Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৮ বছর আগে

শুরু হল “সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৬”; সবাই অংশগ্রহণ করুন।

সুপ্রিয় ব্লগারবৃন্দ,

 

প্রতি বছরের ন্যায় নক্ষত্র ব্লগএবারো তৃতীয় বারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে চার ধাপের সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৬। প্রতিযোগিতাটি আজ ২৩ জানুয়ারি রোজ শনিবার থেকে শুরু হচ্ছে।

 

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য নিচে দেয়া হল:

 ক্যাটাগরি/বিভাগ:

# ক্যাটাগরি ১ (কবিতা, সংগীত, ছড়া)

# ক্যাটাগরি ২ (রচনা, গল্প, চিঠি)

# ক্যাটাগরি ৩ (প্রবন্ধ, সমসাময়িক, বিবিধ)

 

 

সাধারণ তথ্য:

 

# মোট চার পর্বে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
# প্রতি পর্বে ৩টি ক্যাটাগরি/বিভাগে ৩ জন করে মোট ৯ জন লেখক পুরস্কারের জন্য মনোনীত হবেন। ৪ পর্বে সর্বমোট ৩৬ জন ব্লগার পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।

# এই আয়োজন চলবে জানুয়ারি ২৩,২০১৬ থেকে ফেব্রুয়ারি ২৬,২০১৬ পর্যন্ত।

# এই আয়োজনে উল্লেখিত সময়' এবং তারিখ' "বাংলাদেশ সময়" কে বিবেচনা করা হবে।

# সম্পূর্ণ আয়োজনে একজন ব্লগারকে একটি ক্যাটাগরি/বিভাগে ১ বার ই পুরষ্কার দেয়া হবে। তবে ভিন্ন ক্যাটাগরি/বিভাগে ১ ই ব্লগার একাধিক বার পুরষ্কার পেটে পারেন।

# আয়োজনের জন্য বিবেচিত পোস্ট অবশ্যই নক্ষত্র ব্লগে প্রথম প্রকাশিত হতে হবে। অন্য কোন অনলাইন/অফলাইন মিডিয়াতে ইতিপূর্বে অথবা প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকাশিত কোন লেখা এই আয়োজনের জন্য বিবেচনা করা হবে না।

 

বিস্তারিত সময়সূচী:

 

 

লেখা গ্রহণ ও প্রাথমিক নির্বাচন:

 

# নির্দিষ্ট সময়সীমার মধ্যে [৪টি পর্বের নির্ধারিত তারিখ অনুযায়ী] নক্ষত্র ব্লগে 'প্রকাশিত পোস্ট' "ব্লগ বাছাই কমিটি" কর্তৃক বিচারক মূল্যায়ন ও ভোট এর জন্য নির্বাচিত করবেন।
# পরবর্তীতে [৪টি পর্বের তারিখ অনুযায়ী] "ব্লগ বাছাই কমিটি" কর্তৃক নির্বাচিত পোস্ট সকলের ভোটিং এর জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং নক্ষত্র পোর্টালে নিবন্ধিত সকল পাঠক উক্ত পোস্টগুলোকে ভোট করতে পারবেন। একই সময়ে বিচারকগণ উক্ত লেখাগুলো মূল্যায়ন করবেন।
 # একটি পোস্টে একজন ব্লগার একবার ভোট করতে পারবেন। তবে তিনি চাইলে একাধিক পোস্টকে ভোট দিতে পারবেন। প্রতি পর্বে সর্বোচ্চ ৯ টী ভোট দিতে পারবেন।

# বিচারকদের বাছাইকৃত ও পাঠকদের সর্বোচ্চ ভোট প্রাপ্তসেরা লেখার জন্য লেখকদের পুরস্কার প্রদান করা হবে।

 

 

মূল্যায়ন প্রক্রিয়া

# বিচারকগন প্রতিটি লেখাকে আলাদা আলাদা ভাবে মুল্যায়ন করবেন এবং ১০ নাম্বার এর ভিত্তিতে রেটিং প্রদান করবেন।
# তার সাথে যুক্ত হবে পাঠক ভোট। পাঠকদের দেওয়া ভোটকেও ১০ এর মানদন্ডে পরিবর্তন  করা হবে। প্রতি ১০০ বা ততোধিক ভোটের বিপরীতে মান ১০ নাম্বার দেয়া হবে এবং এর কম যে কোন পরিমান ভোটের জন্য প্রতি ভোটের মান ০.১ ধরা হবে।
# বিচারকের প্রদত্ত মান ও ভোটে প্রাপ্ত মানের যোগফলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

 

 

পুরস্কার বিতরণী:

 

তারিখঃ ১লা এপ্রিল ২০১৬, সময়: বিকাল ৫টা

স্থান: পাবলিক লাইব্রেরী।

উক্ত অনুষ্ঠান বিস্তারিত পরবর্তিতে ব্লগে পোষ্টের মাধ্যমে জানানো হবে।

অনুষ্ঠান সংক্রান্ত কোনকিছু পরিবর্তন, পরিবর্ধন নক্ষত্র পোর্টাল করতিপক্ষ সংক্ষরণ করে।

 

প্রতিযোগিতার ঘোষণা পোষ্টটি পাবেন এই লিংক এ http://goo.gl/Z9axu8

২ Likes ২ Comments ০ Share ১৪৫৭ Views

Comments (2)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম, ভাই...emoticons