Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

uddin kamal md

১০ বছর আগে

শুটকী নদীর ধারে........


হবিগঞ্জের বানিয়াচং নাকি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম । তবে এই তথ্যটা সঠিক কিনা আমি নিশ্চিত নই । তো একদিন রওয়ানা হলাম বিশ্বের সবচেয়ে বড় গ্রাম দেখতে । অপরূপ সুন্দর এই গ্রামটিতে কমলারানীর সাগর দীঘি, রাজবাড়ি, বিথঙ্গল আখড়া, দাড়া-গুটি এমনসব দর্শনীয় স্থান নিয়ে আমি আজ লিখছি না । আমার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে একটি নদীর নামের প্রতি । নদীর নাম শুটকী, ইহা কুশিয়ারা নদীর একটা শাখা নদী ও বটে ।

ঢাকা থেকে বানিয়াচং এর দিকে যেতে শুটকী নদীর ব্রীজের উপর দাড়িয়ে ডানে ক্যামেরা তাক করলে শুকনো মৌসুমে এমন ছবি উঠবে, নদীর পাড় ধরে মানুষ চলাচলে অনেকগুলো পথের সৃষ্টি হয়েছে ।


ঢাকা থেকে বানিয়াচং এর দিকে যেতে শুটকী নদীর ব্রীজের উপর দাড়িয়ে বামে ক্যামেরা তাক করলে শুকনো মৌসুমে এমন ছবি উঠবে, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো দেখতে, ওখানে শ্রান্ত হাঁসেরা বিশ্রাম নেয় ।


শুকনো মৌসুমে তৃষ্ণার্ত গরুদের পিপাশা মেটানোর অন্যতম পানির আধার এই শুটকী নদী ।


ওরা শাক তুলছে নদীর পাড় থেকে ।


এই এলাকার মাছের চাহিদা পুরণেও এই নদী বড় ভূমিকা রাখে, জেলেরা নৌকা থেকে মাছ নামাচ্ছে ।



মাছগুলো দেখতে কিন্তু বেশ


শুটকী নদীর ক্ষুদে জেলে ।


শুটকী পাড়ের রাখালের দল ।


শুটকীর পাড়ের আরো কিছু লোক, গরুর গোবর নিয়েই যাদের কারবার ।

০ Likes ১১ Comments ০ Share ১৬৯৬ Views

Comments (11)

  • - মাসুম বাদল

    ওখানেই দাঁড়িয়ে থাকো তুমি, এক পাও এগুবে না
    কারণ এই মাটি রক্ত ধোয়া পবিত্র ভূমি, আমার মা
    এখানে তোমার অনুপ্রবেশ ঠেকাতে
    জাগ্রত তারুণ্য আজ, সেই যেন
    উনিশ’ একাত্তর!
    এই মাটি কোন জারজ সন্তানের জন্য নয়
    এ মাটি মানুষের, কোন জানোয়ারের নয়।

     

    খুব ভালো লাগলো...

    - চারু মান্নান

    বসন্ত রং এ রাঙা নিরন্তর!!
    কবির সবটুকু সময় হউক ভালোবাসার!!!!

    • - নাসির আহমেদ কাবুল

      ভালোবাসার মধ্যেই আছি কবি।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    চমতকার হয়েছে গুরু।

    • - নাসির আহমেদ কাবুল

    Load more comments...