Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা



প্রতিদিন একইভাবে সূর্য উঠে। শীতের কুয়াশা সরিয়ে উঁকি দিবে উজ্জ্বল রোদ। কিন্তু অন্য যে কোন দিনের চাইতে একটি দিনের ভোরের আলোকে মনে হয় যেন বেশি মায়া মাখানো। যেন অনেক স্বপ্নের কথা বলছে সে। অনেক অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে— আশাজাগানিয়া কিরণ যেন সে দ্যুতিই ছড়িয়ে দিবে প্রত্যেকের প্রাণে, মনে।


কিছুদিন পরেই আসছে ২০১৫ সালের প্রথম দিন। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। ব্লগের সকল ব্লগারদের জানাই 'হ্যাপি নিউ ইয়ার'। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক—এই প্রত্যাশা।

আছে দুঃখ. আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটি যেন সমাজ জীবন থেকে, প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।

গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের। বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালনের ধরন বাংলা নববর্ষ পালনের মত ব্যাপক না হলেও এ উৎসবের আন্তর্জাতিকতার ছোঁয়া থেকে বাংলাদেশের মানুষও বিচ্ছিন্ন নয়। 

তবে থার্টি ফার্স্ট নাইট নিয়ে মনে অনেক শংকা কাজ করে মনে। কাল যেন সবাই সুস্থভাবে সবকিছু উদযাপন করে এই কামনা করি। 

 

০ Likes ০ Comments ০ Share ১৫৫৯ Views

Comments (0)

  • - টোকাই

    ভালো লাগলো । আরো আসুক এমন...