Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সহযোগিতা বনাম দাদাগিরি

সার্ক তথা দক্ষিণ এশিয়ার আয়তনে বৃহত্তম এবং পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশটি এশিয়ার সুপার পাওয়ার হওয়ার স্বপ্নে বিভোর। এরই অংশ হিসেবে প্রতিবেশী বাংলাদেশের ওপর তাদের দাদাগিরি লক্ষণীয় ভাবে চোখে পড়ে। সীমান্ত চোরাচালান রোধের নামে প্রায়ই নিরীহ বাংলাদেশীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা, জখম ও নির্যাতন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ তাদেরই সীমান্তে গড়ে ওঠা মাদক কারখানাগুলো বন্ধ করার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপই নেই। শুধু তাই নয়,অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্তে বসবাসকারী বাংলাদেশীদের ধরে নিয়ে যাওয়ার মত সাহস দেখাতেও তারা পিছপা হয় না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত সিটমহল সমস্যা সমাধানে কোন বাস্তব পদক্ষেপ গ্রহণেও তারা আন্তরিক নয়। অথচ সার্কভুক্ত দেশ হিসেবে তারা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করতে অঙ্গিকারাবদ্ধ। সহযোগিতার পূর্ব শর্ত অসহযোগিতা বন্ধ করা। কিন্তু তারা বারবার সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করে সেই অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। তাই এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বদলে আগে দক্ষিণ এশীয় আঞ্চলিক অসহযোগিতা দূরীকরণ সংস্থা গড়ে তোলা দরকার।

০ Likes ৪ Comments ০ Share ৪৬০ Views

Comments (4)

  • - মাসুম বাদল

    চমৎকার...

    • - লুৎফুর রহমান পাশা

      ধন্যবাদ

    - সেলিনা ইসলাম

    ভাল লাগল ছবি ও সুন্দর বর্ননা ধন্যবাদ শেয়ার করার জন্য 

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকে অনেক ধন্যবাদ

    - কামাল উদ্দিন

    বাড়ির পাশে আর্শি নগর, দেখা হয়নি দু,পা ফেলিয়া। ভালো লাগা

    • - লুৎফুর রহমান পাশা

      আপনার বাড়ি থেকে অনেক কাছে। ইচ্ছে করলে যে কোন সময় যেতে পারেন্

    • Load more relies...
    Load more comments...