না।  
। লেখা ফাইল আকারে পাঠাতে হবে।
৫। ফাইল ফরম্যাট MS Word standard .doc অথবা .docx (অন্য ফরম্যাটে গ্রহণযোগ্য নয়)।
৬। আপনার লেখাটি সুতনী এমজে ফন্টে এবং ১২ সাইজে পাঠাতে হবে।
৭। লেখা জমা দিবেন
editor@nokkhotro.com এই মেইলে।
৮। মেইল করার সময়ে মেইল সাবজেক্ট Literature For Nokkhotro Sahitto Songkolon 2015 লিখতে হবে।
৯। একটি MS Word standard .doc অথবা  .docx ফাইল মেইলে এ্যাটাচ করে পাঠাতে হবে।

 

গতবারের ন্যায় এবারো ব্যাপক সাড়া পাওয়া গেছে যা উৎসাহব্যঞ্জক। আশা করি এবারো আকর্ষণীয় এবং মানসম্পন্ন একটি সাহিত্য সংকলন আপনাদের হাতে তুলে দিতে পারব। মূল্যবান লেখা, সময় ও আন্তরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যে আন্তরিক আহবান জানাচ্ছি। নক্ষত্র ব্লগ ব্লগারদের কথা বলে তাই আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় সাহিত্য সংকলনটি হয়ে উঠবে কালজয়ী।

 


এ পর্যন্ত যারা লেখা দিয়েছেনঃ

আমিনুল ইসলাম মামুন
চন্দনকৃষ্ণ পাল
আমির হোসেন
দীপঙ্কর বেরা
মো: আজিজুল ইসলাম
রুহুল আমীন রাজু
পিন্টু রহমান
আজিম হক
মিলন বনিক
মিশু মিলন
মোকসেদুল ইসলাম
নাজনীন পলি
শাশ্বত নিপ্পন
নুসরাত জাহান আজমী
মোজাফ্ফর হোসেন
সুমন
রাজু মল্লিক
মোহাম্মাদ আল মামুন খান
মোঃ মালেক জোমাদ্দার
আবদুল হাসিব
আলমগীর সরকার লিটন
অলোক মিত্র
আমির আসহাব
আরণ্যক টিটো
ডাঃ খন্দকার মেহ্দী আহ্সান
আহমেদ পলাশ
হাসান ইকবাল
প্রজ্ঞা মৌসুমী
সবুজ আহমেদ
সুমন দে
ফাতিন আরফি
মোহাম্মদ আখতারুজ্জামান সুমন
নীলসামু
চন্দর আনোয়ার
কাজী মামুন

ফাতেমা সুমিন
আবিদ রহমান
জাকির রায়হান
মোঃ শেমভীল হোসেন
ফারজানা মৌরি

ধ্রুব তারা
প্রবাসী একজন
দিলারা জামান

নিকুম সাহা
পাশা নূর

কবির আলী
জাকির পয়েট্রি রায়হান
রাতের আলো
কাল বৈশাখী ঝড়

নাসরিন ইসলাম

 

অনেকেই ফাইলের ভিতরে নাম লিখেন না যাতে করে সম্পাদকের সমস্যায় পড়তে হয়। যাদের লেখা প্রাপ্তি স্বীকার করা হয়েছে তারা দয়া করে নিজের নামের বানানগুলো দেখে নিতে পারেন। আর কারো নাম বাদ পড়ে থাকলে মন্তব্যে জানান। 

 

আরো বিস্তারিত দেখে নিতে পারেন এই পোস্টটিতেঃ

http://www.nokkhotro.com/post/141128-787254-1e8b40-8da6b9-.11777-161

৩ Likes ৬ Comments ০ Share ৬০৪ Views