Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সখি ভালোবাসা এরেই কয়, তাইতো বালিশের সাথে বিয়ে হয়

একটি বালিশকে কেউ বিয়ে করে ফেলবে, এটা ভাবা কঠিনই! জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বালিশের সঙ্গে বসবাস আমাদের। নিত্যদিনের ব্যবহার্য হিসেবে বালিশ যত দরকারিই হোক, কিন্তু কোরিয়ার লি জিন গাই নামের ২৮ বছর বয়সী এক তরুণ নিজের আদরের বালিশটাকে শেষমেশ বিয়ে করে ফেললেন।


দীর্ঘদিন ধরে বালিশের সঙ্গ যাপনের ফলেই বালিশের প্রতি তার প্রেম ও প্রেম-পরবর্তী বিয়ের ঘটনা ঘটেছে বলে লি জানান। মানুষের অদ্ভুত এ আচরণটিকে গবেষকরা সেক্স-অবজেটিজব বলে চিহ্নিত করেছেন, যেখানে মানুষ তার পছন্দের কোনো বস্তুর প্রতি মানসিক ও শারীরিক টান অনুভব করে।


এদিকে বিয়েতে ঢাকঢোল পিটিয়ে, বন্ধুদের বিয়ের কার্ড পাঠিয়ে সে এক তুমুল কান্ড-কারখানা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লি সদ্য 'বিবাহিতা' বালিশ-কনেকে নিয়ে ঘুরতেও গেলেন।


নিজের সিটের পাশে বালিশটির জন্য একটা সিট, খাবার টেবিলে পাশের চেয়ারে বালিশকে রেখে তার জন্য আলাদা মেন্যুর অর্ডারসহ কত কী আয়োজন। জাপানে তৈরি হওয়া 'ডাকিমাকুরা' নামের কোলবালিশ আকৃতির এ বালিশটির জন্য বিয়ের কাপড়ও তৈরি করেন লি

১ Likes ৫ Comments ০ Share ৫১৯ Views

Comments (5)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    'বেহেস্ত মোর দরকার নাই/মা মা বলে ডাকিতে চাই'- চমৎকার পংক্তি। মায়ের বিকল্প কিছুই নাই এই দুনিয়ায়। ধন্যবাদ, মেজদা।

    - মেজদা

    ঠিক বলেছেন হেনা ভাই। ধন্যবাদ

    - নুসরাত জাহান আজমী

    হুম আসলেই, মা ছাড়া তো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার।

    Load more comments...