Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীলকন্ঠ জয় নীল

১০ বছর আগে

"মাংসখেকো মাদক"- সময় এসেছে সচেতনতার

 

গত পরশু(১৪ অক্টোবর) শিকাগো সান-টাইম পত্রিকায় একই ধরণের একটা লেখা পড়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলাম । বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা তাতে যেকোন সময় এই “মাংসখেকো মাদক” বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে।

http://www.suntimes.com/23141382-418/flesh-eating-drug-started-like-a-burn-victim-says.html

আসঙ্কা সত্যি না হলেও বাংলানিউজে আজ এমনই একটা রিপোর্ট দেখলাম আজ । শিরোণাম “মাংসখেকো মাদক !” …

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=b90072ce7b34fab7a159689b20249988&nttl=15102013231664

এই মাদক গ্রহনের ফলে ব্যক্তির দেহের টিস্যু মরে গিয়ে মাংসে পচন ধরে। ধীরে ধীরে দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। মাংসখেকো নতুন এক মাদকের নাম ক্রোকোডিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ইলিনয় অঞ্চলের চিকি‍ৎসকরা কয়েকটি রোগীর চিকিৎসা করাতে গিয়ে নতুন এই মাদক আবিষ্কার করেন। আশংকা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে দ্রুত এই মাদকের উপসর্গ দেখা যাচ্ছে। এটা মহামারী আকারও ধারণ করতে পারে।

ইহা হেরোইনের চেয়ে ৮০ ভাগ বেশি শক্তিশালী !!! এই মাদকের নাম ‘krokodil”

আসুন জেনে রাখি এই ড্রাগ (মাদক) – এর অল্প-স্বল্পঃ
- এই ড্রাগটি ২০০২ সালে রাশিয়া প্রথম বাজারে আনে।
- চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Desomorphine নামে পরিচিত। সাথে থাকে paint thinner, gasoline, hydrochloric acid, iodine and the red phosphorous
- এটা Codeine এর সাথে মিশিয়ে তৈরী করা হয় এবং মাথা ব্যাথার উপসমে প্রথম ব্যবহার করা হয়।
- এটা হেরোইনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় !!! এবং এটি একটি ইঞ্জেকটেড ড্রাগ ।
- এটি হেরোইনের চেয়ে ৮০ গুণ বেশী ক্ষতিকর। শরীরের চামড়া পুড়ে / মাংস নষ্ট হয়ে কুমিরের শরীরের মত হয়ে যায়।

*এভাবেই মাদকসেবীরা প্রস্তুত করে নতুন মাদক।

- আরও বিস্তারিত জানুনঃ http://www.independent.co.uk/news/world/europe/krokodil-the-drug-that-eats-junkies-2300787.html

যদিও বাংলাদেশে এর ব্যবহার নেই বললেই চলে তবুও সময় এসেছে সচেতন হওয়ার।

*এভাবেই ক্ষয়ে যায় চামড়া এবং মাংস।

 

সচেতন মহল এবং অভিভাবকদের উচিৎ তাদের সন্তানের দেখভাল করা। তাদের প্রতি সচেতন দৃষ্টি রাখা যাতে তাদের প্রিয় সন্তান মাদকের ভয়াবহতায় পা না বাড়ায়। সুন্দর একটি আগামীর স্বপ্ন দেখি আমরা সবাই।

 

 

~ নীলকন্ঠ জয়।
অক্টোবর ১৬,২০১৩ ইং।

০ Likes ০ Comments ০ Share ৫৭০ Views