Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রিফাত জাহান চমন

১০ বছর আগে

সাভারের সি আর পি

আজ সাভারের CRP( Centre for the Rehabilitation of the Paralyzed) তে গিয়েছিলাম। ভেতরে ঢুকেই ভীষণ অবাক হয়ে যেতে হোলো। রিসিপশনে যে একজন পুরুষ আর মহিলা আছেন, তাদের একজন একটা বেডে উপুড় হয়ে শুয়ে দায়িত্ব পালন করছেন, আরেকজন হুইল চেয়ারে বসে কাজ করে যাচ্ছেন। সামনে কম্পিউটার, ক্যালকুলেটর।

যে কোন ধরনের স্পাইনাল ইনজুরি কিংবা হাত-পা ভাঙা পেশেন্ত আসুক না কেন তাঁদের কে কখনও ফিরিয়ে দেয়া হয়না। যার যত টুকু আর্থিক সামর্থ্য আছে দিবে, বাকি টুকু সি আর পি ফান্ড দেখবে।

এক পাশে দেখলাম অটিস্টিক বাচ্চাদের জন্য আলাদা একটা স্কুল,পড়ালেখা করার ধরন টাও আলাদা মনে হল। আর এক কোণায় দেখলাম, হাতহীন একজন মুখে পেন্সিল নিয়ে আসাধারন ছবি এঁকে যাচ্ছে। তার ছবি এক্সিবিশানেও যায়। উনার নার ইব্রাহীম।

এখানকার হুইল চেয়ার, আর্টিফিশিয়াল লিম্ব সব কিছুই তৈরি হচ্ছে লোকাল কাচামাল দিয়ে। সবার জন্য আলাদা আলাদাভাবে বানানো।

আরও কিছু দূর এগিয়ে দেখি গারমেন্স আর সোয়েটার বানানোর প্রশিক্ষণ ও দেয়া হচ্ছে। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ,হাফওয়ে হোস্টেল, মেটাল ওয়ার্কশপ- সব কিছুই রয়েছে ওখানে।

যারা নিজেরা কিছু না করে পায়ের উপর পা তুলে বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে শুধু নাক সিটকায়, তাদের সি,আর,পি তে অন্তত একবার ঘুরে আসা উচিত, ওখানকার পরিবেশটা দেখে আসা উচিত।

 

১ Likes ১১ Comments ০ Share ২২৮৩ Views

Comments (11)

  • - মিশু মিলন

    ‌'কেড়ে নিলাম ধর্ম তোর,
    পরিচয় হোক কর্ম তোর'।

    দাদা, ভাল লাগলো ছড়া।

     

    শুভেচ্ছা।

    - চারু মান্নান

    চারদিকে নবান্ন সুখ ছড়িয়ে পড়ুক!