Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৯ বছর আগে

শুরু হল সৃজনশীল প্রতিযোগিতা ২০১৫

আজ থেকে শুরু হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চার ধাপের “সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা ২০১৫”। প্রতিযোগিতাটিকে আরো প্রাণবন্ত ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা বিভিন্ন ব্লগের কতৃপক্ষের কাছে বিচারক প্যানেলে ব্লগের পরিচালনাপর্ষদ/সঞ্চলনা পর্ষদ থেকে অথবা পর্ষদ নির্বাচিত প্রতিনিধি থাকার জন্য আহবান করেছিলাম। এ সম্পর্কে যেসব ব্লগে চিঠি দিয়ে জানানো হয়েছেঃ

 

শব্দনীড়ব্লগ, জলছবিবাতায়ন, চলন্তিকা, চতুর্মাত্রিক, সামহোয়ার ইন ব্লগ, বন্ধু ব্লগ, বিডিনিউজ ২৪ ব্লগ, নাগরিক ব্লগ, সচলায়তন, আমার ব্লগ, ইস্টিশন, ঘুড়ি ব্লগ

 

উল্লেখ্য নাগরিক ব্লগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের চিঠি দেওয়া যায় নি এবং আমার ব্লগ, সচলায়তন ও চতুর্মাত্রিক ব্লগের কর্তৃপক্ষকে খুঁজে না পাওয়ায় চিঠি পৌঁছানো যায় নি। আমরা খোঁজ পেলেই তাদের কাছে চিঠি পৌঁছে দেওয়ার ইচ্ছে থাকল।

 

বিচারক হিসেবে যেসব ব্লগ থেকে ব্লগের পরিচালনাপর্ষদ/সঞ্চলনা পর্ষদ থেকে অথবা পর্ষদ নির্বাচিত প্রতিনিধি থাকার জন্য সম্মত হয়েছেন তাদের নাম এখানে প্রকাশ করা হলঃ

১। নাসির আহমেদ কাবুল (জলছবি বাতায়ন)

২। লিয়াকত বখতিয়ার (বন্ধুব্লগ)

৩। আইরিন সুলতানা (বিডি নিউজ ২৪ ব্লগ)

৪। রব্বানী চৌধুরী (ঘুড়ি ব্লগ)

 

আজ শুরু হচ্ছে ১ম ধাপের প্রতিযোগিতা।

# ক্যাটাগরি ১ থাকছে কবিতা, সংগীত এবং এই রিলেটেড অনুবাদ।

# ক্যাটাগরি ২ (রম্য রচনা, ছোট গল্প,চিঠি)

# ক্যাটাগরি ৩ (ভ্রমণ, সমসাময়িক, রিলেটেড অনুবাদ) 

 

এ সংক্রান্ত সকল পোস্ট প্রতিযোগিতার জন্যে বিবেচিত হবে।

সময় সূচি

১ম পর্ব 

 

সময়:জানুয়ারির ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত নক্ষত্র ব্লগে প্রকাশিত সকল পোস্ট।

 

বাছাই: প্রাপ্ত সকল লেখা থেকে বিচারক কর্তৃক বাছাই করা পোস্ট জানুয়ারির ২৮ তারিখে ব্লগে প্রকাশ করা হবে।

 

ভোটিং: ১ম পর্বের বাছাইকৃত পোস্টে ব্লগারগণ ভোট দিতে পারবেন জানুয়ারির ২৮ থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত।

 

ফলাফল: বিচারকদের বাছাইকৃত পোস্টে ব্লগারদের প্রদেয় ভোট এর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ফেব্রুয়ারির ৩ তারিখ।

 

পুরস্কার: ফেব্রুয়ারির ৬ তারিখ শুক্রবার ১ম পর্বের বিজয়ী ৯ জন লেখককে পুরস্কার প্রদান করা হবে।

 

২ Likes ৫ Comments ০ Share ৫১০ Views